For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

২০১৯ লোকসভা নির্বাচনে কেন হারল তৃণমূল কংগ্রেস, এতদিনে কারণ খুঁজে পেলেন বিধায়ক

লোকসভায় কেন হারল তৃণমূল কংগ্রেস, তা বুঝিয়ে দিলেন দলেরই এক বিধায়ক। সংগঠনের নেতাদের কাছে তিনি জানিয়ে দিলেন সেই কারণ।

  • |
Google Oneindia Bengali News

লোকসভায় কেন হারল তৃণমূল কংগ্রেস, তা বুঝিয়ে দিলেন দলেরই এক বিধায়ক। সংগঠনের নেতাদের কাছে তিনি জানিয়ে দিলেন সেই কারণ। বর্ধমান উত্তর কেন্দ্রের তৃণমূল কংগ্রেস বিধায়ক নিশীথ মালিক বলেন, দলীয় নেতাদের একাংশের দম্ভ ও অহংকারের কারণে লোকসভা নির্বাচনে বিপর্যয় ঘটেছে তৃণমূল কংগ্রেসের।

বাংলার হাল ধরবে জয় হিন্দ বাহিনী

বাংলার হাল ধরবে জয় হিন্দ বাহিনী

বর্ধমান উত্তর কেন্দ্রের বিধায়ক জয় হিন্দ কমিটি ঘোষণা করে বলেন, তৃণমূলের মাদার সংগঠন বা কোনও শাখা সংগঠন নয়। বাংলার হাল ধরবে এই জয় হিন্দ বাহিনী। তৃণমূলের একাংশ নেতাদের দম্ভ, অহংকারের জন্যই দলের হাল শোচনীয় হয়েছে।

জয় হিন্দ বাহিনীই জেগে উঠছে

জয় হিন্দ বাহিনীই জেগে উঠছে

তিনি বলেন, পূর্ব বর্ধমান জেলায় তৃণমূলের সংগঠনের শোচনীয় হাল হয়েছিল। সেই অবস্থা থেকে বাংলায় ঘুরে দাঁড়িয়েছেন তাঁরা। তা সম্ভব হয়েছে স্রেফ জয় হিন্দ বাহিনীর জন্য। তিনি বলেন, ২৩ মে-র পর তৃণমূল নেতারা হাত গুটিয়ে নিয়েছিলেন। সবাই একপ্রকার ঘরে ঢুকে গিয়েছিলেন।

নেতাদের দম্ভ আর অহংকারই দায়ী

নেতাদের দম্ভ আর অহংকারই দায়ী

নিশীথবাবু বলেন, এই অবস্থায় তৃণমূলকে ফের সক্রিয় করে তোলার চেষ্টা চালাচ্ছে জয় হিন্দ বাহিনী। তিনি ব্যক্তিগতভাবে চেষ্টা করেছিলেন। কিন্তু তা সম্ভব হয়নি নেতাদের দম্ভ আর অহংকারের জন্য। এই অবস্থায় বিজেপি ও সিপিএমের যৌথ আক্রমণ প্রতিহত করতে আসরে নামে জয়হিন্দ বাহিনী। তণমূলের অন্য কোনও সংগঠন তা পারেনি।

English summary
MLA finds the reasons of TMC’s defeat in Lok Sabha Election 2019. He says only Joy Hind force can come back TMC again.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X