For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

কংগ্রেসের ‘সৌজন্য’ চান না মায়াবতী, উত্তরপ্রদেশের জোট-বিভ্রান্তিতে খোঁচা অখিলেশেরও

লোকসভা ভোটের মুখে কংগ্রেসের উপর বেজায় চটলেন বিএসপি সুপ্রিমো মায়াবতী। অখিলেশও মায়াবতীর পাশে দাঁড়ালেন কংগ্রেসের আসন ছাড়া বিতর্কে।

Google Oneindia Bengali News

লোকসভা ভোটের মুখে কংগ্রেসের উপর বেজায় চটলেন বিএসপি সুপ্রিমো মায়াবতী। অখিলেশও মায়াবতীর পাশে দাঁড়ালেন কংগ্রেসের আসন ছাড়া বিতর্কে। রবিবার উত্তরপ্রদেশ কংগ্রেস সভাপতি রাজ বব্বর ঘোষণা করেন, উত্তরপ্রদেশের সাত আসনে প্রার্থী দেবে না কংগ্রেস। উল্লেখ্য, ওই আসনগুলিতে লড়াই করবেন মায়াবতী, অখিলেশ যাদব, মুলায়ম সিং যাদব ও তাঁদের ঘনিষ্ঠরা।

মায়াবতী ফুঁসে উঠলেন

মায়াবতী ফুঁসে উঠলেন

কংগ্রেসের এই আসনছাড়া নিয়েই মায়াবতী ফুঁসে উঠলেন। তিনি কংগ্রেসকে নিশানায় টুইট করেন, পরিকল্পিতভাবে গুজব রটাবেন না। রাজ্যের ৮০ আসনের কোথাও কংগ্রেসের সঙ্গে জোট হয়নি। নিজেদের শক্তিতেই রাজ্যে বিজেপির বিরুদ্ধে লড়াই করছে সপা-বসপা-আরএলডি। আমাদের সাত আসন দেওয়ার কোনও প্রয়োজন নেই। আর তা নিয়ে কংগ্রেসের সঙ্গে কোনও কথাও হয়নি।

দুইয়ের সৌজন্য সাতে

দুইয়ের সৌজন্য সাতে

উল্লেখ্য, সপা-বসপা-আরএলডির জোট গঠনের পর মায়াবতীই জানিয়েছিলেন, কংগ্রেসের দুটি আসনে প্রার্থী দেবে না তাঁদের জোট। সেই দুঠি আসন রাহুল গান্ধীর আমেঠি ও সোনিয়া গান্ধীর রায়বেরিলি। সেই সৌজন্য স্বরূপ কংগ্রেস সাতটি আসন ছেড়ে দেয় সপা-বসপা-আরএলডির জন্য। তাতেই বিতর্ক বাধে।

কংগ্রেসের গিফটে বিভ্রান্তি ছড়াবে

মায়াবতী দাবি করেন, কংগ্রেসের এই আসন ছাড়ার বার্তায় বিভ্রান্তি তৈরি হবে। মনে হবে তলে তলে কংগ্রেসের সঙ্গে জোট করেই চলছে সপা-বসপা। তার প্রভাব পড়বে ভোটে। তাই এ ধরনের সহানুভূতি বা সমঝোতা বার্তায় কোনও দরকার নেই। যদিও মায়াবতীই কংগ্রেসের জন্য দুটি আসন ছেড়ে সৌজন্যের হাত বাড়িয়েছিলেন।

[আরও পড়ুন: কংগ্রেসের ‘সৌজন্য' চান না মায়াবতী, উত্তরপ্রদেশের জোট-বিভ্রান্তিতে খোঁচা অখিলেশেরও ][আরও পড়ুন: কংগ্রেসের ‘সৌজন্য' চান না মায়াবতী, উত্তরপ্রদেশের জোট-বিভ্রান্তিতে খোঁচা অখিলেশেরও ]

রি-টুইটে খোঁচা অখিলেশের

শুধু মায়াবতীই নন, অখিলেশও রি-টুইট করে জানিয়ে দিয়েছেন তাঁর সমর্থন। তিনি লেখেন, উত্তরপ্রদেশে সপা-বসপা-আরএলডির জোটের বিজেপিকে হারানোর ক্ষমতা রয়েছে। কংগ্রেস যেন কোনওরকম জটিলতা তৈরি না করে। অর্থাৎ তিনিও ঘুরিয়ে কংগ্রেসের আসন ছাড়ার সমালোচনা করেন।

উত্তরপ্রদেশের হারানো জমি ফেরাতে

উত্তরপ্রদেশের হারানো জমি ফেরাতে

উল্লেখ্য, গো বলয়ের তিন রাজ্যে ক্ষমতায় ফেরার পর কংগ্রেসের হারানো আত্মবিশ্বাস অনেকটাই ফিরে এসেছে। তারা আবার উত্তরপ্রদেশে সুদিন ফেরাতে চাইছে। প্রিয়াঙ্কা গান্ধীকে রাজনীতিয় ময়দানে নামিয়ে উত্তরপ্রদেশে হারানো জমি পুনরুদ্ধারের চেষ্টা চালাচ্ছেন রাহুল। এরইসঙ্গে জ্যোতিরাদিত্যের মতো তরুণ-তুর্কি নেতাকেও নামিয়ে দিয়েছেন ময়দানে। যদিও বিজেপিকে কোণঠাসা করার সুযোগ পেয়েও সপা-বসপার সঙ্গে জোট গড়তে ব্যর্থ হয়েছে কংগ্রেস। লড়াই তাই বেশিরভাগ আসনেই ত্রিমুখী।

[আরও পড়ুন: লোকসভায় টিকিট দেবে না দল, দুঃখে-অভিমানে হাতের শিরাই কেটে ফেললেন বিধায়ক][আরও পড়ুন: লোকসভায় টিকিট দেবে না দল, দুঃখে-অভিমানে হাতের শিরাই কেটে ফেললেন বিধায়ক]

English summary
Mayawati and Akhilesh attacks Congress due to leave seat in Lok Sabha in UP. Congress leaves the seven seats for SP, BSP and RLD alliance. SP and BSP leaved two seats ago for Congress,
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X