For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

লোকসভায় টিকিট দেবে না দল, দুঃখে-অভিমানে হাতের শিরাই কেটে ফেললেন বিধায়ক

লোকসভা নির্বাচনে টিকিট পেতে চেয়েছিলেন তিনি। কিন্তু সম্প্রতি তাঁর মনে হয়েছিল, দল তাঁকে টিকিট দিতে চাইছে না। সেই আশঙ্কা থেকেই সাংঘাতিক ঘটনা ঘটিয়ে ফেললেন অন্ধ্রপ্রদেশের এক বিধায়ক।

Google Oneindia Bengali News

লোকসভা নির্বাচনে টিকিট পেতে চেয়েছিলেন তিনি। কিন্তু সম্প্রতি তাঁর মনে হয়েছিল, দল তাঁকে টিকিট দিতে চাইছে না। সেই আশঙ্কা থেকেই সাংঘাতিক ঘটনা ঘটিয়ে ফেললেন অন্ধ্রপ্রদেশের এক বিধায়ক। ওয়াইএসআর কংগ্রেসের বিধায়ক এম সুনীল কুমার হাতের শিরা কেটে আত্মহত্যার চেষ্টা করলেন। একইসঙ্গে তা ভিডিও করে পাঠালেন পার্টি সুপ্রিমোর কাছে।

লোকসভায় টিকিট দেবে না দল, দুঃখে-অভিমানে হাতের শিরাই কেটে ফেললেন বিধায়ক

লোকসভা নির্বাচনের আগে এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে রাজনৈতিক মহলে। পেশায় চিকিৎসক সুনীল কুমার। তিনি দলে কোণঠাসা হয়ে বেশ কয়েকদিন ধরে মানসিক অবসাদে ভুগছিলেন। তারপর রবিবার তিনি চরম সিদ্ধান্ত নেন। ছুরি দিয়ে হাতের কব্জির শিরা কেটে ফেলেন তিনি। তারপর সেই ভিডিও তিনি সোশ্যাল মিডিয়ায় আপলোডও করে দেন।

যদিও হাতের শিরা কেটে আত্মহত্যার চেষ্টা করলেও তিনি এখন অনেকটাই বিপন্মুক্ত। তাঁর স্ত্রী সংবাদমাধ্যমকে জানান, রাজনৈতিক জীবনে অনিশ্চয়তা গ্রাস করায় তিনি মানসিক অবসাদগ্রস্থ হয়ে পড়েন। তা থেকেই তিনি এই ধরনের ঘটনা ঘটিয়ে ফেলেন। সঠিক সময়ে নজরে আসায় এ যাত্রায় তাঁক জীবন রক্ষা করে গিয়েছে।

[আরও পড়ুন: অর্জুনের গড়ে কী হবে পুরসভার ভবিষ্যৎ! ৩৫-এর যুদ্ধে ২২ জনকে এক করল তৃণমূল][আরও পড়ুন: অর্জুনের গড়ে কী হবে পুরসভার ভবিষ্যৎ! ৩৫-এর যুদ্ধে ২২ জনকে এক করল তৃণমূল]

আর এই ঘটনার ভিডিও সোশাল মিডিয়ায় আপলোড করে ওই বিধায়ক বার্তা দেন, এই ভিডিও দলের সুপ্রিমো জগনমোহন রেড্ডির দৃষ্টি আকর্ষণ করার জন্য। তিনি বলেন, জগন স্যার শুনেছি এবার আমাকে টিকিট দেওয়া হবে না। গত পাঁচ বছর ধরে আপনাকে অনুসরণ করে চলেছি। এখন শুনছি আমি টিকিট পাব না। তাই মৃত্যুর আগে আপনার দৃষ্টি আকর্ষণ করে গেলাম। উল্লেখ্য, ওই বিধায়কের সঙ্গে চন্দ্রবাবু নাইডুর দলের ঘনিষ্ঠতা বাড়ায় তিনি দলে কোণঠাসা হয়ে পড়েন।

[আরও পড়ুন: 'পাপ্পু কি পাপ্পি' বলে প্রিয়াঙ্কাকে কুৎসিত আক্রমণ বিজেপি মন্ত্রীর, দেখুন ভিডিও ][আরও পড়ুন: 'পাপ্পু কি পাপ্পি' বলে প্রিয়াঙ্কাকে কুৎসিত আক্রমণ বিজেপি মন্ত্রীর, দেখুন ভিডিও ]

[আরও পড়ুন: কংগ্রেসের চ্যালেঞ্জ গ্রহণ, বাকি আসনেও প্রার্থী! লোকসভায় একক-যুদ্ধে তৈরি বামেরাও][আরও পড়ুন: কংগ্রেসের চ্যালেঞ্জ গ্রহণ, বাকি আসনেও প্রার্থী! লোকসভায় একক-যুদ্ধে তৈরি বামেরাও]

English summary
MLA attempt to suicide not to get ticket in Lok Sabha Election 2019. This sensational incident occurs in Andhrapradesh.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X