For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

'আমি রাষ্ট্রপতি নয়, দেশের প্রধানমন্ত্রী হওয়ার স্বপ্ন দেখি', বললেন মায়াবতী

'আমি রাষ্ট্রপতি নয়, দেশের প্রধানমন্ত্রী হওয়ার স্বপ্ন দেখি', বললেন মায়াবতী

  • |
Google Oneindia Bengali News

সম্প্রতি উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের সঙ্গে দেখা করেছেন বহুজন সমাজ পার্টি (বিএসপি) সুপ্রিমো মায়াবতী। এরপরই সমাজবাদী পার্টির সুপ্রিমো অখিলেশ যাদব বলেছিলেন যে দেশের রাষ্ট্রপতি হতে চান মায়াবতী তাই তিনি বিজেপির মুখ্যমন্ত্রীর কাছে দরবার করছেন৷ এবার অখিলেশের এই বক্তব্যের পাল্টা দিলেন মায়াবতী। তিনি বলেন, 'আরামের জীবন তিনি চান না! তিনি প্রধানমন্ত্রী হওয়ার স্বপ্ন দেখেন।'

সমাজবাদী পার্টির বিরুদ্ধে তোপ মায়াবতীর!

সমাজবাদী পার্টির বিরুদ্ধে তোপ মায়াবতীর!

বৃহস্পতিবার একটি সংবাদ সম্মেলন করে এবং সমাজবাদী পার্টির বিরুদ্ধে গুজব ছড়ানোর অভিযোগ তুললেন মায়াবতী৷ বসপা সুপ্রিমোর বক্তব্য, তিনি ভারতের রাষ্ট্রপতি হতে চান না বরং তিনি রাজ্যের প্রধান হতে চান, আবার প্রধানমন্ত্রীও! বিএসপি প্রধান তার ঘনিষ্ঠ সহযোগী এবং দলের সাধারণ সম্পাদক এসসি মিশ্র এবং দলের একমাত্র বিধায়ক উমা শঙ্কর সিং যোগী আদিত্যনাথের সঙ্গে তাঁর সরকারি বাসভবনে দেখা করার পরে এই বিবৃতি দিয়েছেন। মায়াবতী দাবি করেছেন যে বৈঠকটি তার মুখ্যমন্ত্রী থাকাকালীন নির্মিত স্মৃতিস্তম্ভগুলির রক্ষণাবেক্ষণের বিষয়ে ছিল।

আমি দেশের প্রধামন্ত্রী হওয়ার স্বপ্ন দেখি, বললেন মায়াবতী!

আমি দেশের প্রধামন্ত্রী হওয়ার স্বপ্ন দেখি, বললেন মায়াবতী!

অন্যদিকে সমাজবাদী পার্টির প্রধান অখিলেশ যাদব বিধানসভা নির্বাচনে বিজেপিতে ভোট হস্তান্তরের অভিযোগে মাইনপুরিতে মায়াবতীকে আক্রমণ করেছিলেন এবং বলেছেন যে এখন দেখার বিষয় যে বিজেপি তাকে দেশের রাষ্ট্রপতি করে কিনা। এরই পাল্টা মায়াবতী বলেন, সমাজবাদী পার্টির আমাকে রাষ্ট্রপতি করে রাজনীতি থেলে সন্ন্যাস নেওয়ার স্বপ্ন ভুলে যাওয়া উচিত। তারা এসব করতে চায় যাতে উত্তরপ্রদেশে তাদের ক্ষমতায় বসার পথ পরিষ্কার হয়। আমি কখনই রাষ্ট্রপতি হওয়ার স্বপ্ন দেখব না কারণ আমি আরামের জীবন চাই না, সংগ্রামের জীবন চাই। আমি আবার উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী হওয়ার স্বপ্ন দেখি এবং দেশের প্রধানমন্ত্রী হওয়ারও স্বপ্ন দেখি।'

'রাজ্যে সংখ্যালঘুদের উপর আক্রমণের জন্য সমাজবাদী পার্টি-ই দায়ী' বললেন মায়াবতী

'রাজ্যে সংখ্যালঘুদের উপর আক্রমণের জন্য সমাজবাদী পার্টি-ই দায়ী' বললেন মায়াবতী

সাংবাদিক সম্মেলনে মায়াবতী আরও বলেন, 'আমাদের সরকারের আমলে তৈরি স্মৃতিস্তম্ভগুলি সপা এবং বিজেপি উভয় সরকারই অবহেলিত হয়েছে, হচ্ছে! এই বিষয়েই রাজ্য সরকারের দৃষ্টি আকর্ষণ করতে এস সি মিশ্রের নেতৃত্বে বিএসপির একটি প্রতিনিধি দল যোগীজির সাথে দেখা করতে গিয়েছিল। যদিও অখিলেশ যাদব সদ্য সমাপ্ত বিধানসভা নির্বাচনের সময় বিএসপিকে তার ভোটারদের ভোট বিজেপিতে স্থানান্তর করার অভিযোগ করেছেন! পাল্টা মায়াবতী সপাকে আক্রমণ করে বলেছেন যে ওরাই (সমাজবাদী পার্টি) নির্বাচনকে হিন্দু-মুসলিম ভেঙে বিজেপির সঙ্গে যোগসাজশ করেছে এবং বিজেপির প্রত্যাবর্তনের দায়ভার ওদেরই! তিনি বলেন রাজ্যে মুসলিম এবং অন্যদের বিরুদ্ধে যে সমস্ত নৃশংসতা ঘটছে তার জন্য সপা-ই দায়ী। প্রসঙ্গত বসপার সাধারণ সম্পাদক সতীশ চন্দ্র মিশ্র এবং দলের একমাত্র বিধায়ক উমাশঙ্কর সিং বৃহস্পতিবার ইউপি মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করেছেন যাতে রাজ্যে একটি বৃহত্তর রাজনৈতিক পরিবর্তনের জল্পনা শুরু হয়েছে!

'৬৮ শতাংশ করের ভাগ তো নেয় কেন্দ্র', জ্বালানির দামে কর কমানো নিয়ে রাজ্যগুলিকে নিশানার পাল্টা তোপ রাহুলের'৬৮ শতাংশ করের ভাগ তো নেয় কেন্দ্র', জ্বালানির দামে কর কমানো নিয়ে রাজ্যগুলিকে নিশানার পাল্টা তোপ রাহুলের

English summary
'I dream of becoming the prime minister of the country, not the president,' Mayawati said
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X