For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

রবার্ট ভঢরা ইস্যুতে বিজেপিকে কড়া আক্রমণ করে কংগ্রেসের পাশে মমতা

রবার্ট ভঢরা ইস্যুতে বিজেপিকে কড়া আক্রমণ করলেন তৃণমূল সুপ্রিমো তথা বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

  • |
Google Oneindia Bengali News

আর্থিক তছরুপের মামলায় কংগ্রেস চেয়ারপার্সন সোনিয়া গান্ধীর জামাই রবার্ট ভঢরাকে এদিন সমন করে ডেকে পাঠিয়ে জেরা করেছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। রবার্টকে চার ঘণ্টা বসিয়ে রেখে চল্লিশটি প্রশ্ন করা হয়েছে বলে জানা গিয়েছে। এই ইস্যুতেই কথা বলতে গিয়ে বিজেপিকে কড়া আক্রমণ করলেন তৃণমূল সুপ্রিমো তথা বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

রবার্ট ভঢরা ইস্যুতে বিজেপিকে কড়া আক্রমণ করে কংগ্রেসের পাশে মমতা

এদিন রবার্টের বিরুদ্ধে ওঠা নামা অভিযোগ নিয়ে ইডির জেরা চলেছে। লন্ডনে দুটি বাড়ি, ৬টি ফ্ল্যাট কে কিনেছে? এই প্রশ্নই ইডি করেছে রবার্টকে। যা চার ঘণ্টা লম্বা চলেছে বলে জানা গিয়েছে।

সেই প্রসঙ্গেই মমতা বলেছেন, আমরা সকলে একসঙ্গে রয়েছি, ঐক্যবদ্ধ আছি। এটা কোনও গুরুতর মামলা না। কিচ্ছু না। ওঁরা সকলকে নোটিশ দিচ্ছে। আমরা এক রয়েছি। সকলের সঙ্গে কথা বলব। নির্বাচনের আগে ইচ্ছে করে এগুলি করা হচ্ছে বলেও মমতা অভিযোগ করেন।

[আরও পড়ুুন: বিজেপির 'এ টু জেড' কেলেঙ্কারির পর্দাফাঁস! জোর প্রচারে তৃণমূল কংগ্রেস ][আরও পড়ুুন: বিজেপির 'এ টু জেড' কেলেঙ্কারির পর্দাফাঁস! জোর প্রচারে তৃণমূল কংগ্রেস ]

ঘটনা হল, ইডির সাতজনের অফিসারদের দল এদিন রবার্টকে জেরা করে। তার মাথায় ছিলেন ডেপুটি ডিরেক্টর রাজীব শর্মা, অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর এমএল শর্মা। আগে থেকেই চল্লিশটি প্রশ্ন তৈরি করে রেখেছিল ইডি। রবার্টকে ইডি জেরা নিয়ে মমতা যেভাবে মুখ খুললেন তাতে বিরোধী ঐক্য যে একসঙ্গে মোদী বিরোধিতায় লোকসভা ভোটের আগে পথে নামতে চলেছে তার ইঙ্গিত তৃণমূলনেত্রী এদিন দিয়ে রাখলেন।

[আরও পড়ুন:'আর কতদিন তদন্ত থেকে বাঁচবেন' সিবিআই ইস্যুতে মমতাকে অলআউট আক্রমণ অমিতের ][আরও পড়ুন:'আর কতদিন তদন্ত থেকে বাঁচবেন' সিবিআই ইস্যুতে মমতাকে অলআউট আক্রমণ অমিতের ]

English summary
Mamata Banerjee slams Modi govt for questioning Robert Vadra
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X