For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

রবার্ট ভঢরাকে ম্যারাথন জেরা, বৃহস্পতিবার সকালেই ফের তলব ইডির

রবার্ট ভঢরাকে এদিন ম্যারাথন জেরা করল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট।

  • |
Google Oneindia Bengali News

রবার্ট ভঢরাকে এদিন ম্যারাথন জেরা করল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। দিল্লিতে ইডির অফিসে রবার্ট ভঢরা বিকেল নাগাদ পৌঁছন। এরপরে একেরপর এক প্রশ্ন করে ইডি সাড়ে পাঁচ ঘণ্টা জেরা করে বলে জানা গিয়েছে। এরপরে রবার্টকে ছাড়া হয়। বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টার সময় ফের রবার্টকে হাজিরা দিতে বলেছে ইডি। ফলে বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টা নাগাদ সোনিয়া গান্ধীর জামাইকে ফের ইডির দফতরে হাজির হতে হবে বলে জানা গিয়েছে।

রবার্ট ভঢরাকে ম্যারাথন জেরা, বৃহস্পতিবার সকালেই ফের তলব ইডির

এদিন রবার্টকে চল্লিশটি প্রশ্ন করা হয়েছে বলে খবর। লন্ডনে অবৈধভাবে সম্পত্তি তৈরি করেছেন রবার্ট। এই অভিযোগের ভিত্তিতেই জেরা চলেছে। লন্ডনে দুটি বাড়ি, ৬টি ফ্ল্যাট কে কিনেছে? এই প্রশ্নই ইডি করেছে রবার্টকে।

এদিন প্রিয়াঙ্কাকে নিয়ে দিল্লির ইডি দফতরে রবার্ট বিকেল সাড়ে তিনটের পর পৌঁছন। সেখানে হাজিরা খাতায় সই করেন। তারপরে ইডির সাতজনের অফিসারদের দল এদিন রবার্টকে জেরা করে। তার মাথায় ছিলেন ডেপুটি ডিরেক্টর রাজীব শর্মা, অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর এমএল শর্মা। আগে থেকেই চল্লিশটি প্রশ্ন তৈরি করে রেখেছিল ইডি।

অস্ত্রের কারবারি সঞ্জীব ভান্ডারির সঙ্গে ইমেল আদান-প্রদান, দুবাইয়ের ব্যবসায়ী সিসি থাম্পির সঙ্গে সম্পর্ক সহ নানা প্রসঙ্গে নাকি রবার্টকে জিজ্ঞাসা করা হয়েছে। বিশেষ করে লন্ডনের ছয়টি বাড়ি-ফ্ল্যাট কার নামে তা নিয়ে চেপে ধরা হয়। শেষ অবধি সাড় পাঁচ ঘণ্টা পরে ছাড়া পান রবার্ট।

English summary
ED grills Robert Vadra, ask him to appear on Thursday morning
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X