For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

প্রিয়াঙ্কার স্বামী রবার্ট ইডির মুখোমুখি! লন্ডনে সম্পত্তি নিয়ে আর্থিক দুর্নীতিতে জেরা

কংগ্রেসের সাধারণ সম্পাদক প্রিয়াঙ্কা গান্ধীর স্বামী রবার্ট ভদরা অন্তর্বর্তীকালীন জামিন মেলার বুধবার ইডির মুখোমুখি হচ্ছেন। ১৬ ফেব্রুয়ারি পর্যন্ত তাঁর অন্তর্বর্তী জামিন মঞ্জুর করা হয়েছে।

  • |
Google Oneindia Bengali News

কংগ্রেসের সাধারণ সম্পাদক প্রিয়াঙ্কা গান্ধীর স্বামী রবার্ট ভদরা অন্তর্বর্তীকালীন জামিন মেলার বুধবার ইডির মুখোমুখি হচ্ছেন। ১৬ ফেব্রুয়ারি পর্যন্ত তাঁর অন্তর্বর্তী জামিন মঞ্জুর করা হয়েছে। এরপরই তিনি জানিয়েছিলেন ৬ ফেব্রুয়ারি তিনি এনফোর্সমেন্ট ডিরেক্টর অর্থাৎ ইডির মুখোমুখি হবেন। সেইমতো এদিন রবার্টকে জেরা করবে ইডি।

প্রিয়াঙ্কার স্বামী রবার্ট ইডির মুখোমুখি! লন্ডনে সম্পত্তি নিয়ে আর্থিক দুর্নীতিতে জেরা

ইডি কর্তৃক দায়ের করা একটি মানি-লন্ডারিং মামলা ছিল রবার্টের বিরুদ্ধে। লন্ডনের একটি সম্পত্তি ক্রয় নিয়ে মানি লন্ডারিংয়ের অভিযোগ উঠেছিল তাঁর বিরুদ্ধে। ১২, ব্রায়ানস্টন স্কোয়ারের ওই সম্পত্তির মূল্য ১.৯ মিলিয়ন পাউন্ড, যা ভদরার মালিকানাধীন। তা নিয়েই ইডির প্রশ্নবান সামলাবেন রবার্ট।

এ প্রসঙ্গে রবার্ট ভদরা এদিন ফের জানান, তিনি একজন আইন-শৃঙ্খলা রক্ষাকারী নাগরিক। তিনি আইনভঙ্গ করে কিছু করেননি। তাঁকে মিথ্যা মামলায় ফাঁসানো হয়েছে। এ কথা তিনি আদালতে জানিয়েছিলেন, এদিন ইডির মুখোমুখি হয়ে একই কথাই বলবেন রবার্ট।

রাহুল গান্ধী এ প্রসঙ্গে জানান, রবার্টকে ইডির তলব থেকে শুরু করে গোটা বিষয়টিই রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত। তাঁর পরিবার কংগ্রেসের সঙ্গে যুক্ত বলেই মিথ্যা মামলায় তাঁদের ফাঁসানো হচ্ছে। এই মামলায় শুধু রবার্ট নয় তাঁর ঘনিষ্ঠ মনোজ অরোরাও এই মামলায় অভিযুক্ত। তাঁকেও অন্তর্বর্তী জামিন দেওয়া হয়। তাঁকে শনিবার ইডির কাছে হাজির হওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। উভয়েই ইডির তদন্তে সহয়োগিতার আশ্বাস দিয়েছিলেন। এদিন বিজেপির পক্ষ থেকে সাংবাদিক সম্মেলন করে সম্বিত পাত্র জানান, সোনিয়া গান্ধীর জামাতা আর্থিক দুর্নীতিতে অভিযুক্ত।

English summary
Congress general secretary Priyanka Gandhi’s husband Robert Vadra likely to appear of ED. He will go ED on Wednesday office after interim bail till 16 February,
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X