For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

বিজেপির 'এ টু জেড' কেলেঙ্কারির পর্দাফাঁস সোশ্যাল মিডিয়ায়! লোকসভার আগে জোর প্রচারে তৃণমূল

এবার বিজেপিকে পাল্টা আক্রমণের পথেই হাঁটল তৃণমূল।

  • |
Google Oneindia Bengali News

সিবিআই সারদা মামলায় ও এনফোর্সমেন্ট ডিরেক্টরেট রোজভ্যালি মামলায় রাজ্যে তদন্তের ক্ষেত্রে গতি ও তৎপরতা দুটোই বাড়িয়েছে। সামনেই লোকসভা নির্বাচন। তার আগে পরপর এই ঘটনায় কেন্দ্র-রাজ্য সংঘাত চরমে উঠেছে। একদিকে বিজেপি যেমন তৃণমূল সরকারকে দুর্নীতিগ্রস্ত বলে তোপ দাগছে। তেমনই পাল্টা তৃণমূলও কেন্দ্রীয় সংস্থাগুলিকে কাজে লাগিয়ে নরেন্দ্র মোদী সরকার বিরোধীদের কাবু করার চেষ্টা করছে বলে অভিযোগ করেছে।

বিজেপির এ টু জেড কেলেঙ্কারির পর্দাফাঁস! জোর প্রচারে তৃণমূল কংগ্রেস

বিজেপি সারদা, নারদা, রোজভ্যালি সহ একাধিক কেলেঙ্কারির ঘটনায় তেড়ে আক্রমণ করেছে তৃণমূলকে। এই কেলেঙ্কারিগুলিতে কুণাল ঘোষ, মদন মিত্র, সুদীপ বন্দ্যোপাধ্যায়, তাপস পাল সহ বেশ কয়েকজন তৃণমূল নেতা-মন্ত্রী-সাংসদ গ্রেফতার হয়েছেন। যার ফলে বিজেপি সুযোগ বুঝেই তৃণমূলকে আক্রমণ করতে ছাড়েননি।

তবে এবার বিজেপিকে পাল্টা আক্রমণের পথেই হাঁটল তৃণমূল। এদিন 'এ টু জেড' বিজেপির কেলেঙ্কারির কথা সামনে আনল মমতা বন্দ্যোপাধ্যায়ের দল।

এদিন এ থেকে শুরু করে জেড অবধি নানা কেলেঙ্কারির কথা তুলে ধরা হয়েছে। এবং সবকটিতেই বিজেপিকে অভিযুক্ত করা হয়েছে। এতে শুধু বিজেপির কাছাকাছি থাকা শিল্পপতিদের নাম রয়েছে তা নয়, বিজেপি নেতা-মন্ত্রীদেরও অভিযুক্তের তালিকায় রাখা হয়েছে।

সবচেয়ে বড় কথা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী থেকে শুরু করে লালকৃষ্ণ আডবাণী, বিজেপি মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়নবীশ, প্রাক্তন মুখ্যমন্ত্রী আনন্দীবেন প্যাটেল, রমন সিং, শিবরাজ সিং চৌহানদের নাম ও কেলেঙ্কারির অঙ্ক তুলে ধরা হয়েছে।

[আরও পড়ুন: 'আর কতদিন তদন্ত থেকে বাঁচবেন' সিবিআই ইস্যুতে মমতাকে অলআউট আক্রমণ অমিতের ][আরও পড়ুন: 'আর কতদিন তদন্ত থেকে বাঁচবেন' সিবিআই ইস্যুতে মমতাকে অলআউট আক্রমণ অমিতের ]

মেট্রো চ্যানেলে কেন্দ্র সরকারের বিরুদ্ধে প্রতিবাদ সভাতেই সুপ্রিম কোর্টের রায় সামনে আসার পর কথায় কথায় মমতা বন্দ্যোপাধ্যায় বিজেপির নানা কেলেঙ্কারিতে জড়িত থাকার কথা জানেন বলে হুঁশিয়ারি দিয়েছিলেন। এদিন সেই সমস্ত কেলেঙ্কারিকে একসঙ্গে করে সোশ্যাল মিডিয়ায় প্রচার শুরু করে দিল বিজেপি।

English summary
TMC attacks BJP, showcase scams PM Modi and his party involves in
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X