For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

‌প্রবাসী ব্যবসায়ীকে গ্রেফতার ইডির, যোগ রয়েছে রবার্ট ভাডরার সঙ্গে

‌প্রবাসী ব্যবসায়ীকে গ্রেফতার ইডির, যোগ রয়েছে রবার্ট ভদ্রের সঙ্গে

Google Oneindia Bengali News

কংগ্রেস প্রধান সোনিয়া গান্ধীর জামাই রবার্ট ভাডরা এবং পলাতক অস্ত্র ব্যবসায়ী সঞ্জয় ভাণ্ডারীর বিরুদ্ধে বিদেশে অবৈধ সম্পদ অধিগ্রহণ সংক্রান্ত ও অর্থ তছরুপ মামলায় সোমবার প্রবাসী ব্যবসায়ী সিসি থাম্পিকে গ্রেপ্তার করেছে ইডি।

‌প্রবাসী ব্যবসায়ীকে গ্রেফতার ইডির, যোগ রয়েছে রবার্ট ভদ্রের সঙ্গে


থাম্পি দুবাইয়ের সংস্থা স্কাই লাইটের দেখভাল করতেন বলে জানা গিয়েছে। ২০০৯ সালে, ভাণ্ডারির সংস্থা স্যান্তেচ এফজেডই একটি বেসরকারী সংস্থার কাছ থেকে লন্ডনে সম্পদ কিনেছিলেন, যা স্কাই লাইট দ্বারা অধিগ্রহণ করা হয়েছিল। রবার্ট ভাডরার অভিযোগ, লন্ডনের এই সম্পত্তি অধিগ্রহণ নিয়ে তাঁর এবং ভাণ্ডারির মধ্যে কিছু ইমেল আদান–প্রদান হয়। এই ইমেলে আবাসনের সংস্কার নিয়েও কথা হয়, যা এই মামলার জোরালো প্রমাণ। ইডি জানিয়েছে, থাম্পি কংগ্রেস সভাপতি তথা রবার্ট ভাডরার শাশুড়ি সোনিয়া গান্ধীর মাধ্যমে রবার্টের সঙ্গে দেখা করেন। যদিও পরে রবার্ট ইডিকে জানান যে তাঁর সঙ্গে থাম্পির বেশ কয়েক বছর আগে এমিরেটস বিমানে দেখা হয়েছিল।

ইডি যখন আগে থাম্পিকে জিজ্ঞাসাবাদ করেছিলেন তখন তিনি দাবি করেছিলেন যে লন্ডনের ব্রায়ানস্টোন স্কোয়ারে থাকেন রবার্ট। যদিও থাম্পির দাবিকে খারিজ করেছে ভাডরা। কেন্দ্রীয় সংস্থা শুক্রবারই অর্থ দুর্নীতি রোধ আইনে থাম্পিকে গ্রেফতার করে। তার আগে তাঁকে সমন পাঠানো হয়েছিল। এর আগেও থাম্পির বিরুদ্ধে হাওয়ালার মাধ্যমে টাকা পাচার করার অভিযোগ ছিল। এছাড়াও ২০১৭ সালে জমি কেনার মামলাতেও জড়িত তিনি।

‌কোন পাঁচটি বিষয়ে জোর দেওয়া হবে এ বছরের বাজেটে জেনে নিন‌কোন পাঁচটি বিষয়ে জোর দেওয়া হবে এ বছরের বাজেটে জেনে নিন

English summary
Vadra is alleged to have acquired this London-based asset, and few purported emails between him and Bhandari, regarding renovation of this flat, are part of the evidence in the case,
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X