For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

৪০টি প্রশ্নমালা-সহ রবার্ট বঢরাকে সাড়ে পাঁচ ঘণ্টা জেরা ইডির

আর্থিক তছরুপের মামলায় রবার্ট ভঢরাকে এদিন জেরা করেছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট।

  • |
Google Oneindia Bengali News

আর্থিক তছরুপের মামলায় কংগ্রেস সভাপতি রাহুল গান্ধীর ভগ্নীপতি তথা সোনিয়া গান্ধীর জামাই রবার্ট ভঢরাকে এদিন জেরা করেছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। স্বামীকে নিয়ে এদিন ইডির অফিসে গিয়েছিলেন প্রিয়াঙ্কা গান্ধী নিজে। সেখানেই রবার্টকে সাড়ে পাঁচ ঘণ্টা বসিয়ে রেখে চল্লিশটি প্রশ্ন করা হয়েছে বলে জানা গিয়েছে।

৪ ঘণ্টা বসিয়ে ৪০টি প্রশ্নমালা-সহ রবার্ট বঢরাকে জেরা ইডির

লন্ডনে অবৈধভাবে সম্পত্তি তৈরি করেছেন রবার্ট। সেই অভিযোগের ভিত্তিতেই জেরা চলেছে। লন্ডনে দুটি বাড়ি, ৬টি ফ্ল্যাট কে কিনেছে? এই প্রশ্নই ইডি করেছে রবার্টকে।

এদিন প্রিয়াঙ্কাকে নিয়ে দিল্লির ইডি দফতরে রবার্ট বিকেল সাড়ে তিনটের পর পৌঁছন। সেখানে হাজিরা খাতায় সই করেন। তারপর ইডি জেরা করে। যা সাড়ে পাঁচ ঘণ্টা লম্বা চলেছে বলে জানা গিয়েছে।

ইডির সাতজনের অফিসারদের দল এদিন জেরা করে। তার মাথায় ছিলেন ডেপুটি ডিরেক্টর রাজীব শর্মা, অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর এমএল শর্মা। আগে থেকেই চল্লিশটি প্রশ্ন তৈরি করে রেখেছিল ইডি।

[আরও পড়ুন: স্ত্রী প্রিয়াঙ্কাকে নিয়ে ইডি দফতরে রবার্ট, আগাম জামিনের মেয়াদবৃদ্ধিতে জেরার দিনেই স্বস্তি][আরও পড়ুন: স্ত্রী প্রিয়াঙ্কাকে নিয়ে ইডি দফতরে রবার্ট, আগাম জামিনের মেয়াদবৃদ্ধিতে জেরার দিনেই স্বস্তি]

অস্ত্রের কারবারি সঞ্জীব ভান্ডারির সঙ্গে ইমেল আদান-প্রদান, দুবাইয়ের ব্যবসায়ী সিসি থাম্পির সঙ্গে সম্পর্ক সহ নানা প্রসঙ্গে নাকি রবার্টকে জিজ্ঞাসা করা হয়েছে। বিশেষ করে লন্ডনের ছয়টি বাড়ি-ফ্ল্যাট কার নামে তা নিয়ে চেপে ধরা হয়।

এই প্রথমবার যেকোনও ধরনের তদন্তের মুখোমুখি হলেন রবার্ট ভঢরা। আর্থিক দুর্নীতি নিয়ে যেভাবে সোনিয়া গান্ধীর জামাই রবার্টকে ইডি চেপে ধরেছে তাতে যে লোকসভা ভোটে আগে উত্তাপ আরও বাড়বে তা বলাই বাহুল্য।

English summary
ED grills Robert Vadra for 4 hours and with 40 questions
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X