For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ইডির কাছে জেরায় বসার হ্যাটট্রিক রবার্ট ভঢরার, ফের হাজিরা সনিয়ার জামাইয়ের

ব্যবসায়ী রবর্ট ভঢরাকে ফের একবার জেরার জন্য হাজিরা দিতে হল দিল্লিতে এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের অফিসে।

  • |
Google Oneindia Bengali News

ব্যবসায়ী রবর্ট ভঢরাকে ফের একবার জেরার জন্য হাজিরা দিতে হল দিল্লিতে এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের অফিসে। এই নিয়ে তৃতীয়দিন ভঢরাকে ডেকে পাঠানো হল। আর্থিক তছরুপের অভিযোগে অভিযুক্ত রবার্টকে এর আগে বুধবার সাড়ে পাঁচ ঘণ্টা জেরার পরে বৃহস্পতিবার টানা নয় ঘণ্টা জেরা করা হয়।

ইডির কাছে জেরায় বসার হ্যাটট্রিক রবার্ট ভঢরার

বৃহস্পতিবার রাতে এসে স্ত্রী প্রিয়াঙ্কা গান্ধী তাঁকে ফিরিয়ে নিয়ে যান। ইডির অভিযোগ, অন্যায় ও অবৈধ উপায়ে বেনামি সম্পত্তি তৈরি করেছেন ভডরা। লন্ডনেই তাঁর ১১০ কোটি টাকার সম্পত্তি রয়েছে। এর পাশাপাশি অস্ত্র ব্যবসায়ী সঞ্জয় ভান্ডারী সহ অনেকের সঙ্গে তাঁর সম্পর্ক নিয়েও ভডরাকে প্রশ্ন করা হয়।

এর আগে জেরায় ভডরাকে কিছু ইমেল দেখান ইডির অফিসাররা। সেখানে সঞ্জয় ভান্ডারী ও সুমিত চাড্ডার সঙ্গে রবার্টের কথোপকথন রয়েছে। লন্ডনে মোট চারটি ফ্ল্যাট ও দুটি বাড়ি বেনামে কিনেছেন ভডরা। সেই নিয়েও ইডি প্রশ্ন করেছে।

এদিন সকাল ১০টা ৪৫ মিনিটে জামনগর হাউসে হাজির হয়েছেন রবার্ট ভঢরা। তদন্তে যুক্ত আধিকারিকেরা জানিয়েছেন, রবার্টকে তদন্তের স্বার্থে আরও কিছু প্রশ্নের উত্তর দিতে হবে। এর আগে তিনি যেসমস্ত দাবি করেছেন। সেগুলি যাচাই করে পাল্টা প্রশ্ন তৈরি করেছে ইডি। তা নিয়ে ফের তাঁকে প্রশ্ন করা হবে। রবার্ট ভঢরার বক্তব্য আর্থিক তছরুপ আইনের ৫০ নম্বর ধারায় গ্রহণ করা হয়েছে।

শুধু এই মামলাই নয়, আগামী ১২ ফেব্রুয়ারি আর একটি আর্থিক তছরুপের মামলায় রবার্টকে জয়পুরে ইডি জিজ্ঞাসাবাদ করতে পারে।

English summary
Robert Vadra appears before ED for third time in money laundering case probe
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X