For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

LIVE ভোট দিলেন মুখ্যমন্ত্রী মমতা, বিকেল ৩টে পর্যন্ত বাংলায় ভোটের হার ৬৩.৫৭ শতাংশ

অবশেষে যবনিকা পড়তে চলেছে লোকসভা নির্বাচনের ভোটগ্রহণ পর্বের। দীর্ঘ কয়েক দফার ভোটের পর রবিবার সপ্তম তথা শেষ দফা ভোটগ্রহণ হচ্ছে।

  • |
Google Oneindia Bengali News

অবশেষে যবনিকা পড়তে চলেছে লোকসভা নির্বাচনের ভোটগ্রহণ পর্বের। দীর্ঘ কয়েক দফার ভোটের পর রবিবার সপ্তম তথা শেষ দফা ভোটগ্রহণ হচ্ছে। এরপরই ফলাফল প্রকাশিত হবে আগামী বৃহস্পতিবার। সেখানেই জানা যাবে সপ্তদশ লোকসভায় কারা বাজিমাত করল। সপ্তম দফায় ভোটগ্রহণ হচ্ছে ৫৯টি কেন্দ্রে। একনজরে দেখে নেওয়া যাক সারাদিনের আপডেট।

বিকেল ৩টে পর্যন্ত বাংলায় ভোটের হার ৬৩.৫৭ শতাংশ

Newest First Oldest First
4:52 PM, 19 May

বিকেল ৩টে পর্যন্ত বাংলায় ভোটের হার ৬৩.৫৭ শতাংশ

দমদম - ৬৫.২৪ বারাসত - ৬৫.৩৮ বসিরহাট - ৬৯.৮৯ জয়নগর - ৬৩.৯৯ মথুরাপুর - ৬৯.৩৯ ডায়মন্ডহারবার - ৬৩.৯৬ যাদবপুর - ৬০.৫৯ কলকাতা দক্ষিণ - ৫৮.৬৬ কলকাতা উত্তর - ৫৪.৯৯
4:38 PM, 19 May

প্রথম ছয় দফা নির্বাচন নিয়ে নির্বাচন কমিশনের ভূমিকায় অসন্তোষ প্রকাশ করলেও সপ্তম দফার নির্বাচনে নির্বাচন কমিশনের ভূমিকাকে স্বাগত জানাল বিজেপি। পাশাপাশি কেন্দ্রীয় বাহিনীর ভূমিকাতেও এদিন সন্তোষ প্রকাশ করেন বিজেপি রাজ্য নেতা জয়প্রকাশ মজুমদার।
4:37 PM, 19 May

উপ মুখ্য নির্বাচন কমিশনার সুদীপ ইন ভাটপাড়ার ঘটনা নিয়ে ফোন করেন নির্বাচনী আধিকারিক আরিজ আফতাব এবং বিশেষ পর্যবেক্ষক অজয় নায়েক এবং বিবেক দুবে কে। প্রার্থীদের আক্রান্ত হওয়া নিয়েও কথা বলেন তিনি। কেন এত অশান্তি তা নিয়ে প্রশ্ন তোলেন। দ্রুত হিংসা নিষ্পত্তি ঘটানোর নির্দেশ দেন তিনি। সেইমতো কেন্দ্রীয় বাহিনী বাড়ানো হয়েছে ঘটনাস্থলে। নির্বাচন কমিশন সূত্রে খবর।
3:35 PM, 19 May

ভাটপাড়া উপনির্বাচনে তুমুল অশান্তি। রিপোর্ট তলব করল কমিশন।
3:33 PM, 19 May

নিউটাউন এর বালিগুড়ি তে উদ্ধার হওয়া বোমা ধ্বংস করল বোম স্কোয়াডের অফিসাররা।
2:33 PM, 19 May

রাজ্যে দুপুর ১টা পর্যন্ত ভোট পড়ল গড়ে ৪৯.৭০ শতাংশ।
2:31 PM, 19 May

দুপুর ১ টা পর্যন্ত ভোট পড়েছে, দমদম - ৪৯.৩১ বারাসত - ৫৩.৫৯ বসিরহাট - ৫৩.৯৭ জয়নগর - ৪৮.৬৪ মথুরাপুর - ৫৩.৭৮ ডায়মন্ডহারবার - ৫২.৪৪ যাদবপুর - ৪৮.০৯ কলকাতা দক্ষিণ - ৪৩.৮ কলকাতা উত্তর -৪৩.৬৮
12:59 PM, 19 May

দমদমে আশি বছরের বৃদ্ধা মা-কে কোলে চাপিয়ে ভোটকেন্দ্রে নিয়ে গেলেন ছেলে।
12:56 PM, 19 May

কলকাতার বেশ কয়েকটি বুথ পরিদর্শন করেন নির্বাচন কমিশনের বিশেষ অবজারভার অজয় নায়েক। কেন্দ্রীয় নির্বাচন কমিশনের নির্দেশে সারপ্রাইজ ভিজিট। সঙ্গে ছিলেন বিশেষ পুলিশ অবজারভার বিবেক দুবে। কোথায় কেমন ভোট হচ্ছে তা নিয়ে রিপোর্ট তৈরি করবেন তিনি। পাঠানো হবে দিল্লিতে নির্বাচন কমিশনের দপ্তরে।
12:56 PM, 19 May

বসিরহাট পৌরসভার ১৯ নম্বর ওয়ার্ডের ১৭৫ নম্বর বুথে বিজেপির ক্যাম্প অফিস ভাঙচুর।। অভিযোগের তির তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে। ঘটনাস্থলে কেন্দ্রীয় বাহিনী ও নির্বাচন কমিশন।
12:31 PM, 19 May

বারুইপুরে ২৫২ বুথে ছাপ্পা ভোটে অভিযোগ প্রিসাইডিং অফিসার কে সরিয়ে দিল নির্বাচন কমিশন।
12:28 PM, 19 May

ভাঙ্গড়ের ১২৭ নম্বর মৌজা কি অবৈতনিক প্রাথমিক বিদ্যালয় যাদবপুর লোকসভা কেন্দ্রের সিপিআইএম প্রার্থী বিকাশরঞ্জন ভট্টাচার্যকে ঘিরে সাধারণ মানুষের বিক্ষোভ।
12:26 PM, 19 May

সকাল ১১টা পর্যন্ত ভোটের হার

দমদম - ৩৪.১০ বারাসত - ৩৬.৯৪ বসিরহাট - ৩৩.৯০ জয়নগর - ২৯.৬০ মথুরাপুর - ৩৪.৯০ ডায়মন্ডহারবার - ৩৪.৪০ যাদবপুর - ৩১.৫৯ কলকাতা দক্ষিণ - ২৭.৬৯ কলকাতা উত্তর - ২৫.৪১
11:30 AM, 19 May

যাদবপুরে একটি পোলিং বুথে তৃণমূল কর্মী সমর্থকদের সঙ্গে বচসা বিজেপি প্রার্থী অনুপম হাজরার।
11:13 AM, 19 May

দমদম লোকসভা কেন্দ্রের অন্তর্গত বরানগর বিধানসভার বরানগর নেতাজী হাই স্কুল ইভিএম খারাপ হয়ে যাওয়ায় সামরিক ভোটগ্রহণ পর্ব বন্ধ রয়েছে।
11:06 AM, 19 May

দেগঙ্গা নুরনগর পঞ্চায়েতর ৯০ নম্বর বুথে বিজেপির এক কর্মীকে মাথায় বাঁশের আঘাত। মাথায় গভীর ক্ষত। ওই কর্মীর নাম শক্তি ঘোষ। অবস্থা আশঙ্কাজনক। তাঁকে বারাসত হাসপাতালে ভর্তি করা হয়েছে। এলাকায় উত্তেজনা রয়েছে।
11:05 AM, 19 May

বারাসাত লোকসভার মধ্যমগ্রামের শ্রীপুর জুনিয়র হাই স্কুল ১০২ নম্বর বুথে প্রিসাইডিং অফিসার বিজেপির পোলিং এজেন্টকে বসতে দিতে আপত্তি করেছেন। যিনি পোলিং এজেন্ট হিসেবে বসতে চাইছেন তিনি ১০৪ নম্বর বুথের ভোটার। সেই কারণেই প্রিজাইডিং অফিসারের আপত্তি। কিন্তু বিজেপির দাবি, ইলেকশন রুলস আছে পাশের বুথ থেকে এসে বসতে পারে এজেন্ট। তবে এই বিষয়ে প্রিসাইডিং অফিসার কোনও মন্তব্য করতে চাননি।
11:03 AM, 19 May

দমদম লোকসভা কেন্দ্রের অন্তর্গত বরানগর বিধানসভার বরানগর নেতাজি হাইস্কুলে ইভিএম খারাপ হয়ে যাওয়ায় সাময়িক ভোটগ্রহণপর্ব বন্ধ রয়েছে।
11:02 AM, 19 May

পানিহাটিতে ৮২ নম্বর বুথে ইভিএম খারাপ থাকায় প্রিসাইডিং অফিসার, সেক্টর অফিসারকে জানানোর পরেও প্রায় এক ঘন্টা অতিক্রান্ত। কোনও সুরাহা হয়নি। ভোটাররা দীর্ঘ লাইনে দাঁড়িয়েছেন। অভিযোগ, সেক্টর অফিসারকে জানানোর পরে তিনি আর কোনও ফোন ধরছেন না।
11:00 AM, 19 May

বিলকান্ডা ২ নম্বর পঞ্চায়েতের ২২৫ নম্বর বুথে দীর্ঘক্ষণ মেশিন খারাপ থাকায় ভোটারদের মধ্যে বিক্ষোভ।
10:57 AM, 19 May

দক্ষিণ কলকাতা লোকসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী মালা রায়কে তাঁর নিজের বুথে দেশপ্রাণ বীরেন্দ্রনাথ ইনস্টিটিউশনে ঢুকতে বাধা কেন্দ্রীয় বাহিনীর।
10:55 AM, 19 May

বারুইপুরে ২৫১ নম্বর বুথে ছাপ্পা ভোটের অভিযোগে রিপোর্ট চেয়ে পাঠাল নির্বাচন কমিশন। প্রিসাইডিং অফিসারকে সরিয়ে দেওয়া হয়েছে।
10:54 AM, 19 May

মিনাখাঁ বিধানসভার হাড়োয়া ব্লকের ৩২ নম্বর বুথে ভোট দাতাদের ভোট দানে বাধা দেওয়ার অভিযোগ।
10:31 AM, 19 May

সকাল ৯টা পর্যন্ত ভোটদানের হার

দমদম - ১৬.৫৭ বারাসত - ১৪.৭৮ বসিরহাট - ১৫.৬৭ জয়নগর - ১১.৪৩ মথুরাপুর - ১৫.৬৮ ডায়মন্ডহারবার - ১৩.৩২ যাদবপুর - ১৭.১১ কলকাতা দক্ষিণ - ১১.৯২ কলকাতা উত্তর - ১১.০৮
10:02 AM, 19 May

কেষ্টপুরে ইভিএম বিকলের জেরে এলাকায় উত্তেজনা।
9:13 AM, 19 May

মিনাখাঁ আট পুকুর হাইমাদ্রাসা ১১৫ নম্বর বুথে ছাপ্পা ভোটের অভিযোগ তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে। মিনাখাঁ জয়গ্রাম ১৯৩ নম্বর বুথে একই অভিযোগ।
9:06 AM, 19 May

ছিট কালিকাপুর প্রাইমারি স্কুল, বুথ নম্বর ১০৪-১১০ - তৃণমূলের লোকেরা তাঁদের এজেন্টদের বার করে দিয়ে সামনে দাঁড়িয়ে ভোট দেওয়াচ্ছে। অভিযোগ তুলল সিপিএম।
8:44 AM, 19 May

এক ঘন্টার বেশি হয়ে গেলেও ভোট শুরু হলনা। বারাসাত লোকসভার নিবেদিতাপল্লি আমরা সবাই ক্লাবের ১৯০ নম্বর বুথে ভোট শুরু হয়নি। ভিভিপ্যাড কাজ করছে না। কমিশনের লোকেরা চেষ্টা করছে কিন্তু কেন ভিভিপ্যাড বদল করা হচ্ছে না এই অভিযোগ ভোটারদের রয়েছে।
8:26 AM, 19 May

জয়নগর বিধানসভা কেন্দ্রের ৬০ ও ৬১ নম্বর বুথে বিজেপির এজেন্ট বসতে বাধা দেওয়ার অভিযোগ বিজেপি প্রার্থী অশোক কান্ডারীর।
8:21 AM, 19 May

বেলগাছিয়া মিল্ক কলোনির সামনে সিপিএম প্রার্থী কনীনিকা ঘোষ রাস্তায় বসে পড়েছেন। ওই এলাকার একটি বুথের সিপিএম এজেন্টকে মারধর করে বের করে দেওয়া হয় বলে অভিযোগ। সিপিএমের অভিযোগ শাসক তৃণমূলের বিরুদ্ধে।
READ MORE

English summary
Lok Sabha Elections 2019 : Get latest and live updates of 7th phase poll in West Bengal and across India
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X