For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

সময়ের আগে আছড়ে পড়ে কি গতিপথ বদলাল ঘূর্ণিঝড় ফণী? দেখুন ঝড়ের রুট ম্যাপ

ঘূর্ণিঝড় ফণী এবার ঢুকে পড়েছে স্থলভাগে। ভারতের পূর্ব উপকূলের স্থলভাগে এদিন সকাল সকাল আছড়ে পড়েছে।

  • |
Google Oneindia Bengali News

ঘূর্ণিঝড় ফণী এবার ঢুকে পড়েছে স্থলভাগে। ভারতের পূর্ব উপকূলের স্থলভাগে এদিন সকাল সকাল আছড়ে পড়েছে। পুরীতে ফণী আছড়ে পড়ার পরই শুরু হয়েছে ব্যাপক ঝড়-বৃষ্টি। এদিকে একদিকে অন্ধ্রপ্রদেশের বিস্তীর্ণ এলাকা, অন্যদিকে পশ্চিমবঙ্গের বিস্তীর্ণ এলাকায় ঝোড়ো হাওয়া ও বৃষ্টিপাত শুরু হয়ে গিয়েছে। এই অবস্থায় আগামী দু'দিন খুব গুরুত্বপূর্ণ।

এদিন বেলা গড়ালে ফণীর উপকূলে আছড়ে পড়ার কথা থাকলেও ভোর থেকে গতি বাড়িয়ে সকাল ৮টা নাগাদ ঘূর্ণিঝড় ওড়িশার পুরীতে আছড়ে পড়ে। যার ফলে পুরী, ভুবনেশ্বর সহ বিভিন্ন এলাকায় ব্যাপক ঝড়-বৃষ্টি শুরু হয়েছে। সমুদ্র ফুলে-ফেঁপে উঠেছে।

এই অবস্থায় কী হতে চলেছে ঘূর্ণিঝড় ফণীর? সরকারি সূত্র জানিয়েছে, সময়ের আগে চলে এলেও আপাতত ঘূর্ণিঝড় ফণীর গতিপথের বদল হচ্ছে না। পুরী, ভুবনেশ্বর হয়ে তা এগিয়ে চলেছে বালাসোরের দিকে। পুরীতে ২০০ কিমি বেগে আছড়ে পড়েছে ফণী। বালাসোরে সেই গতি হবে ১৫৫ কিমি প্রতি ঘণ্টা।

এরপরে কলকাতায় যখন ফণী পৌঁছবে তখন গতি থাকবে ঘণ্টায় ১৫৫ কিমি। যার ফলে কলকাতায়ও ক্ষয়ক্ষতির আশঙ্কা পুরোদমে রয়েছে। কলকাতায় শনিবার সকালে ঘূর্ণিঝড়ের তাণ্ডবের ভবিষ্যদ্বাণী রয়েছে।

[আরও পড়ুন: ঘূর্ণিঝড় ফণীর দাপটে ওড়িশায় ব্যাপক ঝড়-বৃষ্টি, পুরী সহ বিস্তীর্ণ এলাকা জলমগ্ন][আরও পড়ুন: ঘূর্ণিঝড় ফণীর দাপটে ওড়িশায় ব্যাপক ঝড়-বৃষ্টি, পুরী সহ বিস্তীর্ণ এলাকা জলমগ্ন]

এরপরে তা এগিয়ে যাবে বাংলাদেশের দিকে। শনিবার রাতে তা আছড়ে পড়বে বাংলায়। ঝড়ের গতিবেগ অনেকটাই কমে হবে ঘণ্টায় ৭০ কিমি। এরপরে তা অসমে গিয়ে শেষ হবে। সেখানেও আবহাওয়া কিছুটা খারাপ হবে। তবে ঝড়ের তাণ্ডব থাকবে না অসম।

[আরও পড়ুন:রক্তচক্ষু নিয়ে ফুঁসে উঠছে সুপার সাইক্লোন 'ফণী'! কলকাতায় শুরু বৃষ্টি, রাজ্য জুড়ে সতর্কতা ][আরও পড়ুন:রক্তচক্ষু নিয়ে ফুঁসে উঠছে সুপার সাইক্লোন 'ফণী'! কলকাতায় শুরু বৃষ্টি, রাজ্য জুড়ে সতর্কতা ]

English summary
Cyclone Fani's track, Know how its moving towards Bengal and Bangladesh
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X