For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

রক্তচক্ষু নিয়ে ফুঁসে উঠেছে সুপার সাইক্লোন 'ফণী'! কলকাতায় শুরু বৃষ্টি, রাজ্য জুড়ে সতর্কতা

সকাল ৯ টাতেই ওড়িশায় আছড়ে পড়েছে দানবীয় সাইক্লোন 'ফণী'। তার আগে গত রাত থেকে ওড়িশার ১১ টি জেলায় বিদ্যুৎ ছিল না। গোটা রাত অন্ধকারেরল মধ্যে কাটিয়ে এদিন সকাল হতেই আকাশ কালো করে আসে ওড়িশায়।

Google Oneindia Bengali News

সকাল ৯ টাতেই ওড়িশায় আছড়ে পড়েছে দানবীয় সাইক্লোন 'ফণী'। তার আগে গত রাত থেকে ওড়িশার ১১ টি জেলায় বিদ্যুৎ ছিল না। গোটা রাত অন্ধকারেরল মধ্যে কাটিয়ে এদিন সকাল হতেই আকাশ কালো করে আসে ওড়িশায়। শুরু হয় বৃষ্টি। চলে তাণ্ডব। ঝড়ের ভয়াবহতায় আতঙ্কে শিউড়ে ওঠেন মানুষ। ওড়িশা জুড়ে ১৭৫ কিলোমিটার বেগে লণ্ডভণ্ড করতে থাকে ফণী। আর সেখানে ৩ ঘণ্টার দাপট খতম করেই বাংলার দিকে এগোতে থাকবে এই দুর্যোগ।

রক্তচক্ষু নিয়ে ধেয়ে আসছে সাইক্লোন ফণী! কলকাতায় শুরু বৃষ্টি, রাজ্য জুড়ে সতর্কতা

এদিকে, কলকাতায় এদিন সকাল থেকেই ফণীর প্রভাবে শুরু হয়ে গিয়েছে বৃষ্টি। বেলা ১০ টা বাজতেই তিলোত্তমা ভিজতে শুরু করেছে। আবহাওয়ার পূর্বাভাস বলছে, যত বেলা এগোবে বৃষ্টির তীব্রতা বাড়বে। আর তার মধ্যেই আছড়ে পড়হবে ফণী। বৃষ্টি শুধু শহর কলকাতাতেই নয়, আছড়ে পড়েছে হাওড়া, উত্তর ২৪ পরগনা সহ একাধিক জায়গায়। ধীরে ধীরে দক্ষিণবঙ্গে প্রভাব দেখাতে শুরু করবে ফণী।

[আরও পড়ুন: ঘূর্ণিঝড় ফণীর দাপটে ওড়িশায় ব্যাপক ঝড়-বৃষ্টি, পুরী সহ বিস্তীর্ণ এলাকা জলমগ্ন][আরও পড়ুন: ঘূর্ণিঝড় ফণীর দাপটে ওড়িশায় ব্যাপক ঝড়-বৃষ্টি, পুরী সহ বিস্তীর্ণ এলাকা জলমগ্ন]

আবহাওয়া দফতরের সতর্কবার্তার পর কলকাতা পুরসভার তরফে উঁচু বিল্ডিং এর ওপরের তলা থেকে নামিয়ে আনা হচ্ছে মানুষজনকে। ব্যবস্থা করা হচ্ছে জাম্পিং নেট, ট্রি কাটারের, কলকাতা শহরের পুরসভার বেশ কয়েকজ প্রশিক্ষিত কর্মীকে ইতিমধ্যেই পরিস্থিতি মোকাবিলার জন্য় প্রস্তুত রাখা হয়েছে। খোলা হয়েছে কন্ট্রোল রুম। সব মিলিয়ে এবার 'ফণী'র ফুঁসে ওঠার অপেক্ষায় গোটা বাংলা।

[আরও পড়ুন: সুপার সাইক্লোন 'ফণী'র দানবীয় তাণ্ডব পুরীতে! দেখে নিন ভয়ঙ্কর ভিডিওগুলি][আরও পড়ুন: সুপার সাইক্লোন 'ফণী'র দানবীয় তাণ্ডব পুরীতে! দেখে নিন ভয়ঙ্কর ভিডিওগুলি]

[আরও পড়ুন: সুপার সাইক্লোন Fani Update: কলকাতা থেকে একাধিক বিমান বাতিল , সতর্কতায় বাংলা][আরও পড়ুন: সুপার সাইক্লোন Fani Update: কলকাতা থেকে একাধিক বিমান বাতিল , সতর্কতায় বাংলা]

English summary
Cyclone Fani weather Update in Kolkata, rain and stromy wind just started.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X