For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ওড়িশাকে আরও ১০০০ কোটির আর্থিক সাহায্য কেন্দ্রের! 'নবীনবাবু'কে দরাজ সার্টিফিকেট প্রধানমন্ত্রীর

সুপার সাইক্লোন 'ফণী' নিয়ে কেন্দ্রের সঙ্গে কার্যত সংঘাতের পথেই হেঁটেছে মমতা বন্দ্যোপাধ্যায়ের বাংলা। ফণী মোকাবিলার বিষয়ে কেন্দ্রের তরফে যোগাযোগের চেষ্টা করা হলেও তাতে সাড়া দেননি মমতা।

Google Oneindia Bengali News

সুপার সাইক্লোন 'ফণী' নিয়ে কেন্দ্রের সঙ্গে কার্যত সংঘাতের পথেই হেঁটেছে মমতা বন্দ্যোপাধ্যায়ের বাংলা। ফণী মোকাবিলার বিষয়ে কেন্দ্রের তরফে যোগাযোগের চেষ্টা করা হলেও তাতে সাড়া দেননি মমতা। এরপর এদিন ওড়িশায় গিয়ে সেখানের মুখ্যমন্ত্রী নবীন পট্টনায়ককে সঙ্গে নিয়ে তাঁর ভূয়সী প্রশংসা করতে দেখা যায় মোদীকে। পাশাপাশি, ওড়িশাকে ১০০০ কোটি টাকা আরও সাহায্যের কথা জানিয়ে দেন প্রধানমন্ত্রী।

আরও ১০০০ কোটি টাকা

আরও ১০০০ কোটি টাকা

'ফণী' বিধ্বস্ত ওড়িশাকে মূল স্রোতে নিয়ে আসতে আগেই ৩৮১ কোটি টাকার সাহায্য দেওয়ার কথা ঘোষণা করে কেন্দ্র। এরপর এদিন প্রধানমন্ত্রীর সফরের পর আরও ১০০০ কোটি টাকা সাহায্যের কথা ঘোষণা করে কেন্দ্র।

নবীন পট্টনায়কের ভূয়সী প্রশংসা

এদিন নবীন পট্টনায়ককে পাশে নিয়ে তাঁর ভূয়সী প্রশংসা করতে দেখা যায় মোদীকে। রাজনৈতিরক বিরোধ থাকা সত্ত্বেও ওড়িশার মাটিতে দঁড়িয়ে বিজু জনতা দলের নেতার প্রশংসার নেপথ্যে মোদীর রাজনৈতিক চাতুর্যের গন্ধ অবশ্য অনেকেই পাচ্ছেন!

মোদীর আশ্বাস

মোদীর আশ্বাস

মোদী এদিন আশ্বাস দেন সাইক্লোন বিধ্বস্ত ওড়িশাকে রক্ষা করতে সমস্ত রকমের সাহায্য কেন্দ্র থেকে করা হবে বলে জানিয়ে দিয়েছেন মোদী। এদিকে, এদিন গোপীবল্লভপুরের সভা থেকে মমতার সাফ বার্তা ফণীতে যা ক্ষতি হয়েছে বাংলায়, তা রাজ্য সরকারই আবার গড়ে দেবে, এজন্য 'কেন্দ্রের ভিক্ষা' নেবে না মমতা বন্দ্যোপাধ্যায় শাসিত পশ্চিমবঙ্গ।

English summary
Centre gives additional help of Rs 1000 crore to cyclone-hit Odisha, praises CM for planning.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X