For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ফের ভারতে ঢুকছে সুপার সাইক্লোন ‘ফণী’! বাংলাদেশ ঘুরে ২৪ ঘণ্টার মধ্যেই পুনঃপ্রবেশ

সুপার সাইক্নোন ফণী পশ্চিমবঙ্গে প্রবেশ করে সে অর্থে ফণী তুলতে পারেনি। তবে ফণীর জেরে রাজ্যের বিভিন্ন জায়গায় ভারী বৃষ্টিপাত, ঝড় বয়ে গিয়েছে।

Google Oneindia Bengali News

সুপার সাইক্নোন ফণী পশ্চিমবঙ্গে প্রবেশ করে সে অর্থে ফণী তুলতে পারেনি। তবে ফণীর জেরে রাজ্যের বিভিন্ন জায়গায় ভারী বৃষ্টিপাত, ঝড় বয়ে গিয়েছে। এরপর নদিয়া হয়ে বাংলাদেশে চলে গিয়েছে ফণী। কিন্তু ভারত তাতে রক্ষা পায়নি। বাংলাদেশ ঘুরে শক্তি বাড়িয়ে ফের উত্তরপূর্ব ভারতে প্রবেশ করতে চলেছে এই সাইক্লোন।

ফণী ফনা তুলতে পারেনি পশ্চিমবঙ্গে

ফণী ফনা তুলতে পারেনি পশ্চিমবঙ্গে

শুক্রবার সাত সকালেই ফণী আছড়ে পড়ে ওড়িশায়। তারপর ক্রমশই উত্তর-পূর্ব দিকে তাঁর অভিমুখ হয়ে যায়। সেইমতো ফণী খড়গপুর দিয়ে প্রবেশ করে বাংলায়। কলকাতাতেও ফণীর প্রভাব পড়তে পারে বলে আশঙ্কা ছিল। তবে শেষপর্যন্ত কলকাতার কানঘেঁষে তা বেরিয়ে যায় বাংলাদশ অভিমুখে

বাংলাদেশ ঘুরে ফের ভারতে প্রবেশ

বাংলাদেশ ঘুরে ফের ভারতে প্রবেশ

শনিবার বিকেলে হাওয়া অফিস পূর্বাভাসে জানিয়েছে, সাইক্লোন ফণী বাংলাদেশ ঘুরে ফের ভারতে ঢুকতে পারে। এবার তার গন্তব্য উত্তর-পূর্ব ভারত। উত্তর পূর্ব ভারতের সিকিম, অরুণাচল প্রদেশ, অসম, মেঘালয়, নাগাল্যান্ড, মণিপুর, মিজোরাম ও ত্রিপুরা-সহ অন্যান্য রাজ্যগুলিতে ফণীর জেরে ঝড় ও ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। ওড়িশার পর ফণীর প্রভাবে বিহার ও ঝাড়খণ্ডে বিক্ষিপ্ত বৃষ্টিপাত চলছে।

উত্তরে পশ্চিম ঝঞ্ঝা

উত্তরে পশ্চিম ঝঞ্ঝা

এদিকে উত্তর ভারতে বিদ্যমান পশ্চিমা ঝঞ্ঝাও পূর্ব দিকে ধাবমান হয়েছে। তার ফলে শনিবার জম্মু ও কাশ্মীর, হিমাচল প্রদেশ ও উত্তরাখণ্ডে বরফপাত হয়েছে। বৃষ্টিও হয়েছে। গোয়া ও কেরালাও বিচ্ছিন্ন বৃষ্টিপাত চলছে। আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জে বিক্ষিপ্ত বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।

[আরও পড়ুুন:ঘূর্ণিঝড় ফণীর দাপটে লণ্ডভণ্ড সবকিছু, দেখুন ছবি]

মধ্য-পশ্চিম-দক্ষিণ হিটওয়েভ

মধ্য-পশ্চিম-দক্ষিণ হিটওয়েভ

অন্যদিকে মধ্যপ্রদেশ, অন্ধ্রপ্রদেশ ও তামিলনাড়ুতে গরম বাতাস অর্থাৎ লু বইতে শুরু করেছে। ৪৫ ডিগ্রি সেলসিয়াসের সর্বোচ্চ তাপমাত্রায় পুড়ছে মধ্য, পশ্চিম ও দক্ষিণ ভারতের রাজ্যগুলি। অন্ধ্রপ্রদেশে সবথেকে বেশি তাপমাত্র। হরিয়ানা, দিল্লি, রাজস্থান, গুজরাট, মধ্যপ্রদেশ, উত্তরপ্রদেশ, মহারাষ্ট্র, কর্ণাটক, ছত্তিশগড়, ওড়িশা, তেলঙ্গানা এবং তামিলনাড়ুতেও তাপমাত্রা ৪০ ডিগ্রির বেশি।

[আরও পড়ুন:'ফণী'র নিখুঁত পূর্বাভাস! আবহাওয়া দফতরের প্রশংসায় রাষ্ট্রসংঘ][আরও পড়ুন:'ফণী'র নিখুঁত পূর্বাভাস! আবহাওয়া দফতরের প্রশংসায় রাষ্ট্রসংঘ]

English summary
Super cyclone ‘Fani’ will again enter in India after blowing in Bangladesh. ‘Fani’first hits on Odisha, then this cyclone enters in West Bengal,
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X