For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ফের পড়ল টাকার দাম! ১০ দিনে দেশের বাজারে পেট্রোল, ডিজেলের দামে উল্লেখযোগ্য হ্রাস

এদিন পড়ল টাকার দাম। বাজার খোলার সময় টাকার দাম ডলারের তুলনায় ৪ পয়সা কমে হয় ডলার পিছু ৭১.১২ টাকা। অন্যদিকে আন্তর্জাতিক বাজারে তেলের দাম বৃদ্ধি চিন্তা বাড়িয়েছে পুঁজি নিবেশকারীদের।

  • |
Google Oneindia Bengali News

এদিন পড়ল টাকার দাম। বাজার খোলার সময় টাকার দাম ডলারের তুলনায় ৪ পয়সা কমে হয় ডলার পিছু ৭১.১২ টাকা। অন্যদিকে আন্তর্জাতিক বাজারে তেলের দাম বৃদ্ধি চিন্তা বাড়িয়েছে পুঁজি নিবেশকারীদের। যদিও এদিন নিয়ে পরপর পাঁচদিন দেশের বাজারে জ্বালানি তেলের দাম কমেছে।

কমল টাকার দাম

কমল টাকার দাম

শুক্রবার বাজার বন্ধ হওয়ার সময় টাকার দাম ছিল ডলার পিছু ৭১.০৮ টাকা। কিন্তু এদিন বাজার খুলতেই দাম গিয়ে দাঁড়ায় ৭১.১২ টাকায়।

টাকার দাম কমার কারণ

টাকার দাম কমার কারণ

বিশেষজ্ঞদের মতে মধ্যপ্রাচ্য এবং উত্তর আমেরিকায় ক্রমবর্ধমান উত্তেজনার জেরে দাম বাড়ছে জ্বালানি তেলের। সেই কারণে টাকার দামে পতন।

পরপর ৫ দিন দেশের বাজারে কমল জ্বালানি তেলের দাম

পরপর ৫ দিন দেশের বাজারে কমল জ্বালানি তেলের দাম

আন্তর্জাতিক বাজারে টাকার দাম পড়লেও, বিপরীত মুখী চিত্র দেশের বাজারে। এদিন নিয়ে পরপর ৫ দিন কমল জ্বালানি তেলের মূল্য। এদিন পেট্রোলের মূল্য লিটার পিছু ১১ পয়সা কমেছে আর ডিজেলের মূল্য কমেছে লিটার পিছু ১৯ পয়সা।

গত ১০ দিনে জ্বালানির মূল্য উল্লেখযোগ্য হ্রাস

গত ১০ দিনে জ্বালানির মূল্য উল্লেখযোগ্য হ্রাস

গত ১০ দিনের হিসেব ধরলে পেট্রোলে দাম কমেছে লিটার পিছু ৯৮ পয়সা আর ডিজেলে কমেছে লিটার পিছু ১.৮৫ টাকা।

ডিজেল ও পেট্রোলের মূল্য

ডিজেল ও পেট্রোলের মূল্য

এদিন দিল্লিতে লিটার পিছু পেট্রোলে মূল্য ৭৪.৯৮ টাকা এবং ডিজেলের মূল্য লিটার পিছু ৬৮.২৬ টাকা। কলকাতায় লিটার পিছু পেট্রোলে মূল্য ৭৭.৫৮ টাকা এবং ডিজেলের মূল্য লিটার পিছু ৭০.৬২ টাকা।

'পরীক্ষা পে চর্চা'-য় ব্যর্থতা কাটানোর ভোকাল টনিক প্রধানমন্ত্রীর, উঠে এল চন্দ্রযান প্রসঙ্গ'পরীক্ষা পে চর্চা'-য় ব্যর্থতা কাটানোর ভোকাল টনিক প্রধানমন্ত্রীর, উঠে এল চন্দ্রযান প্রসঙ্গ

English summary
Rupee slip compares to US Dollar, but big cut in petrol and Diesel Price. Rupee Slip 4 paise on Monday. But peice of petrol and Diesel decrese for fifth consecutive day.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X