For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

টাকার দামে সর্বকালীন পতন, ১ ডলারের দাম এখন টাকায় কত জেনে নিন

টাকার দামে সর্বকালীন পতন, ১ ডলারের দাম এখন টাকায় কত জেনে নিন

Google Oneindia Bengali News

ফের টাকার দামে রেকর্ড পতন। ডলারের দামের তুলনায় আরও পড়ল টাকার দাম। ১ ডলারের দাম এখন ৮০ টাকার থেকেও বেশি। বুধবার ১৩ টাকা পড়েছে টাকার দাম। পর পর এই টাকার দামের পতনে দেশের অর্থনীতিতে বড় ধাক্কা আসবে বলে মনে করা হচ্ছে। কারণ টাকার দাম কমে যাওয়ার দেশের আন্তর্জাতিক বাণিজ্যে প্রবল প্রভাব পড়বে।

টাকার দাম পড়ল

টাকার দাম পড়ল

টাকার দাম লাগাতার পড়তে শুরু করেছে। মঙ্গলবার টাকার দাম সর্বাধিক পড়েছিল। ৮০টাকা হয়ে গিয়েছিল ডলার প্রতি টাকার দাম। তার পরে বুধবার আবার পড়ল টাকার দাম। বাজার বন্ধ হওয়ার সময় ১৩ পয়সা দাম পড়েছে টাকার। অর্থাৎ ডলার প্রতি টাকার দাম ৮০ টাকার থেকেও বেশি হয়ে গিেয়ছে। বাজার খোলার সময় টাকার দাম ছিল ৭৯.৯১। বাজার বন্ধ হওয়ার সময় ১৩ পয়সা কমে ডলারের তুলনায় দাম হয়েছে ৮০.০৫।

শেয়ার বাজারে সামান্য উত্থান

শেয়ার বাজারে সামান্য উত্থান

তবে আশার কথা বাজার বন্ধের মুহূর্তে যেহেতু টাকার দাম পড়েছে সেহেতু শেয়ার বাজারে তেমন প্রভাব পড়েনি। উল্টে বাজার বন্ধের মুখে শেয়ার বাজারের সূচক উর্ধ্বমুখীই ছিল। সামান্য লাভ করেছে শেয়ার বাজারের কারবারিরা। তবে আগামীকাল বাজার খোলার পর পরিস্থিতি কী থাকবে তা িনয়ে শঙ্কায় রয়েছেন তাঁরা। কারণ শেয়ার বাজারের উপর এখন আর আস্থা রাখা যাচ্ছে না। গত ২ বছর ধরে শেয়ার বাজারে ধস িনত্য দিনের ঘটনা হয়ে দাঁড়িয়েছে।

আন্তর্জাতিক বাণিজ্যে প্রভাব

আন্তর্জাতিক বাণিজ্যে প্রভাব

ডলারের তুলনায় টাকার দাম পড়ে যাওয়ায় আন্তর্জাতিক বাণিজ্যে প্রভাব পড়ছে। প্রসঙ্গত উল্লেখ্য বিদেশি বিিনয়োগকরীদের সংখ্যা কমে যাওয়ার কারণেই শেয়ার বাজারে বারবার ধাক্কা আসছে বলে বনে করছেন অর্থনীতিবিদরাা। তার উপরে একাধিক ফ্যাক্টর কাজ করছে। ইউক্রেন-রাশিয়া যুদ্ধ, করোনা মহামারি। ফেডারেল ব্যাঙ্কের আচমকা রেপোরেট বাড়িয়ে দেওয়া। সব মিলিয়ে গোটা বিশ্বেই একটা পরিস্থিতি তৈরি হয়েছে। তার জেরে সবচেয়ে বেশি প্রভাব পড়ছে বাণিজ্যে।

মুদ্রাস্ফীতির আশঙ্কা

মুদ্রাস্ফীতির আশঙ্কা

ডলারের তুলনায় টাকার দাম পড়তে শুরু করায় মুদ্রাস্ফীতি আরও বাড়বে। এমনিতেই জিিনসের দাম বাড়তে শুরু করেছে। তার উপরে মোদী সরকার বেশ কিছু দ্রব্যের উপর জিএসটি বাড়িয়েছে। তাতে দুধ, পনির, আটা-র মত্য অত্যাবশ্যকীয় পন্যের দাম বেড়েছে। দামি হয়েছে হাসপাতাল পরিষেবাও। তার প্রতিবাদে সংসদে বিক্ষোভ দেখাচ্ছেন বিরোধীরা। রান্নার গ্যাসের দামও হু হু করে বাড়ছে। মধ্যবিত্ত পরিবার কঠিন পরিস্থিতির মধ্য দিয়ে চলছে।

'একুশে জুলাই’য়ের মঞ্চে কে ভিড়বেন তৃণমূলে, দলবদলের জল্পনায় কাদের নাম উঠে আসছে'একুশে জুলাই’য়ের মঞ্চে কে ভিড়বেন তৃণমূলে, দলবদলের জল্পনায় কাদের নাম উঠে আসছে

English summary
Rupee price fall record low below the 80 mark for the first time than Dollar
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X