For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

টাকার দামে রেকর্ড পতন, ডলার প্রতি কতটা পড়ল টাকার দাম জেনে নিন

টাকার দামে রেকর্ড পতন, ডলার প্রতি কতটা পড়ল টাকার দাম জেনে নিন

Google Oneindia Bengali News

টাকার দামে রেকর্ড পতন। ডলার প্রতি ৮০ টাকা হয়ে গিয়েছে টাকা। কাজেই ভারতীয় অর্থনীতিতে বিপুল ধাক্কা আসতে চলেছে তাতে কোনও সন্দেহ নেই। টাকার দাম পড়ে যাওয়ায় আন্তর্জাতিক বাণিজ্যে প্রভাব পড়বে। বড় ধাক্কা আসবে শেয়ার বাজারেও।

টাকার দামে রেকর্ড পতন

টাকার দামে রেকর্ড পতন

হু হু করে পড়ছে টাকার দাম। গত কয়েকদিন ধরেই টাকার দামে পতন শুরু হয়েছে। কিন্তু মঙ্গলবার রেকর্ড হারে পড়েছে টাকার দাম। ডলারের তুলনায় ৮০ হয়ে গিয়েছে টাকার দাম। অর্থাৎ ১ ডলারের দাম এখন ৮০ টাকা। এই প্রথম টাকার দাম এতটা পড়ল বলে জানিয়েছেন অর্থনীতিবিদরা। টাকার দামের এই পতন ভারতীয় অর্থনীতির ক্ষেত্রে খুব একটা সুখের নয়। টাকার দামের এই পতনের অন্যতম কারণ কেন্দ্রীয় ব্যাঙ্কের বৈঠক। সামনেই হবে বৈঠক। সেকারণেই ডলারের তুলনায় টাকার দামের এই পতন বলে মনে করা হচ্ছে।

অর্থনীতিতে বড় ধাক্কা

অর্থনীতিতে বড় ধাক্কা

টাকার দামের এই পতনে ভারতীয় অর্থনীতিতে বিপুল ধাক্কা আসবে বলে আশঙ্কা করছেন অর্থনীতিবিদরা। বিশষ করে প্রভাব পড়বে আন্তর্জাতিক বাণিজ্যে। আন্তর্জাতিক বাণিজ্যে প্রভাব পড়লে দেশের অর্থনীতিও ধাক্কা খাবে। শেয়ার বাজারেও তার প্রভাব পড়বে। এমনিতেই করোনার সময় থেকে শেয়ার বাজারে তেমন ভাল পরিস্থিতি তৈরি হয়নি। বারবার ধস েনমেেছ শেয়ার বাজারে। তার উপরে আবার টাকার দামের পতনে নতুন করে শঙ্কার মেঘ দেখছেন শেয়ারের কারবারিরা।

পর পর সাতবার টাকার দামে পতন

পর পর সাতবার টাকার দামে পতন

অর্থনীতিবিদরা জািনয়েছেন পর পর সাতবার টাকার দামে পতন লক্ষ্য করা গিয়েছে। সংসদে গতকাল মোদী সরকারের তরফে জানানো হয়েছে ২০১৪-র ডিসেম্বর থেকে টাকার দাম ২৫ শতাংশ পড়েছে। অর্থাৎ দেশের অর্থনীতিতে যে তখন থেকেই ধাক্কা আসতে শুরু করেছে সেকথা এক প্রকার স্বীকার করে িনয়েছে মোদী সরকার। র আগে ২০১৪ সালে টাকার দাম ৬৩তে নেমে এসেছিল ডলারের তুলনায়। তার পরে আবার গত ১১ জুলাই টাকার দাম ৭৯ এ েনমে এসেছিল টাকার তুলনায়।

আন্তর্জাতিক ফ্যাক্টর

আন্তর্জাতিক ফ্যাক্টর

শেয়ার বাজারে লাগাতার পতনের অন্যতম কারণ রাশিয়া-ইউক্রেনের যুদ্ধ সাংসদে এমনই দাবি করেছেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন। তার সঙ্গে আরো একটি বিষয় কাজ করছে সেটা হল বিদেশি বিনিয়োগকারীরা অনেকটা টাকাই ভারতের বাজার থেকে তুলে নিয়ে গিয়েছে। তার সঙ্গে যোগ হয়েছে তেলের দাম বাড়া। আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দাম হু হু করে বেড়ে গিয়েছে। তারও প্রভাব পড়েছে দেশের অর্থনীতিতে। টাকার দাম পড়ে যাওয়ায় মুদ্রাস্ফীতি আরও বাড়বে বলে শঙ্কা প্রকাশ করা হচ্ছে।

English summary
R‌upee price drops record low
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X