For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

রেকর্ড গড়ে আবারও পতন টাকার দামে, ৮৩ পেরিয়ে গেল ডলারের মূল্য

Array

Google Oneindia Bengali News

পতন অব্যাহত টাকার দামের। এখন এক ডলার মানে ৮৩ টাকা। এই প্রথম ডলার এই উচ্চতায় পৌঁছে গেল , আরও নামল টাকার দাম। এক দিনের মধ্যে অনেকটা বেড়ে গিয়েছে ডলারের দাম। জানা গিয়েছে দাম বেড়েছে ৬০ পয়সা। এর ফলে আরও একবার রেকর্ড গড়ে টাকার দাম কমল তা স্পষ্ট।

এক মাসে রেকর্ড পতন

এক মাসে রেকর্ড পতন

এক মাস আগে এই টাকার দাম ছিল ডলারের নিরিখে ৭৯ টাকা। সেটাও যথেষ্ট বেশি হলেও এই হারে তার দাম তলানিয়ে পৌঁছে যায়নি। এই এক মাসে সেটাই হয়েছে। চার টাকা লাফিয়ে বেড়ে ৮৩ টাকা হয়ে গিয়েছে।

 গতকাল রেকর্ড গড়েও দাম কিছুটা বাড়ে

গতকাল রেকর্ড গড়েও দাম কিছুটা বাড়ে

গতকালই টাকার দাম প্রথমবারের জন্য ৮৩ টাকার গণ্ডী পেরিয়েও যায়। তবে বাজার বন্ধের সময় ডলার পিছু টাকার দাম দাঁড়িয়েছে ৮২.৯৯ টাকা। আন্তর্জাতিক বাজারে জ্বালানির দাম বৃদ্ধি এর অন্যতম কারণ বলে জানা যায়। ওইদিনবাজার খোলার সময় ডলার পিছু টাকার মূল্য ছিল ৮২.৩২ টাকা। কিন্তু পরবর্তী সময়ে টাকার মূল্য সর্বকালীন নিচু ডলার পিছু ৮৩.০১ টাকায় পৌঁছে যায়। মঙ্গলবার অবশ্য বাজার বন্ধের সময় টাকার দাম ছিল ৮২.৩৬ টাকা।

ডলারের সূচক

ডলারের সূচক

বুধবার ডলারের সূচক ০.৩১ শতাংশ বেড়ে ১১২.৪৮-এ পৌঁছে গিয়েছিল। গ্লোবাল অয়েল বেঞ্চমার্ক ব্রেন্ট ক্রুড ফিউচার ০.৮২ শতাংশ বেড়ে ব্যারেল পিছু ৯০.৭৭-এ পৌঁছে গিয়েছিল। বিশ্লেষকদের কেউ কেউ বলেছিল, এদিন কেন্দ্রীয় ব্যাঙ্ক সক্রিয় না থাকার কারণে টাকার দাম দ্রুত কমেছিল। তবে মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণ করতে দেশের কেন্দ্রীয় ব্যাঙ্ক গত মে মাস থেকে রেপো রেট বাড়িয়ে ৫.৯ শতাংশে নিয়ে গিয়েছিল।

কী বলেছিলেন নির্মলা সীতারমন?

কী বলেছিলেন নির্মলা সীতারমন?

এর আগে কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমন বলেছিলেন, টাকার দাম পড়ছে না, ডলার ক্রমাগত শক্তিশালী হচ্ছে। পাশাপাশি তিনি বলেন ভারতের রিজার্ভ ব্যাঙ্ক টাকার পতন রোধে যথাসাধ্য চেষ্টা করছেন বলে জানিয়েছিলেন তিনি। তারপর থেকে ব্যাপক বিতর্ক দেখা দেয় রাজনৈতিক মহলে।

অর্থমন্ত্রীর ওই মন্তব্যের আগেই অবশ্য কমেছিল টাকার দামশুক্রবার ৮ পয়সা কমেছিল ডলার পিছু টাকার ৮২.৩২ -তে বাজার বন্ধ হয়। ওই দিন বাজার খোলার সময় ডলার পিছু টাকার মূল্য ছিল ৮২.৩২ টাকা। কিন্তু পরবর্তী সময়ে টাকার মূল্য সর্বকালীন নিচু ডলার পিছু ৮৩.০১ টাকায় পৌঁছে যায়। মঙ্গলবার অবশ্য বাজার বন্ধের সময় টাকার দাম ছিল ৮২.৩৬ টাকা।

প্রসঙ্গত সেই সময়ে ওয়াশিংটন ডিসিতে নির্মলা সীতারমন ছিলেন। সেখানে সাংবাদিক সম্মেলন করছিলেন। সেই সময় এক সাংবাদিক তাঁকে প্রশ্ন করেন, আগামী দিনে টাকার সামনে কী কী চ্যালেঞ্জ রয়েছে। এছাড়াও প্রশ্ন ছিল টাকার দামে আরও পতন রুখতে কী কী পদক্ষেপ নেওয়া হচ্ছে।

এক বছরে তিন বার, হিমাচল ও হরিয়ানার নির্বাচনের আগে প্যারোলে মুক্তি বিতর্কিত রাম রহিমেরএক বছরে তিন বার, হিমাচল ও হরিয়ানার নির্বাচনের আগে প্যারোলে মুক্তি বিতর্কিত রাম রহিমের

English summary
dollar became more expensive
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X