For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

টাকা ভিত্তি ধরে রেখেছে, ডলার শক্তিশালী হচ্ছে! ব্যাখ্যা অর্থমন্ত্রী নির্মলা সীতারমনের

টাকা ভিত্তি ধরে রেখেছে, ডলার শক্তিশালী হচ্ছে! ব্যাখ্যা অর্থমন্ত্রী নির্মলা সীতারমনের

  • |
Google Oneindia Bengali News

মার্কিন যুক্তরাষ্ট্র সফরে রয়েছেন, কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমন। সেই সফরেই মন্ত্রী বললেন, টাকার দাম পড়ছে না, ডলার ক্রমাগত শক্তিশালী হচ্ছে। পাশাপাশি তিনি বলেন ভারতের রিজার্ভ ব্যাঙ্ক টাকার পতন রোধে যথাসাধ্য চেষ্টা করছেন বলে জানিয়েছেন তিনি। প্রসঙ্গত শুক্রবার ৮ পয়সা কমে ডলার পিছু টাকার ৮২.৩২ -তে বাজার বন্ধ হয়।

টাকার অবমূল্যায়ন নিয়ে প্রশ্ন

টাকার অবমূল্যায়ন নিয়ে প্রশ্ন

নির্মলা সীতারমন বর্তমানে আমেরিকা সফরে রয়েছেন। সেখানে তিনি বিশ্বব্যাঙ্কের বার্ষিক সভায় যোগ দেন। ওয়াশিংটন ডিসিতে তিনি সাংবাদিক সম্মেলন করছিলেন। সেই সময় এক সাংবাদিক তাঁকে প্রশ্ন করেন, আগামী দিনে টাকার সামনে কী কী চ্যালেঞ্জ রয়েছে। এছাড়াও প্রশ্ন ছিল টাকার দামে আরও পতন রুখতে কী কী পদক্ষেপ নেওয়া হচ্ছে।

কেন্দ্রীয় অর্থমন্ত্রীর ব্যাখ্যা

প্রশ্নের উত্তরে কেন্দ্রীয় অর্থমন্ত্রী বলেন, টাকার দাম কমছে না। ডলার ক্রমেই শক্তিশালী হচ্ছে। বিভিন্ন দেশের মুদ্রা ডলারের বিপক্ষেই পারফরমেন্স করছে। পাশাপাশি অর্থমন্ত্রী দাবি করেন. ভারতের টাকা অন্য যে কোনও মুদ্রার থেকে বাজারে ভাল অবস্থানে রয়েছে। বিশ্বের অন্য অংশের তুলনায় ভারতে মুদ্রাস্ফীতি কম ছিল বলেও মন্তব্য করেছেন তিনি।

আরবিআই কাজ করছে

আরবিআই কাজ করছে

কেন্দ্রীয় অর্থমন্ত্রী বলেছেন, টাকার অস্থিরতা রুখতে আরবিআই চেষ্টা চালিয়ে যাচ্ছে। টাকার নির্দিষ্ট মূল্য ঠিক করতে আরবিআই হস্তক্ষেপের পক্ষে নয় বলেও জানিয়েছেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী।

 সর্বকালের সর্বনিম্নে পৌঁছে গিয়েছিল টাকার দাম

সর্বকালের সর্বনিম্নে পৌঁছে গিয়েছিল টাকার দাম

ডলারের বিনিময়ে টাকার দামে অস্থিরতা চলছে। গত সোমবার ডলার পিছু টাকার দাম পৌঁছে গিয়েছিল ৮২.৬৮ টাকায়। পরে অবশ্য টাকার জামে কিছুটা সংশোধন হয়। সেই পরিস্থিতিতেই বিশেষ সফররত ভারতের অর্থমন্ত্রীর কাছে প্রশ্ন রেখেছিলেন সাংবাদিকরা।

বিদেশে গ্রিনব্যাক এবং অপরিশোধিত তেলের দাম হ্রাসের পরেও শুক্রবার টাকার দাম ডলার পিছু ৮ পয়সা কমে ৮২.৩২ টাকায় বাজার বন্ধ হয়। বৃহস্পতিবার ডলার পিছু টাকার মূল্য ছিল ৮২.২৪ টাকা।
৭ অক্টোবর সপ্তাহে ভারতের বৈদেশিক মুদ্রার ভাণ্ডার ৫৩২.৮৭ বিলিয়ন মার্কিন ডলারে দাঁড়িয়েছে। যা একবছর আগে ছিল ৬৪২.৪৫ বিলিয়ন মার্কিন ডলার। সেপ্টেম্বরে ভারতের ভোক্তা মূল্যসূচকের মুদ্রাস্ফীতি অগাস্টের ৭ শতাংশ ছাড়িয়ে ৭.৪১ শতাংশে পৌঁছেছে। যা গত ৫ মাসের মধ্যএ সর্বোচ্চ।

ছবি সৌ:এএনআই

সোমবারেই মনীশ সিসোডিয়াকে গ্রেফতার করতে পারে সিবিআই, আশঙ্কা আপের সোমবারেই মনীশ সিসোডিয়াকে গ্রেফতার করতে পারে সিবিআই, আশঙ্কা আপের

English summary
Finance Minister Nirmala Sitharaman says rupee is not sliding, us dollar is strengthening
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X