For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

অপরিশোধিত তেলের দাম বৃদ্ধি, আন্তর্জাতিক বাজারে ফের রেকর্ড পতন টাকার মূল্যে

অপরিশোধিত তেলের দাম বৃদ্ধি, আন্তর্জাতিক বাজারে ফের রেকর্ড পতন টাকার মূল্যে

Google Oneindia Bengali News

শুক্রবার ফের একবার টাকার দামের পতন। গত কয়েকদিন ধরে মার্কিন ডলারের নিরিখে ক্রমাগত টাকার দামের পতন অব্যাহত রয়েছে। ক্রমাগত মুদ্রাস্ফীতি, অপরিশোধিত তেলের দাম বৃদ্ধি টাকার দামের পতনের নেপথ্যে রয়েছে। মার্কিন ডলারের নিরিখে ভারতীয় মুদ্রার দাম ৭৯.০৭ টাকা হয়ে গিয়েছে। বুধবার মার্কিন ডলারের নিরিখে মূল্য ছিল ৭৮.৯৬। আবার বৃহস্পতিবার মূল্য ছিল ৭৮.৯৮ টাকা। শুক্রবার বাজার খোলার সঙ্গে সঙ্গে মার্কিন ডলারের নেপথ্যে টাকার মূল্যে পাঁচ পয়সা পড়ে যায়। বাজার খোলার সঙ্গে সঙ্গে মার্কিন ডলারের নিরিখে ভারতীয় মুদ্রার মূল্য হয় ৭৯.১১ টাকা হয়। পরে একটু দাম বেড়ে হয় ৭৯.০৭ টাকা।

টাকার মূল্যের পতনের কারণ

টাকার মূল্যের পতনের কারণ

কোয়ান্টইকো রিসার্চের বিশেষজ্ঞরা বলেন, আন্তর্জাতিক কারণের পাশাপাশি দেশের আভ্যন্তরীণ কিছু সমস্যার জন্য টাকার দামের পতন হচ্ছে। এই পতন অব্যাহত থাকবে বলেই তাঁরা মনে করছেন। ২০২৩ আর্থিক বর্ষ শেষ হওয়ার আগেই ডলার প্রতি ভারতীয় মুদ্রার মূল্য ৮১ টাকা ছোঁবে বলে তাঁরা আশঙ্কা করছেন।

বিশ্বজুড়ে মুদ্রাস্ফীতি

বিশ্বজুড়ে মুদ্রাস্ফীতি

বিশ্বজুড়ে মুদ্রাস্ফীতির প্রভাব পড়েছে ভারতীয় মুদ্রার ওপর। টাকার দাম ক্রমাগত কমতে শুরু করেছে। বিশ্বব্যাঙ্কগুলো সুদের হার বাড়াতে শুরু করেছে। যার নেতিবাচক প্রভাব বিশ্ববাজারে পড়ছে। তবে শুধু ভারত নয়, বিশ্বের বেশ কয়েকটি দেশের মুদ্রার মূল্যের দ্রুত পতন হচ্ছে।

অপরিশোধিত তেলের দাম বৃদ্ধি

অপরিশোধিত তেলের দাম বৃদ্ধি

ইউক্রেনের ওপর রাশিয়ার সামরিক অভিযানের পর থেকেই আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দাম এক ধাক্কায় অনেকটা বেড়ে যায়। এশিয়ার বাজারে তেলের দাম এক শতাংশ বৃদ্ধি পেয়েছে। ব্যারেল প্রতি তেলের দাম বৃদ্ধি পেয়েছে। ভারত তার প্রয়োজনের দুই তৃতীয়াংশ তেল আমদানি করে থাকে। এরপ্রভাব ভারতের বাণিজ্য ও রাজস্বে পড়ছে। এরফলে টাকার মূল্য ক্ষতিগ্রস্থ হচ্ছে বলে বিশেষজ্ঞরা মনে করছে।

রুশ আমদানিতে নিষেধাজ্ঞা

রুশ আমদানিতে নিষেধাজ্ঞা

ইউক্রেনের ওপর রাশিয়ার সামরিক অভিযানের পর থেকে একাধিক নিষেধাজ্ঞার মুখে পড়েছে রুশ প্রশাসন। অপরিশোধিত তেল আমদানিতে আমেরিকা, ইউরোপীয় ইউনিয়ন, কানাডা, জাপান, ব্রিটেন সহ একাধিক দেশ নিষেধাজ্ঞা জারি করেছে। পাশাপাশি বিভিন্ন রুশ পণ্যের ওপর নিষেধাজ্ঞা জারি করেছে। অন্যদিকে, ইউক্রেন রাশিয়ার যুদ্ধের ফলে কৃষ্ণসাগরে বাণিজ্যিক জাহাজ প্রবেশ করতে পারছে না। যার জেরে ক্ষতিগ্রস্থ হচ্ছে আন্তর্জাতিক বাণিজ্য। তার প্রভাব পড়ছে ভারতীয় মুদ্রার ওপর।

বিদেশ ভ্রমণ ও শিক্ষাক্ষেত্রে প্রভাব

বিদেশ ভ্রমণ ও শিক্ষাক্ষেত্রে প্রভাব

ক্রমাগত টাকার দামের পতনের প্রভাব বিদেশ ভ্রমণের ওপর পড়তে চলেছে। পাশাপাশি বিদেশে ভারতীয় পড়ুয়াদের ওপর এর প্রভাব পড়বে বলে আশঙ্কা করা হচ্ছে। আগের থেকে অনেকটা বেড়ে যাবে বিদেশ ভ্রমণ। পাশাপাশি বিদেশে ভারতীয় পড়ুয়াদের খরচও অনেকটা বেড়ে যাবে বলে বিশেষজ্ঞদের আশঙ্কা।

১২ ঘন্টা কাজ আর সপ্তাহে তিনদিনের ছুটি!দেশে চালু হল কি নয়া শ্রম আইন? ১২ ঘন্টা কাজ আর সপ্তাহে তিনদিনের ছুটি!দেশে চালু হল কি নয়া শ্রম আইন?

English summary
Record Rupees hits all time low 79.11 against US dollar
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X