For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

নোট বাতিলের ৯ মাস পার, বাতিল ১০০০ টাকার নোট কত জমা পড়েছে জানেন

বাতিল হওয়া ১০০০ টাকার নোটের প্রায় ৯৯ শতাংশই ফিরে এসেছে আরবিআই-এর কাছে। একটি রিপোর্ট সম্প্রতি প্রকাশিত হয়েছে আরবিআই-এর ওয়েবসাইটে।

  • By Soumik Bose
  • |
Google Oneindia Bengali News

গত বছর নোট বাতিলের ঘোষণার পর কী সরকারের ঘরে কত টাকা পুরনো ১০০০ ও ৫০০ টাকার নোটে জমা পড়েছে?এই প্রশ্ন বারবারই উঠে এসেছে। নোট বাতিলের পর আট মাস পর্যন্ত এই প্রশ্নের কোনও জবাব দেয়নি কেন্দ্রীয় অর্থমন্ত্রক বা রিজার্ভ ব্য়াঙ্ক অফ ইন্ডিয়া। কিন্তু রিজার্ভ ব্যাঙ্কের একটি রিপোর্ট সম্প্রতি প্রকাশিত হয়েছে আরবিআই-এর ওয়েবসাইটে। তাতে ৫০০ টাকার পুরনো কোনও উল্লেখ না থাকলেও বলা হয়েছে বাতিল হওয়া ১০০০ টাকার নোটের প্রায় ৯৯ শতাংশই ফিরে এসেছে আরবিআই-এর কাছে।

[আরও পড়ুন:বাতিল হওয়া লক্ষ কোটি টাকার নোটের তাড়া কোথায় রয়েছে জানেন কি][আরও পড়ুন:বাতিল হওয়া লক্ষ কোটি টাকার নোটের তাড়া কোথায় রয়েছে জানেন কি]

নোট বাতিলের ৯ মাস পার, বাতিল ১০০০ টাকার নোট কত জমা পড়েছে জানেন

আরবিআই-এ দেওয়া তথ্য বলেছে, ৩১ মার্চ পর্যন্ত ৮৯২৫ কোটি টাকা মূল্যের ১০০০ টাকার নোট 'সার্কুলেশনে' রয়েছে। ' নোট ইন সার্কুলেশন' মানে এই নোট এখনও আরবিআইয়ের কাছে জমা পড়েনি। সেটা হয় কোনও ব্যক্তি বিশেষের কাছে রয়েছে, বা কোনও ব্যাঙ্ক বা সংস্থার কাছে রয়েছে যা জমা দেওয়া হয়নি। একনজরে এই সংখ্যা বিশাল মনে হলেও বাজারে থাকা ১০০০ টাকার নোটের শতাংশের নিরিখে তা মাত্র ১.১৩ শতাংশ। আরবিআই-এর পক্ষ থেকে বলা হয়েছে, নোট বাতিলের দিন পর্যন্ত ৬.৮৬ লক্ষ কোটি টাকার ১০০০ টাকার নোট বাজারে ছিল।

[আরও পড়ুন:শতাব্দীর সব চেয়ে বড় দুর্নীতি করেছেন মোদী, কেন এই অভিযোগ করল কংগ্রেস][আরও পড়ুন:শতাব্দীর সব চেয়ে বড় দুর্নীতি করেছেন মোদী, কেন এই অভিযোগ করল কংগ্রেস]

নোট বাতিলের ৯ মাস পার, বাতিল ১০০০ টাকার নোট কত জমা পড়েছে জানেন

তবে এখনও পর্যন্ত ১.১৩ শতাংশ হাজার টাকার নোট কেন রিজার্ভ ব্যাঙ্কের কাছে ফিরে আসনি তার জবাব পাওয়া যায়নি। তবে নোট বাতিলের পর ১০০০ টাকার নোট নতুন করে ছাড়া না হলেও ৫০০ টাকার নোট নতুন রূপে ফিরে এসেছে কিছুদিনের মধ্যেই। সেকারণেই ৫০০ টাকার নোটের কোনও হিসেব স্পষ্ট নয় বলে আরবিআই সূত্রে জানা গিয়েছে। তবে শীঘ্রই বাতিল ৫০০ টাকার নোটের হিসেবও ওয়েবসাইটে দেওয়া হবে বলে আরবিআই সূত্রের খবর।

English summary
Reserve Bank Of India in its website claims that 99% of rs 1000 note back with RBI post demonitization
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X