For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

'black money-ঠেকাতে বাতিল করতেই হবে ২০০০ -এর নোট' মোদীর মন্তব্যে দেশজুড়ে আতঙ্ক

'black money-ঠেকাতে বাতিল করতেই হবে ২০০০ -এর নোট' মোদীর মন্তব্যে দেশজুড়ে আতঙ্ক

  • |
Google Oneindia Bengali News

₹2000 Notes: দু'হাজার নোটের অপব্যবহার নিয়ে এবার সরব হলেন মোদী! শীতকালীন অধিবেশন চলছে লোকসভাতে। একাধিক ইস্যুতে সরব শাসক-বিরোধী শিবির। আর এর মধ্যেই কার্যত দু'হাজার নোটেই অপব্যবহার নিয়ে প্রশ্ন বিজেপির অন্দরেই। এমনকি ২০০০ হাজার টাকার নোটের ব্যবহার কার্যত বেআইনি বিভিন্ন ক্ষেত্রেও ব্যবহার করা হচ্ছে বলেও অভিযোগ সাংসদের। বলে রাখা প্রয়োজন, কালো টাকার বাড়াবাড়ি রুখতে রাতারাতি ৫০০ এবং এক হাজার টাকার নোট বাতিল করা হয়। আর এরপরেই দু'হাজার এবং ৫০০ টাকার নতুন নোটি নিয়ে রিজার্ভ ব্যাঙ্ক। আর তা নিয়েই এবার উঠছে প্রশ্ন।₹2000 Notes: দু'হাজার নোটের অপব্যবহার নিয়ে এবার সরব হলেন মোদী! শীতকালীন অধিবেশন চলছে লোকসভাতে। একাধিক ইস্যুতে সরব শাসক-বিরোধী শিবির। আর এর মধ্যেই কার্যত দু'হাজার নোটেই অপব্যবহার নিয়ে প্রশ্ন বিজেপির অন্দরেই। এমনকি ২০০০ হাজার টাকার নোটের ব্যবহার কার্যত বেআইনি বিভিন্ন ক্ষেত্রেও ব্যবহার করা হচ্ছে বলেও অভিযোগ সাংসদের।

দু'হাজার টাকার নোটের দেখা প্রায় মিলছে না।

দু'হাজার টাকার নোটের দেখা প্রায় মিলছে না।

বাজারে গোলাপি রঙয়ের দু'হাজার টাকার নোটের দেখা প্রায় মিলছে না। এমনকি এটিএম থেকেও আর বের হচ্ছে না বলেও দাবি বিজেপির রাজ্যসভার সাংসদ সুশীল মোদীর। এমনকি ২০০০ টাকার নোট নিয়ে একাধিক গুজবও বাজারে ছড়াচ্ছে বলেও দাবি তাঁর। আর এরপরেই এই বিষয়ে সরকারের বক্তব্য স্পষ্ট করার কথাও তোলেন মোদী। আর এহেন মন্তব্য ঘিরেই বিজেপির অন্দরেই রীতিমত অস্বস্তি তৈরি হয়েছে। যদিও বিষয়টি কেন্দ্রের তরফে খতিয়ে দেখা হচ্ছে বলেও দাবি জানা যাচ্ছে।

তিন বছর ধরে 2000 টাকার নোট ছাপছে না RBI

তিন বছর ধরে 2000 টাকার নোট ছাপছে না RBI

২০১৬ সালের ৮ নভেম্বর। নোট বাতিলের ঘোষণা করে কেন্দ্রীয় সরকার। ৫০০ এবং ১০০০ টাকার নোট রাতারাতি বাতিল করা হয়। যা নিয়ে রীতিমত দেশজুড়ে বিপদে পড়ে যান সাধারণ মানুষ। আর সেই জায়গাতেই একেবারে নতুন ৫০০ এবং ২০০০ টাকার নোট নিয়ে আসা হয়। যদিও এই দুহাজার টাকার নোট নিয়ে নয়া বিপদ তৈরি হয় মানুষের। আর তা নিয়েই বিহারের প্রাক্তন মুখ্যমন্ত্রী সুশীল মোদীর দাবি, গত তিন বছর ধরে রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া ২০০০ টাকার নোট ছাপানো বন্ধ করে দিয়েছে। 2000 টাকার জাল নোটও প্রচুর পরিমাণে বাজেয়াপ্ত করা হচ্ছে বলেও দাবি মোদীর।

2000 টাকার নোট ব্ল্যাক হচ্ছে?

2000 টাকার নোট ব্ল্যাক হচ্ছে?

মোদী বলেন, ব্যাপক ভাবে ২০০০ টাকার নোট মানুষ জমা করে রেখেছে। কেমন মাত্র অবৈধ লেনদেবের এই বড় নোট ব্যবহার করা হচ্ছে বলে অভিযোগ। এমনকি কিছু জায়গাতে ব্ল্যাকেও এমন টাকা দেওয়া হচ্ছে বলে চাঞ্চল্যকর দাবি মোদীর। এই নোটগুলি মাদকদ্রব্য, মানি লন্ডারিং এবং সন্ত্রাসে অর্থায়ন সহ অনেক অপরাধে ব্যাপকভাবে ব্যবহার করা হচ্ছে বলেও মারাত্মক অভিযোগ। অন্যদিকে এই প্রসঙ্গে বক্তব্য রাখতে গিয়ে প্রাক্তন মুখ্যমন্ত্রীর দাবি, বড় অর্থনীতিতে বড় নোটের প্রচলন বন্ধ হয়ে গেছে। আমেরিকা সহ চিন, কানাডা সহ একাধিক দেশে ২০০ টাকার অধিক মূল্য নেই। একমাত্র পাকিস্তান এবং শ্রীলঙ্কার মতো দেশে ৫ হাজার টাকার মতো বড় নোট আছে বলে জানিয়েছেন বিজেপি সাংসদ।

২০০০ টাকার নোটের দরকার নেই

২০০০ টাকার নোটের দরকার নেই

ভারতের ২০০০ টাকার নোটের আর প্রয়োজনীয়তা নেই। এই প্রসঙ্গে কথা বলতে গিয়ে মোদী জানান, কেন্দ্রীয় সরকার ডিজিটাল লেনদেনে উৎসাহ দিচ্ছে। এমনকি ধীরে ধীরে ২০০০ টাকার নোট বাতিলের আবেদনও রাখেন বিজেপি নেতা। তবে এজন্যে সরকার যাতে মানুষকে সময় দেন সেই আবেদনও রাখেন তিনি। সুশীল মোদীর মতে, 2,000 নোট অর্থাৎ কালো টাকা অর্থাৎ কালোবাজারি। ফলে কালো টাকা ঠেকাতে গেলে অবশ্যই ২০০০ টাকার নোট বাতিল করতেই হবে বলে দাবি বর্ষোয়ান নেতার।

Cyber Alert: শুধু মিসড কলেই অ্যাকাউন্ট থেকে গায়েব ৫০ লক্ষ টাকা! কীভাবে সম্ভব হল Cyber Alert: শুধু মিসড কলেই অ্যাকাউন্ট থেকে গায়েব ৫০ লক্ষ টাকা! কীভাবে সম্ভব হল

English summary
Sushil Modi claims, 2000 should be scrapped to stop black money
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X