For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

বাতিল হওয়া লক্ষ কোটি টাকার নোটের তাড়া কোথায় রয়েছে জানেন কি

বাতিল জমা পড়া নোটগুলি নাকি এখনও নষ্ট করা বা ছিঁড়ে ফেলা হয়নি। বরং ব্যাঙ্কেই তা জমা রাখা হয়েছে বলে ডিএনএ সংবাদসংস্থা সূত্রের খবর।

  • |
Google Oneindia Bengali News

গতবছরের শেষে নোট বাতিলের ঘটনায় সারা দেশে হইচই পড়ে গিয়েছিল। ৫০০ ও ১ হাজার টাকা মূল্যের সমস্ত নোটএকঝটকায় বাতিল করে দিয়েছিল নরেন্দ্র মোদী সরকার। দেশের মোট নগদের ৮৬ শতাংশ দখল করে থাকা এই দুটি বড় নোট পুরোপুরি বাতিল হয়ে গিয়েছিল।

[আরও পড়ুন:শতাব্দীর সব চেয়ে বড় দুর্নীতি করেছেন মোদী, কেন এই অভিযোগ করল কংগ্রেস][আরও পড়ুন:শতাব্দীর সব চেয়ে বড় দুর্নীতি করেছেন মোদী, কেন এই অভিযোগ করল কংগ্রেস]

নোট বাতিলের পরে অনেকগুলি মাস কেটে গিয়েছে। জমা পড়া নোটগুলি নাকি এখনও নষ্ট করা বা ছিঁড়ে ফেলা হয়নি। বরং ব্যাঙ্কেই তা জমা রাখা হয়েছে বলে ডিএনএ সংবাদসংস্থা সূত্রের খবর।

বাতিল হওয়া লক্ষ কোটি টাকার নোটের তোড়া কোথায় রয়েছে জানেন কি

এর আগে আরবিআই গভর্নর নিজে জানিয়েছিলেন, কত নোট জমা পড়েছে তার সঠিক হিসাব এখনও করা হয়নি। রিজার্ভ ব্যাঙ্ক পুরনো নোট গোনা ও জাল নোট বাতিল করার প্রক্রিয়ায় ব্যস্ত রয়েছে।

পুরনো নোট ব্যাঙ্কের চেস্টে রাখা হয়েছে। ফলে নতুন নোট রাখার জায়গার সঙ্কুলান করা যাচ্ছে না। ফলে এটিএমগুলিতেও টাকার জোগান ঠিকমতো হচ্ছে না। কেন এমন ঘটনা ঘটছে, তা নিয়ে আরবিআই কোনও সদুত্তর দিতে পারেনি।

নোটের সঙ্কুলান কম হচ্ছে তার আর একটা কারণ আরবিআই বাতিল নোটের বদলে পর্যাপ্ত নতুন নোট ছাপায়নি। ব্যাঙ্কের আধিকারিক জানিয়েছেন, আরবিআই নোটগুলি চেক করতে চেয়েছিল। ফলে তা ব্যাঙ্কে রেখে দেওয়া হয়েছে। বিভিন্ন ব্যাঙ্কের শাখা বেছে নিয়ে সেখানে জায়গা বুঝে নোটের বান্ডিল করে রাখা রয়েছে।

সারা দেশে মোট ৪০৭৫টি এমন কারেন্সি চেস্ট তৈরি করেছে আরবিআই। তার মধ্যে ২৭২২টি এসবিআইয়ের শাখা। বাকী রাষ্ট্রায়ত্ব ব্যাঙ্ক ১১৭৩টি ও প্রাইভেট ব্যাঙ্ক ১৬০টি এমন চেস্টে টাকা রেখেছে। এই বাতিল নোট কবে ব্যাঙ্ক থেকে সরবে তা আরবিআই-ই বলতে পারবে।

English summary
Demonetised notes not shredded, are still lying in banks', says DNA report
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X