For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

মিম-এর সঙ্গে জোট গঠন বাম-কংগ্রেসের? জল্পনা প্রসঙ্গে কী বলছেন আবদুল মান্নান

Google Oneindia Bengali News

বিধানসভা নির্বাচনে রাজ্য়ে বাম-কংগ্রেসের সঙ্গে জোট বেঁধে লড়াই করবে মিম৷ এমন জল্পনা শুরু হয়েছে রাজ্য রাজনীতিতে৷ তবে সেই জল্পনায় ইতি টানলেন কংগ্রেস নেতা ও রাজ্যের বিরোধী দলনেতা আবদুল মান্নান৷ তিনি স্পষ্ট করে দেন, কোনও পরিস্থিতিতেই মিমের মতো সাম্প্রদায়িক দলের সঙ্গে জোট বাঁধবে না বাম-কংগ্রেস৷

বোলপুরে একটি বৈঠক করতে আসেন মান্নান

বোলপুরে একটি বৈঠক করতে আসেন মান্নান

আজ বোলপুরে একটি বৈঠক করতে আসেন মান্নান৷ সঙ্গে ছিলেন সিপিআইএম নেতা বিকাশরঞ্জন ভট্টাচার্য৷ সেখানে মান্নান আসন্ন নির্বাচনে বাম-কংগ্রেস জোট নিয়ে কথা বলেন৷ তিনি বলেন, 'সঠিক আসন বণ্টন না হলে ক্ষোভ থেকেই যাবে৷' পাশাপাশি মিম-এর সঙ্গে জোটের জল্পনার উপরও জল ঢালেন আবদুল মান্নান।

সংখ্যালঘু সম্প্রদায়ের ভোট কোন দিকে যাবে?

সংখ্যালঘু সম্প্রদায়ের ভোট কোন দিকে যাবে?

তবে নির্বাচন নিয়ে আরও একটি বিষয়ে লক্ষ্য আছে রাজনৈতিক বিশেষজ্ঞদের৷ আর তা হল বিধানসভা নির্বাচনে সংখ্যালঘু সম্প্রদায়ের ভোট কোন দিকে যাবে? একদিকে আছে তৃণমূল, তো অন্যদিকে ভোটের আসরে এসে পৌঁছেছে মিম৷ আর এর মধ্যেই জল্পনা শুরু হয়েছে, আসন্ন নির্বাচনে মিমের সঙ্গে জোট করে লড়বে বামফ্রন্ট ও কংগ্রেস৷

জল্পনায় জল ঢাললেন বিরোধী দলনেতা মান্নান

জল্পনায় জল ঢাললেন বিরোধী দলনেতা মান্নান

কার্যত, সেই জল্পনায় জল ঢাললেন বিরোধী দলনেতা মান্নান। তিনি স্পষ্ট করে বলেন, 'একটি সাম্প্রদায়িক দলের সঙ্গে লড়াই করতে আর এক সম্প্রদায়িক দলের সঙ্গে আমরা কোনওভাবেই হাত মেলাব না।' এছাড়া বাম-কংগ্রেস আসন বণ্টন প্রসঙ্গে তিনি বলেন, 'একটা বৈঠকেই তো সবটা সমাধান হওয়া সম্ভব নয়। আবারও বৈঠক হবে। সঠিক আসন বণ্টন না হলে যে কোনও একটা দলের ক্ষোভ থেকেই যাবে।'

English summary
West Bengal Election: Congress' Abdul Mannan said that AIMIM is communal, no alliance with them
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X