For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

পায়ে আঘাত নয়, অভিনয় করছেন মমতা, কটাক্ষ মান্নানের! রাজনৈতিক ভণ্ডামি, বললেন অধীর

নন্দীগ্রামে (nandigram) চক্রান্ত করায় তাঁর পায়ে আঘাত লেগেছে। এমনটাই অভিযোগ করেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায় (mamata banerjee)। যদিও তাঁর এই দাবি এবং ঘটনাকে কটাক্ষ করেছেন অধীর চৌধুরী (adhir chowdhury) থেকে আব্দুল মান্নান(ab

  • |
Google Oneindia Bengali News

নন্দীগ্রামে (nandigram) চক্রান্ত করায় তাঁর পায়ে আঘাত লেগেছে। এমনটাই অভিযোগ করেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায় (mamata banerjee)। যদিও তাঁর এই দাবি এবং ঘটনাকে কটাক্ষ করেছেন অধীর চৌধুরী (adhir chowdhury) থেকে আব্দুল মান্নান(abdul mannan) সকলেই। আব্দুল মান্নান বলেছেন পুরোটাই অভিনয়। অন্যদিকে অধীর চৌধুরী বিষটিকে রাজনৈতিক ভণ্ডামি বলে কটাক্ষ করেছেন।

নন্দীগ্রামে পায়ে চোট পেয়ে কলকাতায় ফিরছেন মমতা, চক্রান্তের অভিযোগনন্দীগ্রামে পায়ে চোট পেয়ে কলকাতায় ফিরছেন মমতা, চক্রান্তের অভিযোগ

নন্দীগ্রামে ঘুঘু ফাঁদে পড়েছে

নন্দীগ্রামে ঘুঘু ফাঁদে পড়েছে

পায়ে আঘাত লাগার পরে মমতা বন্দ্যোপাধ্যায় চক্রান্তের অভিযোগ করেছিলেন। যা নিয়ে কটাক্ষ করেছেন প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরী। এদিন তিনি বলেছেন, নন্দীগ্রামে ঘুঘু ফাঁদে পড়েছে। লক্ষাধিক ভোটে হারার ভয়ে সহাভূতি আদায়ের চেষ্টা করেছেন। তিনি তো পুলিশমন্ত্রী, তাঁর যদি এই অবস্থা হয়, তাহলে বাকি সবার অবস্থা কেমন হতে পারে, তা সহজেই অনুমেয় বলেও মন্তব্য করেছেন অধীর চৌধুরী। এই ঘটনায় সাধারণ মানুষের নিরাপত্তা নিয়েই প্রশ্ন উঠছে, বলেছেন তিনি।

রাজনৈতিক ভণ্ডামি

রাজনৈতিক ভণ্ডামি

মমতা বন্দ্যোপাধ্যায়ের দাবিকে রাজনৈতিক ভণ্ডামি বলেও মন্তব্য করেছেন অধীর চৌধুরী। তিনি বলেন, গাঁজা না খেলে কিংবা মাদক না খেলে কেউ এটা বিশ্বাস করবেন না। তিনি বলেছেন, মমতা বন্দ্যোপাধ্যায় আবেগ তৈরি করতে চাইছেন। তা এবারের ভোটে সম্ভব হবে না বলেই মনে করেন তিনি।

 অভিনয় করছেন মমতা

অভিনয় করছেন মমতা

এদিন সংবাদ মাধ্যমের সঙ্গে কথা বলতে গিয়ে আব্দুল মান্নান বলেছেন, মমতা বন্দ্যোপাধ্যায় যা করছেন, তা অভিনয়। অভিনয়ের জন্য তাঁকে আন্তর্জাতিক পুরস্কার দেওয়া উচিত বলেও মন্তব্য করেছেন তিনি। তিনি আরও বলেছেন, জনরোষ বুঝতে পেরেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। এভাবে সমর্থন পাওয়া যায় না। অনেকটা রাখালের পালে বাঘ পড়ার মতো। যখন বাঘ সত্যিই পড়ে, তখন কাউকেই পাওয়া যায় না।

জেলা প্রশাসনের কাছে রিপোর্ট তলব কমিশনের

জেলা প্রশাসনের কাছে রিপোর্ট তলব কমিশনের

সন্ধে সাড়ে ছটার কিছু আগে নন্দীগ্রামের বিরুলিয়ায় ভিড়ের চাপে গাড়ির দরজা মমতা বন্দ্যোপাধ্যায়ের পায়ে গিয়ে পড়ে। পায়ে আঘাত পাওয়ার পরে মমতা বন্দ্যোপাধ্যায় অভিযোগ করেন চার থেকে পাঁচ জন চক্রান্ত করে গাড়ি দরজা তাঁর পায়ের ওপরে ফেলেছেন। এই ঘটনা নিয়ে তিনি নির্বাচন কমিশনে অভিযোগ জানাবেন বলেও বলেছএন মমতা বন্দ্যোপাধ্যায়। এই ঘটনার পরে তাঁকে নিয়ে কলকাতার দিকে রওনা হয় কনভয়। রাজ্য পুলিশের নতুন ডিজিপি পি নিরজনয়ন ঘটনার রিপোর্ট চেয়ে পাঠিয়েছেন জেলা পুলিশ সুপারের কাছে। অন্যদিকে নির্বাচন কমিশনের তরফেও এই ঘটনার রিপোর্ট চেয়ে পাঠানো হয়েছে।

English summary
Abdul Mannan, Adhir Chowdhury criticises Mamata Banerjee's injury as drama
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X