For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

'হার নিশ্চিত জেনেই কি নন্দীগ্রামের শরণে মমতা?', তৃণমূল সুপ্রিমোকে খোঁচা বাম-কংগ্রেসের

Google Oneindia Bengali News

ভোট ঘোষণা হয়নি এখনও৷ তার আগেই হয়ে গেল তৃণমূল কংগ্রেসের প্রার্থী ঘোষণা৷ তবে তা শুধু হল একটি মাত্র আসনেই৷ সোমবার পূর্ব মেদিনীপুরের নন্দীগ্রামের জনসভা থেকে তৃণমূলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করলেন যে তিনিই এবার নন্দীগ্রামের প্রার্থী৷ আর এই নিয়ে পাল্টা কটাক্ষ করতে ছাড়েননি বিরোধীরা।

কী বললেন সুজন চক্রবর্তী?

কী বললেন সুজন চক্রবর্তী?

এদিন মমতার ঘোষণার পরই সরব হন বিধানসভায় বাম পরিষদীয় দলনেতা সুজন চক্রবর্তী এবং কংগ্রেস নেতা প্রদীপ ভট্টাচার্য। এদিন সুজন চক্রবর্তী এই বিষয়ে বলেন, 'ভবানীপুর থেকে হারার ভয়েই এই ঘোষণা করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। এক সময় হলদিয়াকে ঘিরে নন্দীগ্রাম গড়ে ওঠার স্বপ্ন দেখেছিল। মমতা সেই স্বপ্ন ভেঙেছেন। এখন ভবানীপুর থেকে হেরে যাওয়ার ভয়ে অন্য কেন্দ্রের লড়তে চাইছেন।'

কংগ্রেসের গলাতেও একই সুরে অভিযোগ

কংগ্রেসের গলাতেও একই সুরে অভিযোগ

এদিকে কংগ্রেসের প্রদীপ ভট্টাচার্যের গলাতেও শোনা যায় একই অভিযোগ। প্রদীপ ভট্টাচার্য এদিন মমতাকে কটাক্ষ করে বলেন, 'লোকসভা নির্বাচনের নিরিখে মমতা দেখেছেন যে নিজের আসনেই পিছিয়ে রয়েছেন মমতা। তাই নিজের গদি বাঁচাতে এই ঘোষণা।' আবদুল মান্নান আবার এনিয়ে শুভেন্দুকে নিয়ে খোঁচা দেন মমতাকে। তিনি বলেন, 'এক শুভেন্দু যেভাবে মমতার মনে ভয় সঞ্চার করিয়েছে। এটা সবে শুরু।'এদিকে আজকে মমতার এই চমকের মাঝেই দক্ষিণ কলকাতায় মিছিল এবং জনসভা করবেন শুভেন্দু অধিকারী।

নন্দীগ্রামের প্রার্থী মমতা

নন্দীগ্রামের প্রার্থী মমতা

উল্লেখ্য, ২০১১ সালে মুখ্যমন্ত্রী হওয়ার পর কলকাতার ভবানীপুর কেন্দ্র থেকে উপ-নির্বাচনে জিতে বিধায়ক হয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়৷ ২০১৬ সালেও ওই একই কেন্দ্র থেকে প্রার্থী হন তিনি৷ কিন্তু এবার নন্দীগ্রাম থেকে প্রার্থী হতে চান বলে জানিয়ে দিলেন তৃণমূল কংগ্রেসের সুপ্রিমো৷

জনতার উদ্দেশ্যে প্রতিশ্রুতির সুর

জনতার উদ্দেশ্যে প্রতিশ্রুতির সুর

মঞ্চে দাঁড়িয়ে দলের শীর্ষস্তরের নেতা সুব্রত বক্সিকে উদ্দেশ্য করে তিনি জানান যে তাঁকে যেন নন্দীগ্রাম থেকেই প্রার্থী করা হয়৷ তবে ভবানীপুরকেও তিনি অবহেলা করতে চান না বলে জানিয়েছেন৷ জনতার উদ্দেশ্যে প্রতিশ্রুতির সুরে তিনি জানিয়েছেন, ভবানীপুরেও তিনি ভালো প্রার্থী দেবেন৷

English summary
CPIM and Congress reacts to Mamata's Announcement in Nandigram about becoming candidate
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X