For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

'বিজেপি যেন ভোটে প্রার্থী দিতে না পারে' ,অনুব্রতগড় লাভপুর থেকে হুঁশিয়ারি তৃণমূলের মান্নানের কণ্ঠে

বিজেপি যেন প্রার্থী দিতে না পারে , তার বার্তা বীরভূমের তৃণমূল নেতা আব্দুল মান্নানের

  • |
Google Oneindia Bengali News

এককালে লাভপুরের বিধায়ক মনিরুল ইসলাম তাঁর একাধিক হুমকি বার্তার জেরে খবরে উঠে আসেন। বিরোধী শিবির যাতে ভোট না পায় , তা নিয়ে হুমকি থেকে শুরু করে সরকারি আমলাকে 'তেপান্তরের মাঠে' পাঠানোর হুঁশিয়ারি তাঁর কণ্ঠে শোনা গিয়েছে। এবার সেই মণিরুল ইসলামের এলাকা লাভপুর থেকে বীরভূম তৃণমূলের সহ সভাপতির কণ্ঠে উঠে এল আরও এক হুমকি বার্তা।

 বীরভূম নিয়ে অনুব্রতর নয়া 'দাওয়াই'

বীরভূম নিয়ে অনুব্রতর নয়া 'দাওয়াই'

সাম্প্রতিককালে বীরভূমের তৃণমূলের দাপুটে নেতা তযথা ঘাসফুলের বীরভূম প্রধান অনুব্রত মণ্ডল বলেছেন, নির্বাচনে 'খেলা হবে'। আর সেটা হাডুডু খেলা হবে। খেলা শেষে কেউ আহত হলে হাসপাতালে যাবে। তবে বিনা 'খেলায়' অনুব্রত মণ্ডল জমি ছাড়তে রাজি নন বলে ইঙ্গিত স্পষ্ট করেছেন।

আব্দুল মান্নানের বার্তা

আব্দুল মান্নানের বার্তা

অনুব্রত মণ্ডলের 'খেলা হবে' স্লোগান এই মুহূর্তে কলকাতায় তৃণমূলের সভাতেও বেজেছে। এদিকে, ভোটের মুখে 'খেলা হবে' ঘিরে যখন পারদ চড়ছে, তখন বীরভূমের মাটিতে লাভপুর থেকে তৃণমূলের বীরভূমের সহ শভাপতি আব্দুল মান্নানের বক্তব্য, 'বিজেপি যেন ভোটে প্রার্থী দিতে না পারে', তার ব্যবস্থা করতে হবে সমর্থকদের।

বিজেপির প্রতিক্রিয়া

বিজেপির প্রতিক্রিয়া

এদিকে, তৃণমূলের নেতা যেখানে নিজে বলছেন তিনি 'হুঙ্কার' দিয়েই বিজেপিকে প্রার্থী না দিতে পারার বার্তা দিচ্ছেন, সেখানে বিজেপির তরফে জয়প্রকাশ মজুমদার দাবি করেছেন , মানুষের সমর্থনের ওপর আস্থা রাখেনা তৃণমূল। জয়প্রকাশ মজুমদারের দাবি,ইঞ্চিতে ইঞ্চিতে জবাব থেকে শুরু করে একাধিক এমনই মন্তব্য তৃণমূল করছে। ফলে গণতন্ত্রের ওপর তৃণমূলের আস্থা নেই বলে দাবি করেন জয়প্রকাশ মজুমদার।

তাঁর চেষ্টায় বেহালায় 'স্থান পাওয়া' পার্থ চক্রান্তকারী! নিজের গড়ে প্রথম রোড শো থেকে বিস্ফোরক শোভন তাঁর চেষ্টায় বেহালায় 'স্থান পাওয়া' পার্থ চক্রান্তকারী! নিজের গড়ে প্রথম রোড শো থেকে বিস্ফোরক শোভন

English summary
West Bengal Election 2021, BJP should not get chance to give candidate says tmc leader
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X