For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

সাক্ষাৎ মৃত্যুমুখ থেকে ফিরলেন ওঁরা, ঘরে ফেরানোর যাবতীয় বন্দোবস্ত করলেন মুখ্যমন্ত্রী

সাক্ষাৎ মৃত্যুর মুখ থেকে ঘরে ফিরলেন কেরলে আটকে থাকা বঙ্গ-সন্তানরা। তাঁদের বাড়ি পৌঁছনোর যাবতীয় ব্যবস্থা করে দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় স্বয়ং।

  • |
Google Oneindia Bengali News

সাক্ষাৎ মৃত্যুর মুখ থেকে ঘরে ফিরলেন কেরলে আটকে থাকা বঙ্গ-সন্তানরা। তাঁদের বাড়ি পৌঁছনোর যাবতীয় ব্যবস্থা করে দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় স্বয়ং। হাওড়া ও সাঁতরাগাছি স্টেশনে যাবতীয় সুযোগ-সুবিধার বন্দোবস্ত করা হয় কেরলের বন্যায় আটকে পড়া মানুষগুলোর জন্য। এমনকী তিনি মন্ত্রীদেরও নিয়োজিত করেছেন সাধারণের সুবিধার্থে।

সাক্ষাৎ মৃত্যুমুখ থেকে ফিরলেন ওঁরা, ঘরে ফেরানোর যাবতীয় বন্দোবস্ত করলেন মুখ্যমন্ত্রী

সোমবার রাতেই তিরুবনন্তপূরম থেকে বিশেষ ট্রেন এসে পৌঁছয় হাওড়ায়। প্রায় হাজারখানেক মানুষ বন্যাদুর্গত এলাকা থেকে ফেরেন ওই ট্রেনে। মঙ্গলবার সাঁতরাগাছিতে আসছে তিনটি বিশেষ ট্রেন। সেই ট্রেনের বন্যাদুর্গত মানুষকে ঘরে ফেরাতেও পরিবহণের ব্যবস্থা করা হয়েছে রাজ্য সরকারের পক্ষ থেকে।

[আরও পড়ুন: লোকসভার চাবিকাঠি মমতা-মায়াবতীদের হাতে! জোট না হলে কী হবে ফল, দেখাল সমীক্ষা][আরও পড়ুন: লোকসভার চাবিকাঠি মমতা-মায়াবতীদের হাতে! জোট না হলে কী হবে ফল, দেখাল সমীক্ষা]

মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে তিনমন্ত্রী ফিরহাদ হাকিম, অরূপ রায় ও রাজীব বন্দ্যোপাধ্যায় থাকবেন তদারকিতে। সোমবার রাতে ২৪টি বিশেষ বাস দিয়েছিল পরিবহণ দফতর। এদিনও বাসের বন্দোবস্ত করা হয়েছে। দূর-দূরান্তের জেলার কিছু যাত্রীর জন্য গেস্ট হাউসেরও বন্দোবস্ত করা ছিল।

[আরও পড়ুন:কেরলের জন্য এই ৮ বছরের শিশু দান করেছে তার পিগি ব্যাঙ্ক, পূরণ হল তার সাইকেলের স্বপ্নও][আরও পড়ুন:কেরলের জন্য এই ৮ বছরের শিশু দান করেছে তার পিগি ব্যাঙ্ক, পূরণ হল তার সাইকেলের স্বপ্নও]

যেমন মুর্শিদাবাদ, মালদহ, নদিয়া যাওয়ার জন্য বিশেষ বাসের ব্যবস্থা করা হয়েছিল, তেমনই উত্তরবঙ্গের ট্রেন ধরার জন্য শিয়ালদহ পর্যন্তও বাসের বন্দোবস্ত করা হয়। কলকাতা ও তার আশেপাশের জেলার জন্যও বিশেষ পরিবহন ব্যবস্থা রেখেছিল রাজ্য সরকার। এদিনও সেই কাজে কোনও ত্রুটি রাখা হয়নি বলে নবান্নে জানিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়।

[আরও পড়ুন:কেরলের বন্যা শুধুই 'গুরুতর', 'জাতীয় বিপর্যয়' নয়! রাহুলের দাবি নস্যাৎ মোদী সরকারের][আরও পড়ুন:কেরলের বন্যা শুধুই 'গুরুতর', 'জাতীয় বিপর্যয়' নয়! রাহুলের দাবি নস্যাৎ মোদী সরকারের]

English summary
CM Mamata Banerjee set all arrangement to return home of flood affected in Kerala. They return in special train at Howrah and Santragachi,
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X