For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

রণক্ষেত্র আসানসোল: দফায় দফায় চলল গুলি-পড়ল বোমা! পুলিশের 'নজরবন্দি'তে বিধায়কও

দফায় দফায় উত্তপ্ত আসানসোল। শনিবার ভোট শুরু হওয়ার পর থেকে একের পর এক উত্তেজনার খবর সামনে আসে। বিশেষ করে আসানসোল পুরসভা দখলের লড়াইকে কেন্দ্র করে ক্রমশ বাড়তে থাকে উত্তেজনা। যা বেলা বাড়তেই কার্যত রণক্ষেত্রের আকার নেই।

  • |
Google Oneindia Bengali News

দফায় দফায় উত্তপ্ত আসানসোল। শনিবার ভোট শুরু হওয়ার পর থেকে একের পর এক উত্তেজনার খবর সামনে আসে। বিশেষ করে আসানসোল পুরসভা দখলের লড়াইকে কেন্দ্র করে ক্রমশ বাড়তে থাকে উত্তেজনা। যা বেলা বাড়তেই কার্যত রণক্ষেত্রের আকার নেই।

পুলিশের নজরবন্দিতে বিধায়কও

আসানসোল পুরসভার বিভিন্ন ওয়ার্ড থেকে অশান্তির খবর সামনে আসতে থাকে। কোথাও গুলি চলার খবর তো আবার কোথাও মুড়িমুড়কির মতো বোমা পড়ার মতো ঘটনা। আর এরমধ্যেই বিরোধীদের উপর হামলার ঘটনা তো আছেই।

দফায় দফায় চলল গুলি

ভোট শুরু হওয়ার কিছু পড়েই জামুড়িয়াতে গুলি চলে বলে অভিযোগ। এক সিপিএম প্রার্থীকে ভয় দেখানোর জন্যে গুলি চলে বলে অভিযোগ। আর পুরো ঘটনা ফেসবুকে লাইভ করেন ওই সিপিএম প্রার্থীর মেয়ে। এই ঘটনার রেশ কাটতে না কাটতেই ফের একবার গুলি চালানোর ঘটনা। আসানসোলের ধাদকায় বুথের বাইরে গুলি চালানোর অভিযোগ বিজেপির। ৮ রাউন্ড গুলি বুথের বাইরে চালানো হয় বলে অভিযোগ। মুহূর্তে ফাঁকা হয়ে যায় এলাকা। যদিও ঘটনার খবর পেয়েই ঘটনাস্থলে পৌঁছয় বিশাল পুলিশবাহিনী।

বোমাবাজির অভিযোগ

শুধু গুলি নয়, আসানসোলের বিভিন্ন ওয়ার্ডে ব্যাপক ভাবে বোমাবাজির অভিযোগ। আসানসোল পুরসভার ১৫ নম্বর ওয়ার্ড। বুথ দখলে বাধা দেওয়ায় বিজেপি প্রার্থী আদর্শ শর্মার মাথা ফাটিয়ে দেওয়ার অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে। যদিও এই ঘটনায় সাতজনকে গ্রেফতার করা হয়েছে বলে জানা যাচ্ছে। পুলিশের বিরুদ্ধে নিস্ক্রিয়তার অভিযোগ। ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক উত্তেজনা তৈরি হয়েছে আসানসোল পুরসভাতে।

ভোট দিতে পারলেন না অগ্নিমিত্রা পল

ভোট দিতে পারলেন অগ্নিমিত্রা পাল। স্থানীয় বিধায়ক তিনি। গত কয়েকদিন ধরেই আসানসোলে মাটি কামড়ে পড়ে রয়েছেন অগ্নিমিত্রা। আজ সকাল থেকে রীতিমত অগ্নিমিত্রা'র বাড়ি রাজ্য পুলিশের তরফে ঘিরে রাখার অভিযোগ। এমনকি তাঁকে বের হতে দেওয়া হয়নি বলেও অভিযোগ। যদিও নির্বাচন কমিশনের তত্ত্বাবধানে তাঁকে বের হতে দেওয়া হয় বলে জানা যায়। তবে সবথেকে গুরুত্বপূর্ণ হল তালিকায় নাম থাকা স্বত্বেও তাঁকে ভোট দিতে না দেওয়া। বিজেপি বিধায়কের অভিযোগ, অনলাইনে তাঁর নাম রয়েছে। কিন্তু তাঁকে ভোট দিতে দেওয়া হল না। বিষয়টি ইতিমধ্যে কমিশনে জানান হয়েছে।

যদিও মলয় ঘটকের দাবি, অগ্নিমিত্রা আসানসোলের ভোটারই নয়।

আক্রান্ত অন্যান্য বিরোধীরাও

শুধু বিজেপিই নয়, আসানসোলে আক্রান্ত অন্যান্য রাজনৈতিক দলের প্রার্থীরা। বাম প্রার্থীদের উপর হামলার অভিযোগ। একাধিক ওয়ার্ডে বাম প্রার্থীদের উপর হামলা হয়েছে বলে জানা যাচ্ছে। সব মিলিয়ে এদিন সকাল থেকে যেভাবে আসানসোল উত্তপ্ত হল তাতে কার্যত চাপেই শাসকদল। যদিও কোনও ঘটনার সঙ্গে তৃণমূলের কেউ জড়িত নয় বলেই দাবি নেতৃত্বের।

English summary
shoot out and bombing in Asansol during municipal corporation election
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X