For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

পাহাড়ে পালাবদল! হামরো পার্টিকে টেক্কা দিয়ে জিটিএ নির্বাচনে জয়ের পথে বিজিপিএম

পাহাড়ে পালাবদল! হামরো পার্টিকে টেক্কা দিয়ে জিটিএ নির্বাচনে জয়ের পথে বিজিপিএম

Google Oneindia Bengali News

পাহাড়ের নির্বাচনে এবার হামরো পার্টিকে টেক্কা দিয়ে জিটিএম দখলের পথে অনীত থাপার দল ভারতীয় গোর্খা প্রজাতান্ত্রিক মোর্চা। বিমল গুরুংয়ের থেকে জিটিএ ভার আগেই উঠেছিল অনীত থাপার কাঁধে। সেই অনীত থাপা নিজের দল গড়ে এবার জিটিএ-র দখল নিতে চলেছেন। দার্জিলিং পুরসভায় হামরো পার্টির কাছে হারের বদলা নিয়ে বিজিপিএম পালাবদল ঘটাল পাহাড়ে।

অনীত থাপার দলই এবার দখল নিতে চলেছে জিটিএ-র

অনীত থাপার দলই এবার দখল নিতে চলেছে জিটিএ-র

এবার পাহাড়ে অজয় এডওয়ার্ডের হামরো পার্টির সঙ্গে মূল লড়াই ছিল অনীত থাপার ভারতীয় গোর্খা প্রজাতান্ত্রিক মোর্চা বা বিজিপিএমের। এই দুয়ের লড়াইয়ে কাঁটা ছিল ২১০ জন নির্দল প্রার্থী। শেষমেশ আশা-আশঙ্কার অবসান ঘটিয়ে অনীথ থাপার দল এককভাবে সংখ্যা গরিষ্ঠতা পাওয়ার দোরগোড়ায় পৌঁছে গিয়েছে। অনীত থাপার দলই এবার দখল নিতে চলেছে জিটিএ-র।

পাহাড়ে জিটিএ নির্বাচনে কার দখলে কটি আসন

পাহাড়ে জিটিএ নির্বাচনে কার দখলে কটি আসন

পাহাড়ে জিটিএ নির্বাচন মোট ৪৫টি আসনে। অর্থার ২৩টি আসন পেতে হবে সংখ্যাগরিষ্ঠতা অর্জনে। সেই লড়াইয়ে ইতিমধ্যেই ২০টি আসনে জয়যুক্ত হয়েছেন অনীত থাপার দলের প্রার্থীরা। অনীত থাপা নিজে দুটি আসনে জয় পেয়েছেন। আর তাঁর মূল প্রতিদ্বন্দ্বী হামরো পার্টি পেয়েছে এখন পর্যন্ত ৮টি আসন। ৩৮টি আসনের ফল সামনে এসেছে।

পাহাড়ে জিটিএ-তে খাতা খুলল তৃণমূল কংগ্রেস

পাহাড়ে জিটিএ-তে খাতা খুলল তৃণমূল কংগ্রেস

এবারই প্রথম জিটিএ-তে খাতা খুলল তৃণমূল কংগ্রেস। জিটিএ নির্বাচনে বিনয় তামাংয়ের হাত ধরে তৃণমূল পাঁচটি আসন জিতেছে। এর আগে মিরিক পুরসভা জিতেছিল তৃণমূল। দার্জিলিং পুরসভাতেও জয়ী হয়েছিল তৃণমূল। কিন্তু জিটিএ নির্বাচনে তাঁরা জয় পায়নি। এবার ১০টি আসনে লড়ে পাঁচটি আসন তারা নিজেদের দখলে রাখতে সক্ষম হয়েছে।

২১০ নির্দল প্রার্থীর মধ্যে ৫ জনের জয়

২১০ নির্দল প্রার্থীর মধ্যে ৫ জনের জয়

এবার জিটিএ লড়াইয়ে তাৎপর্যপূর্ণ পাহাড়ে ২১০ জন নির্দল প্রার্থী লড়েছেন। তা সমীকরণ ঘেঁটে দেওয়ার পক্ষে যথেষ্ট ছিল। এবারের জিটিএ নির্বাচনে বিমল গুরুংয়ের গোর্খা জনমুক্তি মোর্চা, রাজ্যের বিরোধী দল বিজেপি, বিজেপির জোটসঙ্গী জিএনএলএফ না থাকলেও ছিলেন ২১০ জন নির্দল প্রার্থী। প্রতিদ্বন্দ্বিতা না করেও গুরুংরা জিটিএ নির্বাচনে মেঘের আড়ালে লড়াই করেছেন। তাই ৫ নির্দল প্রার্থীও এবার জয়যুক্ত হয়েছেন।

অনীত থাপার দল কি সংখ্যাগরিষ্ঠতা পাবে?

অনীত থাপার দল কি সংখ্যাগরিষ্ঠতা পাবে?

এখনও সাতটি আসনের ফল প্রকাশ হতে বাকি। এখন দেখার এই আসনগুলি কার দখলে যায়। বিজিপিএম সংখ্যাগরিষ্ঠতা পায় কি না। তারা সংখ্যাগরিষ্ঠতা থেকে তিনটি আসন কম রয়েছে। তবে অনীত থাপার দল একক সংখ্যাগরিষ্ঠতা না পেলেও বোর্ড গড়া তাঁদের আটকাবে না। কারণ তৃণমূলের সঙ্গে অনীত থাপার সুসম্পর্ক। ইতিমধ্যেই তৃণমূল ৫টি আসনে জিতেছে। জিতেছেন বিনয় তামাং। আবার হামরো পার্টির সুপ্রিমো অজয় এডওয়ার্ড নিজেও জয় পান। উল্লেখ্য, দার্জিলিং পুরভোটে তাঁর হামরো পার্টি জিতলেও তিনি নিজে হেরে গিয়েছিলেন।

ছবি সৌজন্য: টুইটার

পাহাড়ে খাতা খুলল তৃণমূল, জিটিএ নির্বাচনে উল্লেখযোগ্য জয় প্রাক্তন গুরুং-সঙ্গী বিনয় তামাংয়ের পাহাড়ে খাতা খুলল তৃণমূল, জিটিএ নির্বাচনে উল্লেখযোগ্য জয় প্রাক্তন গুরুং-সঙ্গী বিনয় তামাংয়ের

English summary
Anit Thapa’s BGPM is ahead in GTA election of hill from Ajoy Edward’s Hamro Party
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X