For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

পাহাড়ে ফের দেখা যাবে বিনয়-অনীতের জুটি! মমতার সমর্থন ভাবনায় জল্পনা তুঙ্গে

গোর্খা জনমুক্তি প্রধান বিমল গুরুং যখন অশান্ত পাহাড় ছেড়ে অন্তরালে চলে গিয়েছিলেন, তখন বিনয়-অনীত জুটিকে নিয়ে শান্তি ফিরিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। বিনয় তামাং পন্থী গোর্খা জনমুক্তি মোর্চায় অনীত থাপা ছিলেন তাঁর ডান হাত।

Google Oneindia Bengali News

গোর্খা জনমুক্তি প্রধান বিমল গুরুং যখন অশান্ত পাহাড় ছেড়ে অন্তরালে চলে গিয়েছিলেন, তখন বিনয়-অনীত জুটিকে নিয়ে শান্তি ফিরিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। বিনয় তামাং পন্থী গোর্খা জনমুক্তি মোর্চায় অনীত থাপা ছিলেন তাঁর ডান হাত। জিটিএ-র কাজকর্মের দায়িত্বে ছিলেন অনীত। এখন রাজনৈতিক সমীকরণ বদলের পর ফের কি তাঁদের পুরনো জুটিকে দেখা যাবে পাহাড়ে?

পাহাড়ে ফের দেখা যাবে বিনয়-অনীতের জুটি! মমতার সমর্থনs ভাবনা

পাহাড়ে শান্তি স্থাপনের পর রাজনৈতিক সমীকরণ বদলে গিয়েছে। বিশেষ করে একুশের নির্বাচনের পর পাহাড়ে নতুন দুটি দলের আবির্ভাব ঘটেছে। গোর্খা জনমুক্তি মোর্চা ছেড়ে অনীত থাপা নতুন দল গড়েছেন। তাঁর প্রতিষ্ঠিত দল বিজিপিএম অর্থাৎ ভারতীয় গোর্খা প্রজাতান্ত্রিক মোর্চা এবার জিটিএ নির্বাচনে একক সংখ্যাগরিষ্ঠতা লাভ করেছে।

আর তাঁর সঙ্গী বিনয় তামাংও বিমল গুরুংয়ের গোর্খা জনমুক্তি মোর্চা ছেড়ে তৃণমূল কংগ্রেসে যোগ দিয়েছেন। তিনিও এবার তৃণমূলের টিকিটে জয়ী হয়েছেন জিটিএ নির্বাচনে। এরই মধ্যে পাহাড়ে বিমল গুরুং জমানার অবসান হয়েছে। কেননা পাহাড়ে সমর্তন হারিয়েছেন তিনি। অন্তত বিগত এক বছরের জোড়া নির্বাচনে তার প্রমাণ মিলেছে। একইসঙ্গে পাহাড়ে জন্ম হয়েছে আর এক পার্টির। অজয় এডওয়ার্ডের হামরো পার্টি চার মাসের মধ্যে দার্জিলিং পুরসভা জিতে চমকে দিয়েছে। তবে জিটিএ নির্বাচনে তাদের হারেত হয়েছে অনীত থাপার দলের কাছে।

এই অবস্থায় জিটিএতে বিজিপিএম প্রধান অনীত থাপাকে বাইরে থেকে সমর্থন করতে পারে তৃণমূল। আপাতত তেমনই আভাস মিলেছে। এমনকী অনীতের শপথে উপস্থিতও থাকতে পারেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ১২ জুলাই অর্থাৎ মঙ্গলবার জিটিএর এক্সিকিউটিভ চেয়ারম্যান পদে শপথ নেবেন অনীত থাপা। ওইদিনই বিজিপিএমের বিজয়ী সদস্যরা শপথ নেবেন। সেই শপথগ্রহণ অনুষ্ঠানে উপস্থিত থেকে তৃণমূল সুপ্রিমো পাশে থাকার বার্তা দেবেন।

কিন্তু অনীত থাপার নেতৃত্বাধীন জিটিএ বোর্ডে কি তৃণমূলের বিনয় তামাং কি স্থান পাবেন? অনীত থাপা নিজে নবান্নে এসে মুখ্যমন্ত্রী মমতা বন্যোজিপাধ্যায়ের সঙ্গে সাক্ষাৎ করার পর থেকেই জল্পনা শুরু হয়েছে। পাহাড় রাজনীতিতে ফের পুরনো জুটিকে দেখা যেতে পারে। এখন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তাঁর শপথে উপস্থিত থাকতে পারেন, এই সম্ভাবনার পর ফের বিনয় তামাংকে নিয়ে জল্পনা শুরু হয়েছে।

তৃণমূল যে পাহাড়ে জিটিএ-তে অনীত থাপার দল বিজিপিএম বা ভারতীয় গোর্খা প্রজাতান্ত্রিক মোর্চাকে সমর্থন দেবে তা একপ্রকার নিশ্চিত। যদিও বিজিপিএমের সংখ্যার বিচারে কারও সমর্থনের প্রশ্ন নেই। তবু রাজ্যের শাসক দল অনীত থাপাদের বাইরে থেকে সমর্থন করবে। এখন দেখার প্রাক্তন সতীর্থ বর্তমানে তৃণমূলের নেতা বিনয় তামাং অনীত থাপার নেতৃত্বীধীন জিটিএ বোর্ডে থাকেন কি না বা কোনও গুরুত্বপূর্ণ পদে আসীন হন কি না।

English summary
Binoy Tamang is in speculation about joining with Anit Thapa’s GTA Board in hill.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X