For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

পাহাড়ে বদল আসন্ন! আকস্মিক উত্থানের মতোই সাত তাড়াতাড়ি পতনের মুখে হামরো পার্টি

পাহাড়ে বদল আসন্ন! আকস্মিক উত্থানের মতোই সাত তাড়াতাড়ি পতনের মুখে হামরো পার্টি

  • |
Google Oneindia Bengali News

পাহাড়ে ক্ষমতা বদল আসন্ন। বুধবারই অনাস্থা ভোটের বিজ্ঞপ্তি জারি করেছে মহকুমা প্রশাসন। ফলে বছর শেষেই বদলে যেতে চলেছে পাহাড়ে রং। যেমন আকস্মিক উত্থান হয়েছিল, তেমনভাবেই সাত তাড়াতাড়ি পতনের মুখে পড়তে চলেছে অজয় এডওয়ার্ডের হামরো পার্টি। দার্জিলিং পুরসভাতেও অনীত থাপার পাল্লাভারী।

অনাস্থা আনতে বিজ্ঞপ্তি জারি

অনাস্থা আনতে বিজ্ঞপ্তি জারি

পাহাড়ের রাজনৈতিক পরিস্থিতি অতি দ্রুত বদলাতে শুরু করেছে। দার্জিলিং পুরসভার চেয়ারম্যানের বিরুদ্ধে অনাস্থা আনতে বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। সোমবার কলকাতা হাইকোর্টের সার্কিট বেঞ্চ হামরো পার্টির আবেদনের ভিত্তিতে অনাস্থা প্রক্রিয়ার উপর কোনও স্থগিতাদেশ না দেওয়ার পরই বোঝা গিয়েছিল পতন আসন্ন।

প্রজাতান্ত্রিক মোর্চা নাকি হামরো পার্টি?

প্রজাতান্ত্রিক মোর্চা নাকি হামরো পার্টি?

কলকাতা হাইকোর্টে স্থগিতাদেশ মেলেনি। তারপর কালবিলম্ব না করে দার্জিলিং পুরসভার চেয়ারম্যানের বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব আনে মহকুমা প্রশাসন। এখন দেখার বুধবার আস্থা ভোটের রায় কার দিকে যায়। তৃণমূলের সমর্থনে অনীত থাপার ভারতীয় গোর্খা প্রজাতান্ত্রিক মোর্চা নাকি হামরো পার্টি- কার হাতে রাশ ওঠে দার্জিলং পুরসভার।

হামরো পার্টিতে ভাঙন, যোগ বিজিপিএমে

হামরো পার্টিতে ভাঙন, যোগ বিজিপিএমে

জিটিএ নির্বাচনে অনীত থাপার দল বিজয়ী হওয়ার পর থেকেই পাহাড়ে রাজনীতি মোড় নিতে শুরু করে। দার্জিলিং পুরসভার শাসক দল হামরো পার্টিতে ভাঙন ধরে। একাধিক কাউন্সিলর হামরো পার্টি ছেড়ে ভারতীয় গোর্খা প্রজাতান্ত্রিক মোর্চা বা বিজিপিএমে যোগ দিয়েছেন। তারপর থেকেই জল্পনা বাড়তে থাকে পালাবদলের।

পাহাড়ে আস্থা ভোটে পালাবদল আসন্ন

পাহাড়ে আস্থা ভোটে পালাবদল আসন্ন

তারপর সোমবার কলকাতা হাইকোর্টে হামরো পার্টি ধাক্কা খাওয়ার পর পালাবদল অনেকটাই নিশ্চিত হয়ে যায়। অনাস্থা আনতে কোনও বাধা নেই- আদালতের এই রায় আসার পর মহকুমা প্রশাসন্ অনা্স্থা প্রস্তাব আনে। তারপরই কনকনে ঠান্ডার পাহাড়ে আস্থা ভোট নিয়ে উত্তেজনার পারদ চড়েছে।

হামরো পার্টি কার্যত সংখ্যালঘু দার্জিলিংয়ে

হামরো পার্টি কার্যত সংখ্যালঘু দার্জিলিংয়ে

অজয় এডওয়ার্ড নতুন দল তৈরির তিনমাসের মধ্যে একক সংখ্যাগরিষ্ঠতা নিয়ে দার্জিলিং পুরসভার ক্ষমতা দখল করেছিলেন। এবছরই ৩২ আসনের দার্জিলিং পুরসভায় ১৮টি আসনে জয়লাভ করে হামরো পার্টি। ৯ মাসের মধ্যেই হামরো পার্টির ৬ জন কাউন্সিলর যোগ দেন বিজিপিএমে। ফলে হামরো পার্টি কার্যত সংখ্যালঘু হয়ে পড়ে।

প্রজাতান্ত্রিক মোর্চার ৬ কাউন্সিলরের নোটিশ

প্রজাতান্ত্রিক মোর্চার ৬ কাউন্সিলরের নোটিশ

২৪ নভেম্বর চেয়ারম্যানের পদত্যাগ চেয়ে নোটিশ দেন ভারতীয় গোর্খা প্রজাতান্ত্রিক মোর্চার ৬ কাউন্সিলর। অনাস্থা আটকাতে হামরো পার্টির সুপ্রিমো অজয় এডওয়ার্ড হাইকোর্টের সার্কিট বেঞ্চের শরণাপন্ন হন। কিন্তু বুধবারের অনাস্থা আটকাতে ব্যর্থ হন তিনি। অনাস্থার উপর কোনও স্থগিতাদশ দেয়নি হাইকোর্ট।

২০২২-এর দার্জিলিং পুরসভা নির্বাচনে ফল

২০২২-এর দার্জিলিং পুরসভা নির্বাচনে ফল

২০২২-এর দার্জিলিং পুরসভা নির্বাচনে হামরো পার্টি জিতেছিল ১৮টি আসনে। ভারতীয় গোর্খা প্রজাতান্ত্রিক মোর্চা জিতেছিল ৯টিতে। বিমল গুরুংয়ের গোর্খা জনমুক্তি জয় পায় তিনটি আসনে। দুটি আসনে জয়ী হয় তৃণমূল কংগ্রেস। জিটিএ নির্বাচনে প্রার্থী হওয়ায় প্রজাতান্ত্রিক মোর্চার কাউন্সিলর অমর লামা পদত্যাগ করেন। তারপর দ্রুত বদলাতে থাকে ছবি।

তৃণমূল-বিজিপিএমের হাতে ক্ষমতা হস্তান্তরের অপেক্ষা

তৃণমূল-বিজিপিএমের হাতে ক্ষমতা হস্তান্তরের অপেক্ষা

জিটিএ নির্বাচনের পরই হামরো পার্টি ছেড়ে অনীত থাপার প্রজাতান্ত্রিক মোর্চায় যোগ দেন ৬ জন। ফলে অনীত থাপার দলের কাউন্সিলর সংখ্যা দাঁড়ায় ১৪। ১ জন কমে ৮ হয়েছিল। তার সঙ্গে ৬ যোগ হয়ে ১৪। সঙ্গে রয়েছে তৃণমূলের ২। ম্যাজিক ফিগারও কমে হয়েছে ১৬। কারণ এক জন কাউন্সিলরের পদ ফাঁকা রয়েছে। ফলে তৃণমূল-বিজিপিএমের হাতে ক্ষমতা হস্তান্তর হওয়া সময়ের অপেক্ষা বলে মনে করছে রাজনৈতিক মহল।

পঞ্চায়েত ভোটের আগে সংগঠনে নজর, কোন কোন জেলাকে বেশি গুরুত্ব মমতা-অভিষেকেরপঞ্চায়েত ভোটের আগে সংগঠনে নজর, কোন কোন জেলাকে বেশি গুরুত্ব মমতা-অভিষেকের

English summary
BGPM versus Hamro party again will fight in trust vote in Darjeeling on Wednesday
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X