For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

জঙ্গি সংগঠনের সঙ্গে যোগের কথা মেনে নিল আইএসআই

জঙ্গি যোগের কথা স্বীকার করে নিল পাকিস্তানের গোয়েন্দা সংস্থা আইএসআই, যোগ থাকা আর প্রশ্রয় দেওয়া এক নয়, দাবি আইএসআই-এর

  • By Soumik Bose
  • |
Google Oneindia Bengali News

জঙ্গি যোগের কথা স্বীকার করে নিল পাকিস্তানের গোয়েন্দা সংস্থা আইএসআই। আইএসআই-এর ডিরেক্টর জেনারেল জেনারেল আসিফ গফুরের দাবি, যোগ থাকা আর প্রশ্রয় দেওয়া এক নয়। জঙ্গি সংগঠনের সঙ্গে যোগ থাকাকে ইতিবাচক হিসেবেও দেখা যেতে পারে বলে দাবি করেছেন তিনি।

জঙ্গি সংগঠনের সঙ্গে যোগের কথা মেনে নিল আইএসআই

চলতি সপ্তাহেই মার্কিন প্রতিরক্ষা সচিব জেমস মাটিস অভিযোগ করেছিলেন, পাক গোয়েন্দা সংস্থা আইএসআই-র সঙ্গে জঙ্গি সংগঠনের যোগ রয়েছে, এবং তারা নিজস্ব বিদেশ নীতি চালাচ্ছে। এই প্রসঙ্গে আইএসআই ডিরেক্টর জেনারেল বলেন, জেমস মাটিস একবারও বলেননি যে আইএসআই জঙ্গিদের প্রশ্রয় দিচ্ছে। তাঁর দাবি, এমন কোনও গোয়েন্দা সংস্থা নেই যাদের জঙ্গিদের সঙ্গে যোগ নেই। জঙ্গি সংগঠনের সঙ্গে যোগ থাকা মানেই যে জঙ্গিদের প্রশ্রয় দেওয়া তা নয়।

এদিন পাকিস্তানের নিষিদ্ধ জামাত-উদ-দাওয়ার রাজনৈতিক সংগঠন মিলি মুসলিম লিগে নির্বাচনে লড়ায় কোনও বাধা নেই বলে জানিয়েছেন তিনি। তবে এই মিলি মুসলিম লিগকেই মাস কয়েক আগে উপনির্বাচনে প্রতিদ্বন্দিতা করার ওপর নিষেধাজ্ঞা জারি করেছিল সেদেশের নির্বাচন কমিশন। মিলি মুসলিম লিগকে রাজনৈতিক দলের স্বীকৃতি দিতে অস্বীকার করেছিল নির্বাচন কমিশন।

বৃহস্পতিবার একটি সাংবাদিক বৈঠকে ভারতকেও আক্রমণ করেছেন জেনারেল আসিফ গফুর। তাঁর অভিযোগ, ভারত অস্ত্রবিরতির লঙ্ঘন করায় গত এক বছরে ২২২ জন পাকিস্তানীর মৃত্যু হয়েছে। ভারতকে উপযুক্ত জবাবও দেওয়া হয়েছে বলে দাবি করেছেন আইএসআই-এর ডিরেক্টর জেনারেল।

English summary
ISI Director General admits having links with terror organizations, links can be positive too, says director general
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X