For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

মোহালি বিস্ফোরণের মূলচক্রীর রয়েছে আইএসআই লিঙ্ক, দাবি পাঞ্জাব পুলিশের

মোহালি বিস্ফোরণের মূলচক্রীর রয়েছে আইএসআই লিঙ্ক, দাবি পাঞ্জাব পুলিশের

  • |
Google Oneindia Bengali News

শুক্রবার পাঞ্জাব পুলিশ দাবি করেছে যে তারা মোহালি গ্রেনেড হামলার মামলাটি তদন্তে বড় সাফল্য পেয়েছে৷ এদিন সংবাদমাধ্যমের সঙ্গে কথা বলার সময় পাঞ্জাব পুলিশের ডিজিবি বলেছেন যে মোহালি বিস্ফোরণ মামলার মূল ষড়যন্ত্রকারী হলেন লক্ষবীর সিং লান্ডা। অভিযুক্ত লান্ডা তারান তারানের বাসিন্দা তবে ২০১৭ সালে কানাডায় গিয়েছিল সে৷ ডিজিবি আরও যোগ করেছেন যে লান্ডা হরিন্দর সিং রিন্দার ঘনিষ্ঠ সহযোগী। এই হরিন্দর সিং আবার ওয়াধাওয়া সিংয়ের ঘনিষ্ঠ এবং আইএসআইয়ের হয়ে কাজ করে।

পাকিস্তান থেকেই জঙ্গি কার্যকলাপ চালায় রিন্দা!

পাকিস্তান থেকেই জঙ্গি কার্যকলাপ চালায় রিন্দা!

পাঞ্জাব পুলিশের পক্ষ থেকে আরও বলা হয়েছে, যে রিন্দা পাকিস্তান থেকেই কাজ করে। মোহালি হামলায় ব্যবহৃত আরপিজি হয় রাশিয়া ও বুলগেরিয়াতে তৈরি হয়। এবং পাকিস্তান থেকে ভারতে আনার খুব বেশি সম্ভাবনা রয়েছে। আমরা দেখতে পাচ্ছি যে বিকেআই (বাব্বর খালসা ইন্টারন্যাশনাল) এবং পাক আইএসআই-এর মদতপুষ্ট একটি জঙ্গিরা মিলে এই হামলার ছক কষেছিল! লান্ডার অন্যতম প্রধান সহযোগী হল নিশান সিং, সেও তরন তারানের বাসিন্দা এবং কয়েকদিন আগে ফরিদকোট পুলিশ তাকে গ্রেপ্তার করেছিল৷

নিশান সিং-কে নিয়ে কি বলছে পাঞ্জাব পুলিশ?

নিশান সিং-কে নিয়ে কি বলছে পাঞ্জাব পুলিশ?

পাঞ্জাব পুলিশ আরও জানিয়েছে যে নিশান সিং এই হামলায় দুই অভিযুক্তকে তার বাড়িতে রেখেছিল এবং অন্যান্য সাপোর্ট দিয়েছিল। নিশানই জঙ্গিদের কাছে আরপিজি হস্তান্তর করেছে বলেও দাবি করেছে পুলিশ! এই মামলা ছাড়াও প্রায় ডজনখানেক মামলায় জড়িত রয়েছে নিশান৷ সোমবার সন্ধ্যায় মোহালিতে পাঞ্জাব পুলিশের গোয়েন্দা সদর দফতরে রকেট চালিত গ্রেনেডে হামলা কর হয়৷ বৃহস্পতিবার যার একটি সিসিটিভি ফুটেজ সামনে এসেছে। রাস্তার জুড়ে লাগানো একটি সিসিটিভি ক্যামেরায় ফুটেজ রেকর্ড করা হয়েছে। ফুটেজে প্রথমে গোয়েন্দা দফতরের কাছে স্বাভাবিক যান চলাচল দেখা গিয়েছে। তারপর ভিডিওতে হঠাৎ আলোর ঝলকানি দেখা যায় যা রকেট থেকে ছোঁড়া ড্রোনে তৈরি হয়েছিল৷ এই বিস্ফোরণের প্রভাব এত বেশি ছিল যে অতিরিক্ত আলোয় ক্যামেরাটি কয়েক সেকেন্ডের জন্য নিষ্ক্রিয় হয়ে পড়ে।

মোহালি বিস্ফোরণ নিয়ে কী বলছে শাসক দল?

মোহালি বিস্ফোরণ নিয়ে কী বলছে শাসক দল?

প্রসঙ্গত, মোহালির বিস্ফোরণ নিয়ে ইতিমধ্যই কড়া বার্তা দিয়েছেন পাঞ্জাবের মুখ্যমন্ত্রী। টুইটারে তিনি লিখেছেন, 'মোহালিতে বিস্ফোরণের তদন্ত করছে পাঞ্জাব পুলিশ। যারা পাঞ্জাবের শান্তিপূর্ণ পরিবেশ নষ্ট করার চেষ্টা করবে তাদের কোনওভাবেই ছাড় দেওয়া হবে না৷' আম আদমি পার্টির প্রধান মুখপাত্র মালবিন্দর সিং কাং-এর গলাতেও একই রকম সুর শোনা গিয়েছে, তিনি বলেছেন, 'অপরাধীরা কোনভাবেই ছাড় পাবে না! মোহালিতে বিস্ফোরণটি দুর্ভাগ্যজনক। তবে পরিস্থিতি প্রশাসনের নিয়ন্ত্রণে রয়েছে। পুরো বিষয়টির তদন্ত শুরু হয়েছে। অপরাধীরা কোনও ভাবেই ছাড় পাবে না। রাজ্যের শান্তি ও সম্প্রীতিতে কাউকে আঘাত করতে দেওয়া হবে না!'

ডি কোম্পানির বিরুদ্ধে মামলা, NIA-হাতে গ্রেফতার হওয়া আরিফ শেখের পরিচয় একনজরে ডি কোম্পানির বিরুদ্ধে মামলা, NIA-হাতে গ্রেফতার হওয়া আরিফ শেখের পরিচয় একনজরে

English summary
Punjab police claims ISI link in Mohali blast
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X