For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

আইএসআই এর ছক বানচাল, গ্রেপ্তার চার সন্ত্রাসবাদী

Array

Google Oneindia Bengali News

৭৫ তম স্বাধীনতা দিবসের আগে দিল্লি পুলিশের সহায়তায় পাঞ্জাবে পাকিস্তান ভিত্তিক আইএসআই-সমর্থিত সন্ত্রাসবাদী কাজকর্মের ছক ধ্বংস করা হল। এমনটাই জানিয়েছে পাঞ্জাব পুলিশ। খবরে বলা হয়েছে, কানাডা-ভিত্তিক আরশ ডাল্লা এবং অস্ট্রেলিয়া-ভিত্তিক গুরজন্ত সিং-এর সঙ্গে যুক্ত চার সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে।

কী কী মিলেছে?

কী কী মিলেছে?

প্রতিবেদনে বলা হয়েছে যে সন্ত্রাসবাদীদের কাছ থেকে ৩টি হাতবোমা (পি-৮৬), ১টি আইইডি এবং দুটি ৯ এমএম পিস্তল এবং ৪০টি জীবন্ত কার্তুজ উদ্ধার করা হয়েছে।

কী বলছে পুলিশ ?

কী বলছে পুলিশ ?


সংবাদ মাধ্যমকে পাঞ্জাবের ডিজিপি গৌরব যাদব বলেছেন যে, "স্বাধীনতা দিবসের প্রাক্কালে, পাঞ্জাব পুলিশ সন্ত্রাসবাদের বিরুদ্ধে বড় সাফল্য অর্জন করেছে। দিল্লি পুলিশের সহায়তায় আইএসআই-সমর্থিত সন্ত্রাসবাদী কার্যকলাপের সঙ্গে জড়িত চারজনকে দিল্লিতে গ্রেপ্তার করা হয়েছে।"

কী বলা হয়েছে ?

কী বলা হয়েছে ?


গৌরব যাদব বলেছেন, "১.৬ কেজি আরডিএক্স দিয়ে তৈরি একটি ২.৫ কেজি চৌম্বকীয় আইইডি, ৩টি হ্যান্ড গ্রেনেড, ২টি পিস্তল উদ্ধার করা হয়েছে। একজন কানাডা-ভিত্তিক ব্যক্তি এবং অন্য একজন অস্ট্রেলিয়ান এই মডিউলটির মূলে ছিলেন। আরও জিজ্ঞাসাবাদ চলছে।"

অসম রাইফেলসের হাতে গ্রেফতার

অসম রাইফেলসের হাতে গ্রেফতার


শনিবার সকালে অসম রাইফেলস স্বাধীনতা দিবস উদযাপনের সময় নিরাপত্তা বাহিনীকে বিস্ফোরক দিয়ে লক্ষ্যবস্তু করার ষড়যন্ত্রের বিষয়ে ইনপুট পায়। থাউবাল জেলার পুলিশ সুপার এইচ যোগেশচন্দ্র এক সংবাদ সম্মেলনে এমনটাই বলেছেন। তিনি বলেছিলেন, "থাউবাল জেলা পুলিশ এবং ১৬ অসম রাইফেলসের একটি যৌথ দল ইয়াইরিপোক বাজারে ছুটে যায়, এলাকাটি ঘেরাও করে এবং অনুসন্ধান অভিযান শুরু করে," । তিনি বলেছিলেন, "ইম্ফল পূর্ব, ইম্ফল পশ্চিম, কাকচিং এবং থৌবাল জেলার একাধিক জায়গায় একই ধরনের অভিযান চালানো হয়েছিল," ।

নিরাপত্তা বাহিনী সাত জঙ্গিকে গ্রেপ্তার করেছে এবং অস্ত্র ও বিস্ফোরক সহ একজন নাবালককে আটক করেছে বলে জানিয়েছে অফিসার। তিনি বলেছেন, "তদন্তের পরে, এটি প্রকাশ করা হয়েছে যে তারা উপত্যকার জেলাগুলিতে অ-স্থানীয়দের লক্ষ্যবস্তু করছে এবং জুন এবং জুলাইয়ে যথাক্রমে কাকচিং এবং আন্দ্রো হুইকাপে দুজন অ-স্থানীয়কে হত্যার সাথে জড়িত ছিল।" ।

যোগেশচন্দ্র বলেন, ম্যাগাজিনসহ একটি ৯ এমএম পিস্তল, ম্যাগাজিনসহ একটি বেরেটা পিস্তল, ৩৫টি লাইভ ৯ এমএম রাউন্ড এবং দুটি হ্যান্ড গ্রেনেড বাজেয়াপ্ত করা হয়েছে। স্বাধীনতা দিবস উদযাপনের আগে রাজ্যের বিভিন্ন অংশে অভিযান অব্যাহত রয়েছে, পুলিশ জানিয়েছে, নিরাপত্তা জোরদার করা হয়েছে।এদিকে লালকেল্লা থেকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী জাতির উদ্দেশে ভাষণ দেবেন স্বাধীনতা দিবস উপলক্ষ্যে। তার আগেই ঘটল এই দুই ঘটনা।

English summary
militants connected with ISI arrested by punjab police
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X