For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

অমরিন্দর সিং মহিলা আইএসআই চর-এর খপ্পরে! 'র'-কে দিয়ে তদন্তের দাবিতে বিজেপির ওপরে চাপ কংগ্রেসের

কংগ্রেস (Congress) ছাড়তেই পঞ্জাবের (Punjab) প্রাক্তন মুখ্যমন্ত্রী অমরিন্দর সিং (Amarinder Singh)-এর বিরুদ্ধে আইএসআই-এর ফাঁদে পড়ার অভিযোগ। পঞ্জাবে কংগ্রেসের উপ মুখ্যমন্ত্রী সুখজিন্দর সিং রণধাওয়া দাবি করেছেন, অমরিন্দ

  • |
Google Oneindia Bengali News

কংগ্রেস (Congress) ছাড়তেই পঞ্জাবের (Punjab) প্রাক্তন মুখ্যমন্ত্রী অমরিন্দর সিং (Amarinder Singh)-এর বিরুদ্ধে আইএসআই-এর ফাঁদে পড়ার অভিযোগ। পঞ্জাবে কংগ্রেসের উপ মুখ্যমন্ত্রী সুখজিন্দর সিং রণধাওয়া দাবি করেছেন, অমরিন্দর সিং-এর সঙ্গে সম্পর্ক রাখা পাকিস্তানের সাংবাদিক আরুসা আলমকে (Aroosa Alam) নিয়ে তদন্ত করা উচিত দেশের গোয়েন্দা সংস্থা 'র (RAW)-এর। পাকিস্তানের সাংবাদিক আরসুরা আলমের সঙ্গে প্রাক্তন মুখ্যমন্ত্রী অমরিন্দর সিং-এর সম্পর্ক নিয়ে প্রশ্ন তোলার পরেও কোনও পাত্তা না পেয়ে এবার 'র-এর তদন্তের দাবি করলেন উপমুখ্যমন্ত্রী।

আইএসআই এজেন্টের সঙ্গে যোগাযোগ

আইএসআই এজেন্টের সঙ্গে যোগাযোগ

পঞ্জাবের প্রাক্তন মুখ্যমন্ত্রী অমরিন্দর সিং-এর সঙ্গে মহিলা আইএসআই এজেন্টের যোগাযোগের অভিযোগ নিয়ে সরব কংগ্রেস। দিল্লিতে পঞ্জাবের উপ মুখ্যমন্ত্রী সুখজিন্দর সিং রণধাওয়ার অভিযোগ, এব্যাপারে এখনও কোনও তদন্ত হয়নি। ভুল পথে এই যোগাযোগ বলে অভিযোগ করে তিনি বলেছিলেন, ভয়ের কারণেই এব্যাপারে তদন্ত করাননি অমরিন্দর সিং। তিনি আরও বলেন, এব্যাপারে সাম্প্রতিক সময়ে তিনি অমরিন্দর সিং-এর সঙ্গে আইএসআই-এর এজেন্টের যোগ নিয়ে প্রশ্ন করেছিলেন, নির্দিষ্টভাবে নাম নিয়ে। সেই সময় তাঁকে বলা হয়েছিল যদি সেখানে সেরকম কিছু থাকে, তাহলে তা দেখা হবে।

কেন ভীত অমরিন্দর

কেন ভীত অমরিন্দর

পঞ্জাবের বর্তমান উপ মুখ্যমন্ত্রী প্রশ্ন, এব্যাপারে কেন ভীত প্রাক্তন মুখ্যমন্ত্রী ক্যাপ্টেন অমরিন্দর সিং। তিনি মুখ্যমন্ত্রী ছিলেন। বিদেশিদের সঙ্গে এই ধরনের কোনও অভিযোগের ক্ষেত্রে তদন্ত করে থাকে 'র', রাজ্য সরকার নয়। দিল্লিতে দলীয় নেতৃত্বের সঙ্গে দেখা করার পরে উপমুখ্যমন্ত্রী রণধাওয়া বলেন, এখন অমরিন্দর সিং বলছেন, আইএসআই-এর কথা। এবার রাজ্য সরকার ওই মহিলার সঙ্গে আইএসআই-এর সম্পর্ক খতিয়ে দেখবে। গত প্রায় সাড়ে চার বছর ধরে ক্যাপ্টেন পাকিস্তানের থেকে আসা ড্রোন নিয়ে অভিযোগ তুলে গিয়েছেন বলেও মন্তব্য করেছেন উপমুখ্যমন্ত্রী। ক্যাপ্টেন এই ইস্যু তোলার পরেই পঞ্জাবে বিএসএফ মোতায়ন করা হয়। পঞ্জাব সরকারের তরফে ডিজিপিকে বলা হবে এব্যাপারে তদন্ত করতে, বলেছেন তিনি।

অমবিন্দর সিং-এর সাফাই

অমবিন্দর সিং-এর সাফাই

শুক্রবার নিজের বিরুদ্ধে ওঠা অভিযোগ সম্পর্কে সাফাই দিতে গিয়ে অমরিন্দর সিং বলেছিলেন, পাকিস্তানের সাংবাদিক আরুসা আলম গত ১৬ বছর ধরে এই দেশে আসছেন। কেন্দ্রের কাথ থেকে অনুমতি নিয়েই আসছিলেন তিনি। এর আগে রণধাওয়া যখন পঞ্জাবের মন্ত্রী ছিলেন, তখন, পাকিস্তানের সাংবাদিক আরুসা আলমকে নিয়ে কোনও প্রশ্নই তোলেননি, তবে কেন এখন এই প্রশ্ন তুলছেন, পাল্টা আক্রমণ শানিয়েছিলেন অমরিন্দর সিং।

জবাবে সনিয়ার সঙ্গে ছবি পোস্ট

জবাবে সনিয়ার সঙ্গে ছবি পোস্ট

আরুসা আলমের সঙ্গে সম্পর্ক নিয়ে রণধাওয়া এবং ক্যাপ্টেনের মধ্যে টুইট যুদ্ধ জারি রয়েছে। এরই মধ্যে ক্যাপ্টেনের মিডিয়া অ্যাডভাইসর রবীন ঠুকরাল আরুসা আলমের সঙ্গে কংগ্রেস সভানেত্রী সনিয়া গান্ধীর হাত মেলানোর ছবি পোস্ট করে জবাব দেওয়ার চেষ্টা করেছেন।

কে এই আরুসা আলম

কে এই আরুসা আলম

আরুসা আলমের সঙ্গে ক্যাপ্টেন আমরিন্দর সিং-এর সম্পর্ক এই শতাব্দীর শুরুর দিক থেকে, যে সময় অমরিন্দর সিং পাকিস্তানে গিয়েছিলেন, সেই সময় থেকে। প্রাক্তন সাংবাদিক আরুসা আকলিন আখতারের কন্যা। যিনি পাকিস্তানের প্রাক্তন প্রেসিডেন্ট জেনারেল ইয়াইয়া খানের কাছের বলেই পরিচিত। আরুসার দুই পুত্র সন্তান রয়েছে। সংবাদ মাধ্যমের প্রকাশিত খবর অনুযায়ী আরুসা সঙ্গীত শিল্পী আদনান শামির আত্মীয়।
২০১৭ সালে অমরিন্দর সিং ক্ষমতায় ফেরার পরেই তাঁর শপথগ্রহণ অনুষ্ঠানেও হাজির ছিলেন। এছাড়াও অমরিন্দর সিং-এর একাধিক বই প্রকাশের অনুষ্ঠানেও উপস্থিত থাকতে দেখা গিয়েছে এই আরুসা আলমকে।

ব্যাঙ্কে প্রবেশনারি অফিসার পদে কয়েক হাজার চাকরি, পরীক্ষা ডিসেম্বর-জানুয়ারিতেব্যাঙ্কে প্রবেশনারি অফিসার পদে কয়েক হাজার চাকরি, পরীক্ষা ডিসেম্বর-জানুয়ারিতে

English summary
Although media advisor of Amarinder Singh publishes photograph with Sonia Gandhi, Congress questions ex Punjab CM's relation with Pankistan's Aroosa Alam
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X