For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

অমরিন্দর সিংয়ের বন্ধুর সঙ্গে আইএসআই-এর সম্পর্ক! তদন্ত দাবি পঞ্জাবের স্বরাষ্ট্রমন্ত্রীর

পঞ্জাবের প্রাক্তন মুখ্যমন্ত্রী ক্যাপ্টেন অমরিন্দর সিং বনাম কংগ্রেসের সঙ্গে দূরত্ব বেড়েছেই। চলেছে উভয়ের যুদ্ধ ক্রমশই সাঙ্ঘাতিক পর্যায়ে চলে যাচ্ছে।

  • |
Google Oneindia Bengali News

পঞ্জাবের প্রাক্তন মুখ্যমন্ত্রী ক্যাপ্টেন অমরিন্দর সিং বনাম কংগ্রেসের সঙ্গে দূরত্ব বেড়েছেই। চলেছে উভয়ের যুদ্ধ ক্রমশই সাঙ্ঘাতিক পর্যায়ে চলে যাচ্ছে। পাঞ্জাবের স্বরাষ্ট্রমন্ত্রী সুখজিন্দর রন্ধাওয়া এই মর্মে তদন্তের আহ্বান করেছেন। উভয়ের সম্পর্ক এমন পর্যায়ে পৌঁছচ্ছে যে, তা দেশের প্রতিরক্ষা নিয়েও প্রশ্ন তুলে দিচ্ছে।

অমরিন্দর সিংয়ের বন্ধুর সঙ্গে আইএসআই-এর সম্পর্ক! তদন্ত দাবি

শুক্রবার অমরিন্দর সিং-এর বন্ধু পাকিস্তানি সাংবাদিক অরুসা আলমের পাকিস্তানের ইন্টার-সার্ভিসেস ইন্টেলিজেন্সের বা আইএসআইয়ের সঙ্গে সম্পর্ক রয়েছে বলে অভিযোগ তোলা হয়। পাকিস্তানি সামরিক কর্মকর্তাদের সঙ্গে সাংবাদিক আলমের ছবি ও ভিডিও সম্পর্কে জানতে চাইলে রন্ধাওয়াকে উদ্ধৃত করে বলা হয়, "ক্যাপ্টেন বলছেন যে পঞ্জাব আইএসআইয়ের হুমকির মুখে রয়েছে। সুতরাং আমরা আরুসা আলমের আইএসআইয়ের লিঙ্ক নিয়েও জিজ্ঞাসা করব।

পঞ্জাব পুলিশ প্রধানকে অভিযোগের তদন্ত করতে বলার পর, রন্ধাওয়াকে উদ্ধৃত করে আরও বলা হয়েছে, "ক্যাপ্টেন অমরিন্দর সিং গত সাড়ে চার বছর ধরে পাকিস্তান থেকে ড্রোন আসার বিষয়টি উত্থাপন করে চলেছেন। সুতরাং, ক্যাপ্টেন সাহাব প্রথমে এই বিষয়টি উত্থাপন করেন এবং পরে পঞ্জাবে বিএসএফ মোতায়েন করা হয়। সুতরাং এটি একটি বড় চক্রান্ত বলে মনে করা হচ্ছে এবং এই ঘটনার তদন্ত করা দরকার।"

আলম ২০০৪ সালে অমরিন্দর সিংয়ের সঙ্গে তাঁর পাকিস্তান সফরের সময় দেখা করেছিলেন এবং তাঁর শপথ অনুষ্ঠানে যোগ দেওয়া ছাড়াও, তিনি তাঁর বাড়িতে নিয়মিত আসা-যাওয়া করতেন বলে জানা গেছে। ২০১৮ সালে ইমরান খানের শপথ অনুষ্ঠানে যোগ দেওয়ার জন্য নভজোৎ সিং সিধুকে প্রশ্ন করলে তাঁর নাম উঠে আসে সবার প্রথম।

বর্তমানে ক্যাপ্টেন অমরিন্দর সিং ইস্তফা দিতে বাধ্য হয়েছে পঞ্জাবের মুখ্যমন্ত্রীর পদ থেকে। তারপর তাঁর সঙ্গে কংগ্রেসের দূরত্ব ক্রমশই বাড়তে শুরু করে। পঞ্জাব কংগ্রেসের প্রধান নভজ্যোৎ সিং সিধুর সঙ্গে তাঁর দীর্ঘদিন ধরেই সম্পর্কের অবনতি হতে শুরু করে। শেষমেশ অমরিন্দর সিংয়কে ইস্তফা দিতে হয়। সেখানেই শেষ হয়নি কংগ্রেসের সঙ্গে অমরিন্দর সিংয়ের লড়াই।

অমরিন্দর সিং ইস্তফা দেওয়ার পর অন্তত তিনবার দেখা করেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সঙ্গে। তাঁর বিজেপি-যোগ নিয়ে জল্পনার পারদ চড়েছিল ফলে। তবে বিজেপিতে তিনি যোগ দিচ্ছেন না। তিনি পৃথক দল গঠন করছেন। তবে তাঁর দলের সঙ্গে বিজেপির জোট হতে পারে বলে মনে করা হচ্ছে। এই পরিস্থিতিতে অমরিন্দর সিংয়ের বন্ধুর সঙ্গে আইএসআই যোগ নিয়ে তদন্ত শুরু বিশেষ তাৎপর্যপূর্ণ।

English summary
Punjab’s home minister demands for investigation to probe Amarinder Singh’s friend’s ties with ISI.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X