For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

তরুণ তেজপালের ১২দিনের জেল হেফাজত

Google Oneindia Bengali News

তরুণ তেজপালের ১২দিনের জেল হেফাজত
গোয়া, ১১ ডিসেম্বর : তেহেলকা কাণ্ডে অভিযুক্ত তরুণ তেজপালকে ১২ দিনের জেল হেফাজতের নির্দেশ দিল গোয়া আদালত। আদালতের নির্দেশ অনুযায়ী তেজপালে চারদিনের পুলিশি হেফাজতের সময়সীমা শেষ হয়ে গিয়েছিল। তাই আজ সকালে গোয়া আদালতে তোলা হয় তরুণ তেজপালকে।

গত মাসের ৩০ নভেম্বর তরুণ তেজপালকে গ্রেফতার করে গোয়া পুলিশ। তরুণের বিরুদ্ধে অভিযোগ গত মাসে গোয়ার একটি রিসোর্টে এক মহিলা সাংবাদিককে ধর্ষণ করেন তিনি।

প্রাথমিকভাবে তরুণ তেজপালকে ৬ দিনের পুলিশি হেফাজতের নির্দেশ দেয় আদালত। যদিও গোয়া পুলিশ অবশ্য ১৪ দিনের হেফাজত চেয়েছিল। কিন্তু, আদালত সেই আর্জি মানেনি তখন।

আইনের ৩৪১,৩৪২,৩৭৬(২)(এফ) এবং ৩৭৬সি ধারায় তেজপালের বিরুদ্ধে অতিরিক্ত এই অভিযোগগুলি দায়ের করা হয়। দুই ধাপে তাঁর যৌন ক্ষমতা ও ডিএনএ পরীক্ষাও করা হয়। যেই হোটেলে ঘটনাটি ঘটেছে বলে অভিযোগ সেখানেও তেজপালকে নিয়ে গিয়েছিল গোয়া পুলিশ।

ইতিমধ্যেই পীড়িত মহিলা তিন প্রত্যক্ষদর্শী ও তেহেলকার প্রাক্তন ম্যানেজিং এডিটর সোমা চৌধুরির জবানবন্দি নেয় পুলিশ। তেজপাল অবশ্য পুলিশকে জানায় যা হয়েছে দুজনের সম্মতিতেই হয়েছে।

English summary
Tarun Tejpal remanded to 12-day judicial custody
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X