For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

মহিলা কর্মচারী নিয়োগে ভয় পায় অধিকাংশ সংস্থা : নরেশ আগরওয়াল

Google Oneindia Bengali News

মহিলা কর্মচারি নিয়োগে ভয় পায় অধিকাংশ সংস্থা : নরেশ আগরওয়াল
নয়াদিল্লি, ২৭ নভেম্বর : একটার পর একটা আলটপকা মন্তব্য করেও শিক্ষা হচ্ছে না সমাজবাদী পার্টির প্রবীন নেতা নরেশ আগরওয়ালের। এবার তরুণ তেজপাল কাণ্ডে মহিলা সম্পর্কিত বিতর্কিত মন্তব্য করে ফের বিপাকে নরেশবাবু।

পণ আইনের মতো মহিলা সুরক্ষা আইনেরও অপব্যবহার হতেই পারে : নরেশ আগরওয়াল

এবার তো এই প্রবীন নেতা বলেই ফেললেন,পণ আইনের মতো মহিলা সুরক্ষা আইনেরও অপব্যবহার হতেই পারে। তেহেলকা যৌন নিগ্রহ কাণ্ডের প্রসঙ্গ টেনে তিনি বলেন, ধর্ষণ আইন মহিলাদের ক্ষেত্রে পক্ষপাতদুষ্ট অনেকাংশেই। আজকাল এই কারণেই অধিকাংশ সংস্থাই মহিলা কর্মচারী নিয়োগ নিয়ে ভীত থাকে।

এই প্রথমবার নয় এর আগেও সাম্প্রতিক কালেই বিজেপি প্রধানমন্ত্রী পদপ্রার্থী নরেন্দ্র মোদীকে নিয়ে চাওয়ালা বলে কটাক্ষ করতে গিয়ে বিতর্কে জড়িয়ে পড়েন নরেশ আগরওয়াল। বলেন, নরেন্দ্র মোদী প্রধানমন্ত্রী হতে চাইছেন, কিন্তু জাতীয় দৃষ্টিকোণ দিয়ে দেখলে যে চা বিক্রি করত এক সময়ে সে কখনও প্রধানমন্ত্রী হতে পারে না।

এছাড়াও মোদীর সভায় জনতার ঢল দেখে তাঁর মন্তব্য ছিল, যাঁরা রাস্তায় খেলা দেখায় তারাও ভিড় জমাতে পারে। এমনকী বিজেপি দলকে বিধবা মহিলাদের সঙ্গে তুলনা করেও কড়া সমালোচনার মুখে পড়েছিলেন নরেশ আগরওয়াল। এবার রাজনৈতিক দল ছেড়ে বেরিয়ে সরাসরি মহিলাদের আক্রমণ করলেন তিনি। প্রবীন নেতার এই মন্তব্যে সমালোচনার ঝড় উঠেছে বিভিন্ন মহলে।

English summary
companies scared of hiring women: Naresh Agarwal
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X