নিখোঁজ তরুণ তেজপাল, জোরদার হচ্ছে গ্রেফতারির সম্ভাবনা

পুলিশের সঙ্গে সহযোগিতা করছে না তেজপালের পরিবারও
তরুণের আগাম জামিনের আবেদনের শুনানি পিছিয়ে আদালত তেজপালকে নির্দেশ দিয়েছিল বৃহস্পতিবার দুপুর ৩টের মধ্যে গোয়া পুলিশের কাছে উপস্থিত হওয়ার জন্য। কিন্তু সামনে আসা তো দুরঅস্ত শনিবার পর্যন্ত সময় চেয়ে একটি চিঠি পাঠিয়ে দিয়েছিলেন তিনি। কিন্তু তদন্তকারী অফিসাররা ঘটনার গুরুত্ব বিচার করে তাকে সময় দিতে রাজি হননি।
এর পরই শুক্রবার সকাল ৬টা নাগাদ তেজপালের দিল্লির বাড়িতে হানা দেয় পুলিশ। প্রায় দুঘণ্টা ধরে বাড়িতে থাকার পরও দেখা তেজপালের দেখা পায়নি গোয়া পুলিশের প্রতিনিধি দল। এমনকী পরিবারের তরফেও কোনও সহযোগিতা মেলেনি বলে অভিযোগ উঠেছে। ইতিমধ্যেই তেজপালের খোঁজ জোর তল্লাশি শুরু করে দিয়েছে পুলিশ। তরুণের উপস্থিতির সম্ভাবনা থাকতে পারে ভেবে তাঁর এক আত্মীয়ের বাড়িতেও এদিন গোয়া পুলিশ হানা দেয়। কিন্তু সেখানেও তাঁর খোঁজ পাওয়া যায়নি।
তদন্তকারী পুলিশ আধিকারিকদের অনুমান হিমাচল প্রদেশের বাড়িতে এসময় গা ঢাকা দিয়ে আছেন তরুণ তেজপাল। তেজপালের বিরুদ্ধে অজামিনযোগ্য পরোয়ানা জারি করেছে গোয়া পুলিশ। আজ, শুক্রবার দিল্লি হাই কোর্টে তরুণের আগাম জামিনের শুনানি হওয়ার কথা। আদালতের রায়ের পরই তিনি পুলিশের কাছে হাজিরা দিতে চান বলে জানিয়েছিলেন তরুণ। কিন্তু বৃহস্পতিবার পুলিশের কাছে হাজিরা না দিলে তাঁর গ্রেফতারির সম্ভবনা বেড়ে যাবে মনে করছিল সংশ্লিষ্ট মহল। পুলিশের কাছে নির্দিষ্ট সময় হাজিরা না দেওয়া ও কাউকে কিছু না জানিয়েই বেপাত্তা হয়ে যাওয়ার ঘটনা যে তেজপালকে আরও বিপাকে ফেলবে তা বলাই বাহুল্য।