For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

খুনে অভিযুক্ত, গুন্ডাদের সঙ্গে গারদে বিনিদ্র রাত কাটালেন তেজপাল

  • By Ananya Pratim
  • |
Google Oneindia Bengali News

তরুণ তেজপাল
পানাজি, ১ ডিসেম্বর: নেই নরম বিছানা। অমিল ধোঁয়া ওঠা সুগন্ধী খাবারও। সাধারণ কয়েদি হিসাবে সারা রাত গারদেই কাটাতে হল তরুণ তেজপালকে। যিনি বিলাসবহুল জীবনযাপনে অভ্যস্ত, তিনি নোংরা মেঝেতে চাদর পেতে শুয়ে রইলেন অন্যান্য গুন্ডা-বদমাশদের সঙ্গে। অবশ্য বিনিদ্র রজনী কেটেছে তাঁর।

ধর্ষণের মামলায় অভিযুক্ত 'তেহেলকা' পত্রিকার প্রাক্তন মুখ্য সম্পাদক তরুণ তেজপালকে আদালতের নির্দেশে শনিবারই গ্রেফতার করেছিল পুলিশ। রাত সাড়ে বারোটার সময় বিধি মেনে তাঁর শারীরিক পরীক্ষা করানো হয় গোয়া মেডিক্যাল কলেজে। তার পর রাত দু'টো নাগাদ পানাজিতে অপরাধ-দমন শাখার অফিসে নিয়ে আসা হয়। এখানকার লক-আপে তরুণ তেজপালকে রাখার সিদ্ধান্ত হয়। তখন তার ভিতরে ছিল খুনের মামলায় অভিযুক্ত দু'জন এবং এক স্থানীয় গুন্ডা। তাদের সঙ্গে থাকতে অস্বীকার করেন তিনি। পুলিশ সাফ জানিয়ে দেয়, এটা দিল্লির কোনও বিলাসবহুল হোটেল বা 'তেহেলকা' পত্রিকার অফিস নয়। তাই তরুণ তেজপালের ব্যক্তিগত ইচ্ছা-অনিচ্ছা এখানে চলবে না। বাধ্য হয়ে ওই গারদেই ঢুকতে হয় 'অভিমানী' তরুণ তেজপালকে। লক-আপের খাবার নিম্নমানের, এই অভিযোগ তুলে খাবার প্রথমে খাবার খেতেও অস্বীকার করেন তিনি। পরে অবশ্য খেয়ে নেন।

তবে, জেলের ভিতর বাড়ি থেকে আনা জামাকাপড় পরবেন বলে যে আবেদন জানিয়েছিলেন, তা মঞ্জুর করেছে আদালত। খুনের মামলায় অভিযুক্ত বা গুন্ডারা যাতে তরুণ তেজপালের ওপর আক্রমণ না করে, তাই লক-আপের বাইরে মোতায়েন করা হয়েছে পুলিশ। তারা সব সময় নজর রাখছে।

English summary
Tarun Tejpal spneds night in lock-up with murder accused, goonda
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X