For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

তরুণ তেজপালের বিরুদ্ধে ধর্ষণের মামলা খারিজ হবে না, জানিয়ে দিল সুপ্রিম কোর্ট

সুপ্রিম কোর্টে জোর ধাক্কা তেহলকা পত্রিকার প্রাক্তন সম্পাদক তরুণ তেজপালের। কোনওভাবেই তাঁর বিরুদ্ধে করা ধর্ষণের মামলা বা মামলার শুনানি বন্ধ করা যাবে না।

Google Oneindia Bengali News

সুপ্রিম কোর্টে জোর ধাক্কা তেহলকা পত্রিকার প্রাক্তন সম্পাদক তরুণ তেজপালের। কোনওভাবেই তাঁর বিরুদ্ধে করা ধর্ষণের মামলা বা মামলার শুনানি বন্ধ করা যাবে না। সোমবার একথা সাফ জানিেয় দিয়েছে শীর্ষ আদালত। বিচারপতি জানিয়েছেন, তরুণ তেজপালের বিরুদ্ধে যে অভিযোগ উঠেছে তা অত্যন্ত গুরুতর এবং নির্যাতিতাকে ব্যক্তিগত ভাবে হেনস্থা করা হয়েছে।

তরুণ তেজপালের বিরুদ্ধে ধর্ষণের মামলা খারিজ হবে না, জানিয়ে দিল সুপ্রিম কোর্ট

গোয়ার আদালতে শুনানি স্থগিত করার জন্য সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছিলেন তরুণ তেজপাল। সেই আবেদন খারিজ করে গোয়ার আদালতকে ৬ মাসের মধ্যে শুনানি শেষ করার নির্দেশ দিয়েছে শীর্ষ আদালত। ২০১৩ সালে গোয়ায় পত্রিকার এক মহিলা কর্মীকে ধর্ষণ করার অভিযোগ রয়েছে তেহলকা পত্রিকার সম্পাদক তরুণ তেজপালের বিরুদ্ধে।

সেই তরুণী কর্মী পুলিসের কাছে অভিযোগ করেছিলেন তেজপাল পাঁচতারা হোটলের লিফটের মধ্যে তাঁর শ্লীলতাহানি করেছিলেন। সেই ঘটনা ইমেল করে তেহলকার এমডি সৌমা চৌধুরীকে জানিয়েছিলেন তরুণি। সেই ইমেল ফাঁস হয়ে যাওয়ার পরেই খবরটি ছড়িয়ে পড়ে। ঘটনাটি জানাজানি হতেই তেজপাল তেহলকা থেকে পদত্যাহ করেন। ২০১৩ সালের নভেম্বর মাসে তাঁকে গ্রেফতার করা হয়। ২০১৪ সালে মে মাসে জামিনে মুক্তি পান তিনি।

গোয়া পুলিস তরুণ তেজপালের বিরুদ্ধে ২,৬৮৪ পাতার একটি চার্জশিট জমা দিয়েছে। তাতে লেখা হয়েছে তরুণী কর্মীর দুবার শ্লীলতাহানি করেন তেজপাল। পুরোটাই রাজনৈতিক ষড়যন্ত্র বলে দািব করেছেন তরুণ তেজপাল। এই ঘটনায় গোয়ার বিজেপি সরকার জড়িত রয়েছে বলে দাবি করেছেন তিনি।

English summary
The trial against Tehelka founder Tarun Tejpal will not be cancelled,says the Supreme Court
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X