For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

তরুণ তেজপালের বিরুদ্ধে এফআইআর

  • By Ananya Pratim
  • |
Google Oneindia Bengali News

তরুণ তেজপাল
নয়াদিল্লি ও পানাজি, ২২ নভেম্বর: তরুণ তেজপালের বিরুদ্ধে যৌন নিগ্রহের অভিযোগে এফআইআর দায়ের হল। গোয়ার মুখ্যমন্ত্রী মনোহর পারিক্করের নির্দেশে এই স্বতঃপ্রণোদিত পদক্ষেপ (সুয়ো মোটু) নিয়েছে গোয়া পুলিশ। তাদের একটি দল অভিযুক্তকে জিজ্ঞাসাবাদের জন্য ইতিমধ্যে নয়াদিল্লির উদ্দেশে রওনা দিয়েছে।

তরুণ তেজপালের বিরুদ্ধে এফআইআর রুজু করার জন্য এদিনই গোয়া পুলিশকে পরামর্শ দিয়েছিল জাতীয় মহিলা কমিশন। এর পরই নড়েচড়ে বসে পুলিশ। বিকেলে গোয়া পুলিশের ডিআইজি ও পি মিশ্র বলেন, এফআইআর রুজু হয়েছে। এবার আইন চলবে আইনের পথে। মুখ্যমন্ত্রী মনোহর পারিক্কর জানান, এ সব ক্ষেত্রে কোনও সহনশীলতা দেখানো হবে না। 'তেহেলকা'-কে বারবার মেইল পাঠানো হলেও তারা জবাব দেয়নি। এই ঘটনাই সবচেয়ে আশ্চর্যের। ঘটনার যা গতিপ্রকৃতি, তাতে অভিযুক্তকে গ্রেফতারের সম্ভাবনা উড়িয়ে দেননি তিনি।

এদিকে, তরুণ তেজপালকে বাঁচাতে 'তেহেলকা'-র ম্যানেজিং এডিটর সোমা চৌধুরি চেষ্টা চালিয়েছিলেন বলে অভিযোগ উঠেছে। তিনি সংশ্লিষ্ট মহিলা সাংবাদিকের নালিশকে প্রথমে ধর্তব্যের মধ্যেই আনতে চাননি। অবশ্য সোমা চৌধুরি এদিন বলেন, তিনি প্রথম থেকেই ওই মহিলাকে 'ন্যায়বিচার' দেওয়ার চেষ্টা করেছেন। আর সব দেখেশুনে তেজপালের প্রতিক্রিয়া, "যা হয়েছে, দুঃখজনক। আমি পুলিশের সঙ্গে সব রকম সহযোগিতা করব। আমার অনুরোধ, যে হোটেলে ঘটনাটি ঘটেছিল, আগে সেখানকার সিসিটিভি-র ফুটেজ দেখা হোক। তার পর তদন্ত এগোক।"

এদিন তরুণ তেজপালের বিরুদ্ধে দিল্লিতে 'তেহেলকা' অফিসের সামনে বিক্ষোভ দেখায় বিজেপি-র ছাত্র সংগঠন অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদ। পুলিশ গিয়ে অবস্থা আয়ত্তে আনে।

English summary
FIR against Tarun Tejpal
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X