For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

১০ টাকায় পেটভরা খাবার, বিদ্যুতের বিলে ছাড়ের প্রতিশ্রুতি শিবসেনার ইস্তেহারে

Google Oneindia Bengali News

কৃষক সন্তোষের রাজনীতিকে প্রাধান্য দিয়েই ২০১৯ সালের মহারাষ্ট্র বিধানসভা ভোটের ইস্তেহার প্রকাশ করল শিবসেনা। গত কয়েক বছর ধরে কৃষক অসন্তোষে জেরবার অবস্থা মহারাষ্ট্রের বিজেপি সরকারের। কৃষক অসন্তোষ আর বিক্ষোভে একটা সময় অবরুদ্ধ হয়ে গিয়েছিল বাণিজ্য নগরী। তাই আগে থাকতেই কৃষকদের ভোট ব্যাঙ্কের দিকেই বেশি নজর দিেয়ছে শিবসেনা। শনিবার ইস্তেহার প্রকাশ করেন শিবসেনা সুপ্রিমো উদ্ধব ঠাকরে। সঙ্গে ছিলেন তাঁর ছেেল আদিত্য ঠাকরেও।

বিদ্যুতের বিলের বিপুল ছাড়ের প্রতিশ্রুতি

ইস্তেহারের ছত্রেছত্রে কৃষক সন্তোষের রাজনীতি দেখা গিয়েছে। ভোট প্রতিশ্রুতির শীর্ষের রয়েছে বিদ্যুতের বিলে বিপুল ছাড়। ৩০০ ইউনিট পর্যন্ত বিদ্যুতের খরচে ৩০ শতাংশ পর্যন্ত ছাড়ের কথা ঘোষণা করা হয়েছে। এতে একদিকে যেমন গ্রামীণ অঞ্চলে কৃষকদের মন জয় করা গিয়েছে। ঠিক অন্যদিকে শহরের মধ্যবিত্ত-নিম্নবিত্ত মানুষের মন জয় করা যাবে।

১০ টাকায় পেটভরা খাবার আর কৃষক ভাতার প্রতিশ্রুতি

শিবসেনার ইস্তেহারেও সেই অন্ন আর বাসস্থানের প্রলোভন ফুটে উঠেছে। ১০ টাকায় পেটভরা খাবারে দেওয়ার প্রতিশ্রুতি দেওয়া হয়েছে ইস্তেহারে। এতে মহারাষ্ট্রের বিশেষ করে মুম্বই শহরের হত দরিত্র বস্তিবাসীর ভোট জয়ের উদ্দেশ্য নিহিত রয়েছে। অন্যদিকে কৃষকদের মন জয়ে প্রতিমাসে ১০,০০০ টাকা সরাসরি অ্যাকাউন্টে জমা েদওয়ার প্রতিশ্রুতি দিয়েছে শিবসেনা। কৃষি ঋণ মকুবের কথা না বলে এক কথায় অর্থের প্রলোভন দেওয়া হয়েছে কৃষকদের।

১৫ লাখ টাকার ছাত্রভাতা

যুবাদের ভোট টানতে ১৫ লাখ টাকার স্কলারশিপ দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছে শিবসেনা। ১০ এবং ১২ ক্লাসের ছাত্ররা যাঁরা মারাঠি মাধ্যমে পড়াশোনা করছে তাঁরা ৮০ শতাংশ নম্বর পেলে দেওয়া হবে এই ভাতা। এই প্রতিশ্রুতি দিয়ে অকদিকে মারাঠা রাজনীতির উস্কানি দিয়ে রেখেছে শিবসেনা। মারাঠি ভাষার জাত্যাভিমানের জিগির তুলে ভোট ব্যাঙ্ক বাড়ানোর আরেক কৌশল বলেই মনে করা হচ্ছে এই ভোট প্রতিশ্রুতিকে।

ইস্তেহার প্রকাশের আগেই একটি বড় ভোট প্রতিশ্রুতি দিয়ে রেখেছে শিবসেনা। সেটা মেট্রো কারশেডে নির্মান নিয়ে আরিয়া কলোনির বৃক্ষচ্ছেদনের প্রতিবাদ। ক্ষমতায় এলে দোষীদের কঠোর শাস্তি দেওয়া হবে বলে আগেই ঘোষণা করে রেখেছেন শিবসেনা প্রধান উদ্ধব ঠাকরে।

English summary
Shiv Sena promised cheap meals, lower electricity tariffs in its manifesto
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X