For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

LIVE মহারাষ্ট্র ফ্লোর টেস্ট : ১৬৯ বিধায়কের সমর্থনে আস্থাভোটে পাশ উদ্ধব ঠাকরে

Google Oneindia Bengali News

মহারাষ্ট্র বিধানসভার এদিন শক্তি পরীক্ষায় নামবেন মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নেওয়া শিবসেনা প্রধান উদ্ধব ঠাকরে। বৃহস্পতিবার তিনি মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী পদে শপথ নিয়েছেন। মহাজোটের নেতা হিসাবে তিনি নিজের সংখ্যাগরিষ্ঠতা প্রমাণ দেবেন। শিবসেনা, এনসিপি ও কংগ্রেস মিলে মহারাষ্ট্রে সরকার গঠন করেছে। এবং তাদের হাতে ১৬২ জন বিধায়কের সমর্থন রয়েছে বলে তারা দাবি করেছেন। সেই দাবি এদিন বিধানসভার ভিতরে দাঁড়িয়ে প্রমাণ করবেন উদ্ধব ঠাকরে।

LIVE মহারাষ্ট্র ফ্লোর টেস্ট : ১৬৯ বিধায়কের সমর্থনে আস্থাভোটে পাশ উদ্ধব ঠাকরে

Newest First Oldest First
2:54 PM, 30 Nov

রাজ্যপালের সঙ্গে সাক্ষাৎ করতে গেলেন বিজেপি বাধায়করা।
2:53 PM, 30 Nov

মোট ১৬৯ বিধায়কের সমর্থন উদ্ধব ঠাকরের নেতৃত্বাধীন সরকারকে।
2:51 PM, 30 Nov

১৪৫ পার করল সমর্থনকারী বিধায়কদের সংখ্যা।
2:49 PM, 30 Nov

চলছে আস্থাভোটের প্রক্রিয়া।
2:39 PM, 30 Nov

বিধানসভা থেকে বেরিয়ে এসে সাংবাদিকদের মুখোমুখি হয়ে দেবেন্দ্র ফড়নবীশ বলেন, এই অধিবেশন অসাংবিধানিক।
2:36 PM, 30 Nov

দেবেন্দ্র ফড়নবীশের নেতৃত্বে বিধানসভা থেকে বিজেপি বিধায়কদের ওয়াকআউট
2:34 PM, 30 Nov

বিধানসভায় উঠল জয় শ্রী রাম ধ্বনি।
2:33 PM, 30 Nov

ধ্বনি ভোটে সম্পন্ন হবে আস্থা ভোট, ঘোষণা প্রোটেম স্পিকারের।
2:23 PM, 30 Nov

প্রোটেম স্পিকার বদল নিয়ে তোলপাড় বিধানসভা।
2:22 PM, 30 Nov

ভোর রাত ১টার সময় ফ্লোর টেস্ট ও অধিবেশনের বিষয়ে জানানো হয় বিজেপিকে। অভিযোগ করলেন দেবেন্দ্র ফড়নবীশ।
2:19 PM, 30 Nov

আস্থাভোটের আগেই উত্তপ্ত মহারাষ্ট্র বিধানসভা।
2:18 PM, 30 Nov

দেবেন্দ্র ফড়নবীশের দাবি খারিজ করে বিধানসভার অধ্যক্ষ দিলীপ পাটিল বলেন, রাজ্যপালের নির্দেশে এই অধিবেশন হচ্ছে।
2:16 PM, 30 Nov

ভন্দে মাতরম দিয়ে শুরু হয়নি। এটি বিধানসভার নিয়মের পরিপন্থি, অভিযোগ করেন দেবেন্দ্র ফড়নবিশ।
2:05 PM, 30 Nov

রবিবার অনুষ্ঠিত হবে মহারাষ্ট্রের স্পিকার পদের নির্বাচন। কংগ্রেসের তরফে স্পিকার পদের জন্য নানা পোটোলে লড়বেন। বিজেপির তরফে স্পিকার পদের জন্য লড়বেন কিষাণ খাতোর।
2:05 PM, 30 Nov

রবিবার অনুষ্ঠিত হবে মহারাষ্ট্রের স্পিকার পদের নির্বাচন। কংগ্রেসের তরফে স্পিকার পদের জন্য নানা পোটোলে লড়বেন। বিজেপির তরফে স্পিকার পদের জন্য লড়বেন কিষাণ খাতোর।
1:59 PM, 30 Nov

আর কিছুক্ষণে শুরু হতে চলেছে আস্থা ভোট।
1:04 PM, 30 Nov

বিধানসভায় পৌঁছালেন মহারাষ্ট্রের নতুন মুখ্যমন্ত্রী উদ্ধাব ঠাকরে। ছত্রপতি শিবাজীর মূর্তিতে ফুল দিয়ে ভবনে ঢোকেন তিনি।
1:03 PM, 30 Nov

বিধানসভায় পৌঁছালেন প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা বিজেপি নেতা দেবেন্দ্র ফড়নবীশ।
1:02 PM, 30 Nov

কংগ্রেস ও এনসিপি হুইপ জারি করে সকল বিধআয়কদের বিধানসভআয় হাজির থাকতে বলেছে।
1:01 PM, 30 Nov

বিধানসভায় পৌঁছআলেন এনসিপি নেত্রী সুপ্রিয়া সুলে।
12:25 PM, 30 Nov

স্পিকার পদের জন্য মনোনয়ন জমা দিলেন কংগ্রেসের নানা পাটোলে।
11:49 AM, 30 Nov

বিধানসভায় অজিত পাওয়ার ছাড়াও ইতিমধ্যেই পৌঁছেছেন এনসিপির জয়ন্ত পাটিল ও প্রফুল প্যাটেল।
11:47 AM, 30 Nov

স্পিকার নির্বাচনের জন্য প্রার্থী ঘোষণা করে কংগ্রেস ও বিজেপি। কংগ্রেসের পরিষদীয় দল নেতা ও সদ্য শপথ নেওয়া ক্যাবিনেট মন্ত্রী বালাসাহেব থোরাট জানান, কংগ্রেসের তরফে স্পিকার পদের জন্য নানা পোটোলে লড়বেন। বিজেপির তরফে স্পিকার পদের জন্য লড়বেন কিষাণ খাতোর।
11:42 AM, 30 Nov

আজ সকালে বিজেপি সাংসদ প্রতাপ রাও চিখালিখরের সঙ্গে সাক্ষাৎ করেন এনসিপির অজিত পাওয়ার। সেই বৈঠকের বিষয়ে প্রশ্ন করা হলে অজিত বলেন, "আলাদা দলের হলেও আমরা একে অপরকে খুব ভালো করে চিনি। ফ্লোর টেস্ট নিয়ে আমাদের কোনও আলোচনা হয়নি।"
11:41 AM, 30 Nov

গেরুয়া পোশাক নিয়ে প্রশ্ন করা হলে উদ্ধব বলেন, "এটা আমার পছন্দের রঙ। এটাকে ধুয়ে ফেলা যাবে না।"
11:40 AM, 30 Nov

বৈঠকের পরে উদ্ধব জানান, তাঁর সরকার প্রতিটি করদাতাদের হয়ে কাজ করবে।
11:38 AM, 30 Nov

আজ সকাল ৯.৩০টা নাগাদ বিধানসভা ভবনে বৈঠকে বসেন মহা বিকাশ আঘাড়ির বিধায়করা।
11:36 AM, 30 Nov

মুম্বইয়ের পাঁচ তারা হোটেলে এনসিপি ও কংগ্রেস বিধায়কদের নিয়ে যেভাবে নিজের শক্তি প্রদর্শন করেছিল শিবসেনা, এবার সেই জোটের ছবিটাই প্রমাণ করতে হবে বিধানসভায়।
11:34 AM, 30 Nov

শেষ পর্যন্ত বৃহস্পতিবার তিন দলের মোট ৬ মন্ত্রী সহ মুখ্যমন্ত্রী পদে শপথ নেন উদ্ধব ঠাকরে। সরকারের সংখ্যাগরিষ্ঠা প্রমাণ করার জন্য ৩ ডিসেম্বর পর্যন্ত সময় দেন রাজ্যপাল। তবে এই সময়সীমার আগেই সংখ্যা পেরমাণ করতে তৎপর হয়ে ওঠে শিবসেনা।
11:31 AM, 30 Nov

এরপর তিন দলের জোট, মহা বিকাশ আঘাড়ি সরকার গঠন করার দাবি জানিয়ে পৌঁছায় রাজ্যপাল ভগত সিং কোশিয়ারির কাছে।
READ MORE

English summary
Maharashtra assembly floor test Live updates in Bengali : Shiv Sena PM Uddhav Thackeray to prove majority
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X