For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

কৃষি বিল নিয়ে সরকারি বিজ্ঞাপনকে কটাক্ষ! কৃষকদের স্বার্থে কেন্দ্রকে কোন উপদেশ চিদাম্বরমের?

Google Oneindia Bengali News

কৃষি বিল নিয়ে কেন্দ্রীয় সরকারকে আক্রমণ করে চলেছে বিরোধিরা। এবার কৃষি বিল নিয়ে কেন্দ্রীয় সরকারের দেওয়া বিজ্ঞাপনের সমালোচনা করলেন পি চিদাম্বরম। তাঁর মতে, শুধু একটি বাজার নয়, কৃষকদের প্রয়োজন হাজারটা বাজারের। এদিন এই বিষয়ে টুইটারে কেন্দ্রের বিরুদ্ধে তোপ দাগেন প্রাক্তন অর্থমন্ত্রী তথা কংগ্রেসের বর্ষীয়ান নেতা।

দেশের কৃষকদের বেশি পরিমাণ ফসল উৎপাদন করার ক্ষমতা নেই

দেশের কৃষকদের বেশি পরিমাণ ফসল উৎপাদন করার ক্ষমতা নেই

সংবাদপত্রে কেন্দ্রীয় সরকারের দেওয়া বিজ্ঞাপনটিতে লেখা রয়েছে, 'এক দেশ, এক বাজার কৃষকদের স্বাধীনতা দেবে।' আর এই বিজ্ঞাপনটি নিয়েই কটাক্ষ করেছেন পি চিদম্বরম। টুইটারে তিনি লেখেন, 'সরকার কৃষি বিলগুলির সমর্থনে একটি বিজ্ঞাপন দিয়েছে। সেখানে "এক দেশ, এক বাজার কৃষকদের স্বাধীনতা দেবে" এই লাইনটি লেখা রয়েছে। এদিকে দেশের ৮৫ শতাংশ চাষির খুব বেশি পরিমাণ ফসল উৎপাদন করার ক্ষমতা নেই।'

এই বিলের মাধ্যমে কতটা উপকৃত হবেন কৃষকরা?

এই বিলের মাধ্যমে কতটা উপকৃত হবেন কৃষকরা?

এরপর তিনি চিদাম্বরম আরও লেখেন, 'অল্প পরিমাণ ফসল বিক্রি করতেই তাঁরা সমর্থ। তাঁরা যদি কয়েক বস্তা ধান, গম বিক্রি করতে চান তবে একটা নয়, দেশজুড়ে হাজারটা বাজারের দরকার। এই বিলের মাধ্যমে কতটা উপকৃত হবেন বড় গ্রাম ও ছোটো শহরের কৃষকরা? হাজারটা বাজারই কৃষকদের প্রকৃত স্বাধীনতা দেবে।'

ন্যূনতম সহায়ক মূল্য দেওয়ার বিষয়ে প্রশ্ন

ন্যূনতম সহায়ক মূল্য দেওয়ার বিষয়ে প্রশ্ন

এই বিলের সাহায্যে ন্যূনতম সহায়ক মূল্য দেওয়ার বিষয়ে সরকার নিশ্চয়তা প্রদান করবে কি? সেই বিষয়েও প্রশ্ন তোলেন তিনি। লেখেন, 'ন্যূনতম সহায়ক মূল্যের থেকে উৎপাদিত পণ্যের বাজার মূল্য কম হওয়া উচিত না কোনও ক্ষেত্রেই। আর সরকারের উচিত সেই বিষয়টি নিশ্চিত করা। কেন এই বিলে সেই বিষয় কিছু উল্লেখ নেই?'

কৃষি বিল নিয়ে চলছে চরম নাটক

কৃষি বিল নিয়ে চলছে চরম নাটক

লোকসভার পর রাজ্যসভাতেও রবিবার বিরোধীদের বিক্ষোভের মাঝে পাশ হয় কৃষি বিল। ধ্বনি ভোটে পাশ হয় বিলটি। বিল পেশ করতেই উত্তপ্ত হয়ে ওঠে রাজ্যসভা। বিলের তীব্র বিরোধিতা করে বিরোধীরা। ওয়েলে নেমে বিক্ষোভ দেখায় তারা। এরপর গত দুই দিন ধরেই চলছে চরম রাজনৈতিক নাটক ও টানাপোড়েন।

<strong>ডেপুটি চেয়ারম্যানকে 'আক্রমণ' থেকে ৮ সাংসদের ধর্না প্রত্যাহার, একনজরে রাজ্যসভা পর্বের হাইলাইটস</strong>ডেপুটি চেয়ারম্যানকে 'আক্রমণ' থেকে ৮ সাংসদের ধর্না প্রত্যাহার, একনজরে রাজ্যসভা পর্বের হাইলাইটস

English summary
P Chidambaram in a jibe to center says that Indian farmers need thousand markets to really become free
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X