For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

Budget 2023: 'বাজেট থেকে প্রমাণিত হল...', মোদী সরকারকে তীব্র আক্রমণ রাহুল-চিদম্বরমদের

লোকসভা নির্বাচন আগামী বছর। আর তার আগে মোদী সরকারের এটা ছিল পূর্ণাঙ্গ বাজেট। সেখানে দাঁড়িয়ে অনেকের মতে জনমোহনী বাজেট পেশ করলেন নাকি নির্মলা সীতারমণ। যদিও সেই বিষয়টিকে তীব্র কটাক্ষ মমতা সহ রাহুল গান্ধীদের

  • |
Google Oneindia Bengali News

আর্থিক বাজেট পেশ করলেন অর্থমন্ত্রী নির্মলা সীতারমণ (Nirmala Sitharaman) ! আগামী বছর লোকসভা নির্বাচন। আর সেই বিষয়টিকে মাথায় রেখেই এই বাজেট পেশ বলে ইতিমধ্যে আওয়াজ তুলেছে বিরোধীরা। শুধু তাই নয়, দরিদ্র মানুষের জন্যে এই বাজেট কোনও দিশা দেখাতে পারিনি বলেই মত মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের।

এমনকি অমবস্যার বাজেট বলেও কটাক্ষ করেছেন তিনি। যদিও পালটা মন্তব্য করেছে বিজেপিও। আর এই বিতর্কের মধ্যেই বাজেট নিয়ে মুখ খুললেন রাহুল গান্ধী।

 ‘Mitr Kaal’ বলে ব্যাখ্যা rahul-এর

‘Mitr Kaal’ বলে ব্যাখ্যা rahul-এর

বাজেট প্রতিক্রিয়া কংগ্রেস সাংসদ (Rahul Gandhi), 'Mitr Kaal' বলে ব্যাখ্যা করেছেন। টুইটে তিনি লিখছেন, 'Mitr Kaal' বাজেটে... চাকরির সুযোগ তৈরি করার কোনও ভিজন নেই। মূল্যবৃদ্ধি সামলাতে কোনও যোজনা নেই। এমনকি বৈষম্য দূর করার ক্ষেত্রে কোনও দিশা মোদী সরকার দেখাতে পারিনি বলেও রাহুল গান্ধী তাঁর টুইটে কটাক্ষ ছুঁড়ে দিয়েছেন। একই সঙ্গে তাঁর আরও দাবি, এক শতাংশ সবথেকে বড়লোক, ৪০ শতাংশ সবথেকে বড়লোক, ৫০ শতাংশ সবথেকে গরীব, ৬৪ শতাংশ জিএসটি দিয়ে থাকে। ৪২ শতাংশ যুবক-যুবতী বেকার... কিন্তু এরপরেও প্রধানমন্ত্রীর নজর সেদিকে নেই বলে তোপ সোনিয়া পুত্রের। পাশাপাশি তাঁর দাবি, এই বাজেট প্রমাণ করে ভারতের ভবিষ্যৎ নির্মান করার সরকারের কাছে কোনও রোডম্যাপ নেই।

তোপ জয়রাম রমেশের

তোপ জয়রাম রমেশের

কেন্দ্রীয় সরকার এই বাজেট 'অমৃতকালের বাজেট' বলে ব্যাখ্যা করেছেন। আর সে বিষয়টিকে মান্যতা দিয়েছেন বিজেপি নেতৃত্ব। শুধু তাই নয়, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের দাবি, এই বাজেট অমৃতকালের শক্তিশালী ভিত্তিপ্রস্তর স্থাপন করেছে। যদিও এই বিষয়টিকে তীব্র কটাক্ষ করেছে কংগ্রেস নেতৃত্ব। এই প্রসঙ্গে কংগ্রেস নেতা জয়রাম রমেশ টুইট করে তীব্র কটাক্ষ করেছেন এই বাজেটের। তাঁর দাবি, কৃষি, স্বাস্থ্য, শিক্ষা, মনরেগা এবং পিছিয়ে পড়া শ্রেণির জন্যে কল্যাণ সংক্রান্ত বরাদ্দ নিয়ে প্রশ্ন তুলেছেন তিনি। এমনকি নির্বাচনকে মাথায় রেখে এই বাজেট বলেও ব্যাখ্যা করেছেন জয়রাম রমেশ।

মালোচনা করেছেন প্রাক্তন অর্থমন্ত্রী পি চিদম্বরম।

মালোচনা করেছেন প্রাক্তন অর্থমন্ত্রী পি চিদম্বরম।

অন্যদিকে নির্মলার বাজেটের তীব্র সমালোচনা করেছেন প্রাক্তন অর্থমন্ত্রী পি চিদম্বরম। এটা আম জনতার বাজেট নয় বলে তোপ তাঁর। বর্ষীয়ান এই কংগ্রেস নেতার মতে, অর্থমন্ত্রী তাঁর বক্তব্য একবারও বেকারত্ব, গরীবের প্রসঙ্গ একবার তুলে ধরেননি। ফলে এই বাজেট থেকে গরীব মানুষ, বেকার যুব সম্প্রদায়ের কোনও লাভ হয়নি। এমনকি করদাতাদেরও কোনও লাভ হয়নি বলেও আক্রমণ শানিয়েছেন পি চিদম্বরম। তাঁর মতে, পুরানো কর ব্যবস্থায় সাধারণ করদাতা যে নগণ্য সামাজিক নিরাপত্তা পেতেন তা এক্ষেত্রে পাওয়া নিয়ে সংশয় প্রকাশ করেছেন।

English summary
Rahul Gandhi, P Chidambaram attacks modi government after union budget 2023
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X