For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

LIVE লোকসভা ভোট আপডেট : পুরীতে মনোনয়ন পেশ সম্বিত পাত্রর, অযোধ্যায় রোড শো প্রিয়াঙ্কার

এদিন সবমিলিয়ে দেশের বিভিন্ন প্রান্তে কী ধরনের রাজনৈতিক খবর উঠে আসছে, চোখ রাখুন সেদিকে।

  • |
Google Oneindia Bengali News

শেষ হতে চলল মার্চ মাস। নির্বাচনের প্রথম দফা হতে আর দুই সপ্তাহও বাকী নেই। এরই মধ্যে সমস্ত রাজনৈতিক দলগুলি নেমে পড়েছে প্রচারে। শুরু হয়ে গিয়েছে রাজনৈতিক তরজাও। সামনে আসছে নানা বিতর্ক। এরই মাঝে এক সাক্ষাৎকার দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। যা নিয়ে বিতর্ক তৈরি হয়েছে। এছাড়া কংগ্রেস নেত্রী প্রিয়াঙ্কা গান্ধী বারাণসী থেকে লড়ার জল্পনা তৈরি করেছেন। ফলে সবমিলিয়ে প্রচার জমজমাট। এদিন সবমিলিয়ে দেশের বিভিন্ন প্রান্তে কী ধরনের রাজনৈতিক খবর উঠে আসছে, চোখ রাখুন সেদিকে।

লোকসভা নির্বাচনের দিনভরের আপডেট

Newest First Oldest First
6:22 PM, 29 Mar

উত্তরপ্রদেশের অযোধ্যায় জমজমাট রোড শো প্রিয়াঙ্কা গান্ধীর।
5:32 PM, 29 Mar

পুরী কেন্দ্র থেকে মনোনয়ন পেশ করলেন বিজেপি প্রার্থী সম্বিত পাত্র।
2:23 PM, 29 Mar

অযোধ্যায় স্থানীয়দের সঙ্গে মিশে কথাবার্তা বলছেন প্রিয়াঙ্কা গান্ধী। পালস বুঝে নেওয়ার চেষ্টা করছেন সাধারণ মানুষের।
2:22 PM, 29 Mar

ভিভিপ্যাট মেশিন বাড়ানোর প্রয়োজন নেই। ২১টি দল সম্মিলিতভাবে সুপ্রিম কোর্টে যে আবেদন করেছিল, তার প্রেক্ষিতে সুপ্রিম কোর্টে জানাল নির্বাচন কমিশন।
2:18 PM, 29 Mar

১২ নম্বর প্রার্থী তালিকা প্রকাশ করল বিজেপি। এই তালিকায় কাশ্মীর, কর্ণাটক, মধ্যপ্রদেশ, মহারাষ্ট্র ও রাজস্থানের প্রার্থীদের নাম রয়েছে।
1:05 PM, 29 Mar

মিশন শক্তি নিয়ে নরেন্দ্র মোদী বক্তব্য রেখে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন করেননি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। জানিয়ে দিল নির্বাচন কমিশন।
12:50 PM, 29 Mar

আরজেডি থেকে পদত্যাগ করে বিহারের সারণ থেকে লালুপ্রসাদ যাদবের পুত্র তেজপ্রতাপ নির্দল প্রার্থী হিসাবে দাঁড়াতে চলেছেন। নিজের শ্বশুর চন্দ্রিকা রাইয়ের বিরুদ্ধে প্রার্থী হচ্ছেন তিনি।
11:56 AM, 29 Mar

ওড়িশার কোরাপুটে নির্বাচনী জনসভায় ভাষণ দিয়ে ফের বিরোধীদের আক্রমণ মোদীর। বললেন, এয়ার স্ট্রাইকের একমাস পর এখনও পাকিস্তান মৃতদেহ গুনছে। যখন ভারত জঙ্গিদের বিরুদ্ধে পদক্ষেপ করে ঘরে ফিরে আসে। তখন অনেকে এখানে প্রমাণ চান।
11:41 AM, 29 Mar

উত্তরপ্রদেশের এটাওয়া-র বিজেপি সাংসদ অশোক কুমার দোহরে কংগ্রেসে যোগ দিলেন। উপস্থিত ছিলেন কংগ্রেস সভাপতি রাহুল গান্ধী।
11:39 AM, 29 Mar

বিহারের মহাজোটের আসন সমঝোতা নিয়ে সাংবাদিক সম্মেলন লালুপ্রসাদ যাদবের পুত্র তথা আরজেডি নেতা তেজস্বী যাদবের। আরজেডি ১৯টি আসনে, কংগ্রেস ৯টি আসনে ও আরএলএসপি ৫টি আসনে লড়াই করবে বলে জানানো হয়েছে।
11:18 AM, 29 Mar

আরও ১২ জনের প্রার্থী তালিকা প্রকাশ করল কংগ্রেস। বিহার থেকে ৪ জন, ওড়িশা থেকে ৭ জন ও উত্তরপ্রদেশের ১টি আসনে প্রার্থীর নাম ঘোষণা হয়েছে।
11:06 AM, 29 Mar

মুম্বই উত্তর কেন্দ্র থেকেই লোকসভা ভোটে লড়ছেন অভিনেত্রী উর্মিলা মাতন্ডকর। প্রেস বিজ্ঞপ্তি প্রকাশ করে জানিয়ে দিল মহারাষ্ট্র কংগ্রেস।
11:04 AM, 29 Mar

নির্বাচনী আদর্শ আচরণবিধি লঙ্ঘন করার অভিযোগে মধ্যপ্রদেশের বিজেপি বিধায়ক দিলীপ সিং পরিহারকে গ্রেফতার করা হয়েছে।

English summary
Lok Sabha Elections 2019 live updates of 29th March
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X